গাজীপুরে কঠোর লকডাউন : ৫০টি চেক পয়েন্টে কাজ করছে প্রশাসন

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের সাথে কঠোর লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে গাজীপুরে ৫০টি চেক পয়েন্টে কাজ করছেন ৩ প্লাটুন সেনা সদস্য, ৩ প্লাটুন বিজিবি এবং পর্যাপ্তসংখ্যক র্যাব ও পুলিশ সদস্য। লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ ৫০টি পয়েন্টে কাজ করছে। এরমধ্যে জেলা প্রশাসনের ১৮টি চেক পয়েন্টে এবং জেলা পুলিশ ও মেট্রোপলিটনের আরো ৩২ টি চেক পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন সেনা সদস্য, ৩ প্লাটুন বিজিবি ও পর্যপ্তসংখ্যক র্যাব ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। বিনা প্রয়োজনে কেউ বের হলে তাদের আটক অথবা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, লকডাউনে বিভিন্ন পয়েন্টে যানবাহন, দোকানপাট খোলা নিয়ন্ত্রণ, যাত্রী বা শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিতে কাজ করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮টি টিমে ১৮ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
সকালে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিন পরিদর্শন করেন। সামগ্রিক পরিস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তয়নে গাজীপুর মহানগরে তাদের সাড়ে ৪০০ ফোর্স কাজ করছেন। তাদের একটি পিকেট ডিউটি, ২৭টি মোবাইল টিম যানবাহন নিয়ন্ত্রণ, ব্যবসা প্রতিষ্ঠান খোলা-বন্ধ রাখাসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব পালন করছে।
মাওনা মহাসড়ক থানার ওসি মো. কামাল হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেয়া হচ্ছে না। তবে ব্যানার-স্টিকারযুক্ত কিছু কারখানার শ্রমিকবাহী যানবাহন যাচাই সাপেক্ষে চলতে দেয়া হচ্ছে। তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করে দেয়া হচ্ছে।
এদিকে, গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নমুনা পরীক্ষার পিসিআর (মাইক্রোবায়োলজি) ল্যাবে বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লু মেশিন বিকল থাকায় গত সোমবার থেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।
ল্যাবের ইনচার্জ ডা. এস কে সাইফুল ইসলাম জানান, কয়েক দিন ধরেই বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লুর মেশিনটিতে সমস্যা দেখা দিচ্ছিল। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়কে জানানো হয়। পরে গত ২৭ জুন ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম এখানে আসে। তারা মেশিনটি পরিবর্তনের পরার্মশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন দেয়।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে প্রতিদিন প্রায় পৌনে ৪০০ করোনা নমুনা সংগ্রহ হয়। এসব নমুনা গাজীপুরের দুই প্রতিষ্ঠান ছাড়াও ঢাকার আইপিএইচ ল্যাব এবং সাভারের বায়োটেকনোলজি ল্যাবেও পাঠানো হয়। এখন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় এ ল্যাবে আসা সব করোনা নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৪৭ জনের নমুনা সংগ্রহ হয়। এন্টিজেন পরীক্ষার মাধ্যম্যে ২২ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকি ৩২৫ জনের নমুনা পরীক্ষা পিসিআর মেশিনে করার জন্য ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হয়েছে। ওই সব নমুনা পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরো ৪ জন মারা গেছেন বলে তিনি জানান।
এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯০ হাজার ২৯২ জনের। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১২ হাজার ৬১৩ জন। তাদের মধ্যে মারা গেছেন মোট ২৪০ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৯২১ জন।
জামান / জামান

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
