ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যায় মামলা, মূল হোতা গ্রেফতার


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৬:৫৫
কক্সবাজারে ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমন হাসান মওলাকে (২০) ছুরিকাঘাতে হত্যার দায়ে ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ৮ জনকে আসামি করা হয়েছে। রোববার (২৪ জুলাই) ভোরে মামলার প্রধান আসামি আবদুল্লাহ খানকে টেকনাফ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সেই সাথে নিহত ইমনের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। শনিবার মধ্যরাতে নিহতের বাবা মো. হাসান বাদী হয়ে কক্সবাজার সদর থানায়  হত্যা মামলাটি দায়ের করেন,  যার নম্বর ৫৫/৪৮১।
 
আসামিরা হলো- কক্সবাজার পৌরসভা ৪নং ওয়ার্ডের পেশকারপাড়ার খাইরুল আহমদের ছেলে আবদুল খান প্রকাশ আবদুল্লাহ খান (২৭), তার সহোদর আবদুল্লাহ আহাদ ছোটন (২৪), একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে ছৈয়দ আকবর (৩৩), তার সহোদর রমজান আলী (৩০),  মুন্না প্রকাশ কালা মুন্না (২৮),  মো. জাফরের ছেলে মো. সানি (২৭),  মো. জুয়েল প্রকাশ ফরহাদ (২৫)। 
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, বছরখানেক আগে নিহত ইমনের সাথে প্রধান আসামির ঝগড়া-বিবাদ হয়, যা সামাজিকভাবে নিস্পত্তিও হয়েছে। কিন্তু হত্যার মূল হোতা আবদুল্লাহ খান নিজের মনের মধ্যে ভিকটিমের জন্য আক্রোশ মনোভাব পোষণ করত। এ কারণে ইমনকে  বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি-ভীতিও দেখায় প্রধান অভিযুক্ত আবদুল্লাহ।  একপর্যায়ে ২১ জুলাই  রাত সাড়ে ৯টার দিকে নিহত ইমন মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার সময় প্রধান অভিযুক্তের বাড়ির পাশের ছিকু বরফ মিলের সামনে পৌঁছলে মামলায় অভিযুক্ত আসামি ও তাদের সহযোগী অজ্ঞাতনামা ৭-৮ জন ধারালো রামদা, কিরিচ, ছোরা, চাইনিজ ক্ষুর, লোহার রড, হাতুড়ি, লাঠি দিয়ে ভিকটিমকে মারাত্মকভাবে আঘাত করে। ওই সময় ভিকটিমের শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ভিকটিমের মোটরসাইকেল নিয়ে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনতায় সহতায় ভিকটিমকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ডাক্তারের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা যান। 
 
এ বিষয়ে মামলার বাদী নিহতের বাবা হাসান বলেন, আমার ছেলে মৃত্যুর পূর্বে তাকে হত্যার সাথে জড়িতদের নাম ঠিকানা বলে গেছে। সে যাদের নাম ঠিকানা বলেছেন তাদেরকেই মামলার আসামি করা হয়েছে। এদিকে মামলার হওয়ার কয়েকঘন্টা পরেই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব। এ নিয়ে র‌্যাব ১৫-এর অফিসে রবিবার বিকাল সাড়ে ৫ টায় একটি সংবাদ সম্মেলন করে র‌্যাব ১৫। ধৃত আদুল্লাহ খানের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক  নিত্য নন্দ বলেছেন, নিহতের ইমনের বাবা হাসানের শহরের বাজারঘটায় একটি পলিথিন, পাপস ও কার্পেটের দোকান রয়েছে। সেখানে একটি পাপস কিনতে গিলেই আবদুল্লাহ খান ও ইমনের মধ্যে বিবাদের শুরু। এরই জেরে ইমন ও তার বন্ধুরা মিলে আবদুল্লাহ ও তার সহযোগিদের ২০২১ সালে মারধর করে। ওই ঘটনায় আবদুল্লাহ পরিবার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।  যার  নম্বর ৪১/৬৮১। তবে মামলাটি সামাজিকভাবে নিস্পত্তি হলেও এতে মনক্ষুন্ন ছিল আবদুল্লাহ খাঁন। সে প্রতিশোধ নিতে সুযোগের অপেক্ষায় থাকে। সে সুযোগ ২১ জুলাই রাতে আবদুল্লাহ পায়।
 
তিনি  আরো বলেন, ধৃতকে ইমন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা পুলিশ গ্রহন করবে। 
 
কক্সবাজার সদর থানার ওসি ( তদন্ত ) সেলিম উদ্দিন বলেন, নিহতের বাবার দেয়া এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলার প্রধান আসামিকে সোমবার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। এছাড়া অন্যান্যদের গ্রেফতারেও অভিযান চলছে।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত