‘শুক্লপক্ষ’-তে ভয়াবহ টুইস্ট : ভিকি
থ্রিলারে এ সময়ের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। তার কাজ মানেই অন্যরকম আগ্রহ তৈরি হয় দর্শকের মাঝে। আরও একবার তাই সাইকোলজিক্যাল থ্রিলার গল্প 'শুক্লপক্ষ' নিয়ে চরকিতে ফিরছেন ভিকি। প্রথমবারের মতো সিরিয়াল কিলারের গল্প নিয়ে থ্রিলার ওয়েবফিল্ম নির্মাণ করেছেন ভিকি। সেদিক দিয়ে দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারবেন বলে মনে করছেন নির্মাতা।
তিনি বলেন, ‘খুবই ইউনিক একটি গল্প শুক্লপক্ষ। দর্শকের অবচেতন মনকে অনেক প্রশ্ন ছুড়ে দেবে। এ ছাড়াও এ গল্পের শেষেই আমার দেয়া সবচেয়ে ভয়াবহ টুইস্ট থাকবে দর্শকদের জন্য।’ সচরাচর প্রমিনেন্ট শিল্পী নিয়ে কাজ করা প্রসঙ্গে ভিকি জানান, এবার যাদের সঙ্গে কাজ করেছেন তাদের অনেকের সঙ্গে প্রথম কাজ ভিকির। ইন্ডাস্ট্রিতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা একদল তরুণ অভিনয়শিল্পী নিয়ে কাজ করেছেন তিনি। যারা পরিচালকের শিল্পী হিসেবে একাগ্রতার সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে জিয়াউল রোশান ও সুনেরাহ বিনতে কামাল বেশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন।
তিনি আরো বলেন, শুটিংয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে 'শুক্লপক্ষ' টিমকে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জঙ্গল ও নদীর পাশাপাশি নানা চ্যালেঞ্জিং লোকেশনে শুট করা হয়েছে ওয়েবফিল্মটি। এমনটাই জানান নির্মাতা। রেদোয়ান রনির প্রযোজনায় 'শুক্লপক্ষ'-তে রোশান, সুনেরাহ ছাড়াও অভিনয় করেছেন খায়রুল বাশার, ফারুক আহমেদ, শরীফ সিরাজসহ অনেকে। ১১ আগস্ট থেকে চরকিতে স্ট্রিমিং করা হবে 'শুক্লপক্ষ'র।
এমএসএম / জামান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা
এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া
পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা
ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা
শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই
ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী
হিরো আলম গ্রেফতার
আন্তর্জাতিক চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সংগীতশিল্পী মাসুম বিল্লাল ফারদিন
নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ
‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’