ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

গাজীপুরে কঠোর লকডাউন : ৫০টি চেক পয়েন্টে কাজ করছে প্রশাসন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৫:২৮

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের সাথে কঠোর লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে গাজীপুরে ৫০টি চেক পয়েন্টে কাজ করছেন ৩ প্লাটুন সেনা সদস্য, ৩ প্লাটুন বিজিবি এবং পর্যাপ্তসংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য। লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ ৫০টি পয়েন্টে কাজ করছে। এরমধ্যে জেলা প্রশাসনের ১৮টি চেক পয়েন্টে এবং জেলা পুলিশ ও মেট্রোপলিটনের আরো ৩২ টি চেক পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন সেনা সদস্য, ৩ প্লাটুন বিজিবি ও পর্যপ্তসংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। বিনা প্রয়োজনে কেউ বের হলে তাদের আটক অথবা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, লকডাউনে বিভিন্ন পয়েন্টে যানবাহন, দোকানপাট খোলা নিয়ন্ত্রণ, যাত্রী বা শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিতে কাজ করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮টি টিমে ১৮ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

সকালে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিন পরিদর্শন করেন। সামগ্রিক পরিস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তয়নে গাজীপুর মহানগরে তাদের সাড়ে ৪০০ ফোর্স কাজ করছেন। তাদের একটি পিকেট ডিউটি, ২৭টি মোবাইল টিম যানবাহন নিয়ন্ত্রণ, ব্যবসা প্রতিষ্ঠান খোলা-বন্ধ রাখাসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব পালন করছে।

মাওনা মহাসড়ক থানার ওসি মো. কামাল হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেয়া হচ্ছে না। তবে ব্যানার-স্টিকারযুক্ত কিছু কারখানার শ্রমিকবাহী যানবাহন যাচাই সাপেক্ষে চলতে দেয়া হচ্ছে। তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করে দেয়া হচ্ছে।

এদিকে, গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নমুনা পরীক্ষার পিসিআর (মাইক্রোবায়োলজি) ল্যাবে বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লু মেশিন বিকল থাকায় গত সোমবার থেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

ল্যাবের ইনচার্জ ডা. এস কে সাইফুল ইসলাম জানান, কয়েক দিন ধরেই বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লুর মেশিনটিতে সমস্যা দেখা দিচ্ছিল। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়কে জানানো হয়। পরে গত ২৭ জুন ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম এখানে আসে। তারা মেশিনটি পরিবর্তনের পরার্মশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন দেয়।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে প্রতিদিন প্রায় পৌনে ৪০০ করোনা নমুনা সংগ্রহ হয়। এসব নমুনা গাজীপুরের দুই প্রতিষ্ঠান ছাড়াও ঢাকার আইপিএইচ ল্যাব এবং সাভারের বায়োটেকনোলজি ল্যাবেও পাঠানো হয়। এখন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় এ ল্যাবে আসা সব করোনা নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৪৭ জনের নমুনা সংগ্রহ হয়। এন্টিজেন পরীক্ষার মাধ্যম্যে ২২ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকি ৩২৫ জনের নমুনা পরীক্ষা পিসিআর মেশিনে করার জন্য ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হয়েছে। ওই সব নমুনা পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরো ৪ জন মারা গেছেন বলে তিনি জানান।

এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯০ হাজার ২৯২ জনের। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১২ হাজার ৬১৩ জন। তাদের মধ্যে মারা গেছেন মোট ২৪০ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৯২১ জন।

জামান / জামান

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা