ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাবিতে ভর্তিচ্ছুদের সেবায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ১০:২০

সাংবাদিকতার পাশাপাশি স্বেচ্ছায় সেবা দিয়ে নজির স্থাপন করল জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ। গত ২৫ থেকে ২৭ জুলাই শুরু হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, স্যালাইন, মাস্ক বিতরণের উদ্যোগ নেয় সংগঠনটি। এই তিন দিনে সর্বমোট ১০ হাজার পানির বোতল, ২ হাজার মাস্ক এবং ১ হাজার খাবার স্যালাইন বিতরণ করা হয়।

ভর্তিচ্ছু পরিক্ষীদের জন্য প্রতিটি মুহূর্ত পানি, মাস্ক, স্যালাইন হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন সংগঠনটির সদস্যরা। চলমান বর্ষা মৌসুমের এই দিনেও বৃষ্টি মাথায় নিয়ে সেবা নিশ্চিত করেছে সংগঠনটি। বুধবার (২৭ জুলাই) সকালে এমনই দৃশ্য চোখে পড়ে সকলের।

সে সময় উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি নুরে ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক আমিরুল হোসেন সান্ত, দপ্তর সম্পাদক এহেসান হাবীব তারা, প্রচার সম্পাদক আজগর আলী সাগর, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, নির্বাহী সদস্য গোলাম রশুল রনোক, নাঈম হোসেন, সুরুজ আলী, সোহেল রানা, মারুফ আহম্মেদসহ সাধারণ সদস্যরা।

বিনামূল্যে মাস্ক, খাবার স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন- সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খান সোহাগ, মডেল প্রেসক্লাব রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল আলম লালু, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমদাদ, বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কল্যাণ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. মনিরুজ্জামান মনি, রাজশাহী সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের বিশিষ্ঠ সমাজসেবক মো. টনি, জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার ব্যুরোচিফ মাজহারুল ইসলাম চপল, দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার সোনিয়া, দৈনিক সাদা কালো পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. নাহিদ ইসলাম প্রমুখ।

এ সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেকের সাথে কথা বললে তারা বলেন, আমাদের প্রথম লক্ষ্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর ইচ্ছা আছে রাজশাহী। তবে দেশের শিক্ষানগরী হিসেবে রাজশাহীর নাম সবার উপরে। শুধু শিক্ষাই নয়, শহরটি খুবই দৃষ্টিনন্দন। দৃষ্টিনন্দনের পাশাপাশি এখানকার মানুষগুলো খুব হেল্পফুল (পরোপকারী), যা আমাদের মন কেড়েছে। তবে ভালো লেগেছে- এখানকার সাংবাদিকেরাও দেখছি সেবার জন্য এগিয়ে এসেছেন, যা আমরা অন্য কোথাও দেখিনি। অন্যান্য জায়গায় দেখেছি সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহ করতে। কিন্তু রাজশাহীতে প্রথম দেখলাম পানি, মাস্ক হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ । এ সময় ভর্তিচ্ছু পরিক্ষার্থীরা সেবা দেয়ার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।

এমএসএম / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'

আত্রাইয়ে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন