ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

রায়গঞ্জে কবরস্থান দখল করে বসবাস


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ৪:২৭

সিরাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের  মিরের দেউলমুড়া গ্রামে রেজিস্ট্রিকৃত ১২ শতক জমির কবরস্থানের ওপর লাঠির জোরে বসবাস করেছে একটি পরিবার। সরেজমিন জানা যায়, মিরের দেউলমুড়া আব্দুর রাজ্জাক মাস্টার, রফিকুল ইসলাম, অবুল হোসেন, শাজাহান আলী, মসজিদ ও কবরস্থানের নামে ২০০৬ এবং ২০১৭ সালে ১২ শতক জমি দুবারে রেজিস্ট্রি করে দেন।

১২ শতক জায়গায় রয়েছে একটি মসজিদ ও  অনেক পূর্বে থেকে কবর  দেয়া হাজী কোরবান আলীসহ অনেক মুসলিম নর-নরীর মৃতদেহ। হঠাৎ পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রেজাউল করিম, জালাল, সাহেদ আর অহেদ মিলে লাঠির দাপট দেখিয়ে কবরস্থানটির চারপাশ ঘেরাও করে ঘর তৈরি করে বসবাস করছেন।

সরেজমিন দেখা যায়, মৃত হাজী কোরবান আলীর ছেলে মৃত কুদরত আলীর কবরটি ঘেঁষে প্রতিপক্ষ রেজাউল করিম গরু রাখার স্থান তৈরি করেন। কবরটি ঘেঁষে গরু রাখায় প্রতিনিয়ত গরুর মলমূত্র কবরগুলোকে স্পর্শ করছে।

এ ঘটনায় দঃখ প্রকাশ করে শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, আমার বাবা, ভাইসহ আমাদের অনেক আত্মীয়স্বজনের কবর রয়েছে এই জায়গায়। রেজাউল করিম আমাদের এই কবরস্থান আর মসজিদের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে বসবাস করছে। আমরা কবরস্থানটি অবমুক্ত চাই, যেখানে আমাদের পরিবারসহ সকল ধর্মপ্রান মুসলামানদের সমাহিত করা হবে।

এলাকাবাসী বলছেন, অনেক কবরের ওপর তোলা হয়েছে গোয়ালঘর। কবরস্থানে বসবাস করা নিয়ে ওই এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাম না প্রকাশের শর্তে ওই এলাকার কয়েকজন ব্যক্তি বলেন, এখন যেখানে ঘর রয়েছে সে জায়গায় আসলে অনেক মৃত মানুষের কবর রয়েছে। আগে আমরা এই পথে হাটে গেলে কবরগুলো সামনে পড়ত, আমরা কবর দেখেই দোয়া-কালাম পড়তাম। কবর গুলোর মধ্যে এখনো একটি কবর ইট দিয়ে প্রাচীর অবস্থায় রয়েছে। কবরস্থানের ওপর বাড়ি তৈরি করায় কবরটি আর রাস্তা থেকে দেখা যায় না। 

এলাকার সচেতন মানুষ বলছেন, কবরস্থানে বসবাস করা ঠিক নয়। এটাতে ইসলাম ধর্মে নিষেধ রয়েছে। তাই এলাকার সচেতন মহলের দাবি, কবরস্থানে বসবাস করা ঘরগুলো দ্রুত উচ্ছেদ করা দরকার।

এ বিষয়ে অভিযুক্ত রেজাউল করিম গণমাধ্যমকর্মীদের জানান, মৃত হাজী কোরবান আলীর কবরটি জায়গা না থাকায় পারিবারিক সিদ্ধান্তে আমাদের বাড়ির ভেতরেই সমাহিত করা হয়, যা আমরা সংরক্ষণ করে রেখেছি। এছাড়া আর কোনো মৃত মানুষের কবর নেই বলে তিনি জানান।

বিষয়টি নিয়ে এ প্রতিবেদককে স্থানীয় পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ্য রফিকুল ইসলাম নান্নু বলেন, উভয়পক্ষের লোকজন আমার কাছে এসেছিলেন। আমি বিষয়টি অবগত আছি। দ্রুতই বিষয়টি দেখব।

এ বিষয়ে পাঙ্গাসী ইউনিয়ন ভূমি সহকারী বরকত উল্লাহর কাছে মুঠোফোনে ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

এমএসএম / জামান

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র‍্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন