ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সংবাদ সম্মেলনে কাউন্সিলর সামুর চ্যালেঞ্জ : চাঁদাবাজি প্রমাণ করতে পারলে পদত্যাগের ঘোষণা


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৫:৪৭

ভোলার চরফ্যাশন পৌরসভার কলেজপাড়াস্থ ৪নং ওয়ার্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে সাবেক কমিশনার বসুন্ধরা জয়নাল ও তার দ্বিতীয় স্ত্রী কর্তৃক হামলার শিকার হন বলে জানিয়েছেন কাউন্সিলর সামু। গতকাল বুধবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে বসুন্ধরা জয়নাল ও তার স্ত্রী চা‍ঁদাবাজির অভিযোগসহ নানা ধরনের অপপ্রচার করছে। তাই তিনি রাত ৯ টায় তার বাসভবনে তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলন করেন।

উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি লিখিত বক্তৃতায় বলেন, আমি চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের মহানায়ক আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের দেয়া দায়িত্ব ও পৌরবাসী যে কারণে চতুর্থবার আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছেন সে কাজই করছি। আপনারা জানেন প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত রাস্তাঘাট পরিষ্কার, বাজার মনিটরিংসহ পৌরবাসীর খেদমতে ব্যাস্ত থাকি। ঘটনার দিন জয়নাল মিয়ার প্রতিবেশী কমরেড শাহজাহানের স্ত্রী, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মহিউদ্দিন, আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমিন, ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন আমাকে জানান, জয়নাল মিয়া জোরপুর্বক অন্যের জায়গায় ইমারত নির্মাণ করছেন। অন্যের জমি দখল করার অভিযোগে তাকে ৬নং ওয়ার্ড থেকে বিতাড়িত করে ওই এলাকার জনগণ ৫নং ওয়ার্ডে প্রেরণ করলে ৫নং ওয়ার্ডেও সকল প্রতিবেশীর সাথে এহেন অত্যাচার করতে থাকেন। ৫নং ওয়ার্ডে টিকতে না পেরে পৌরসভার ক্রিম ওয়ার্ড নামে পরিচিত ৪নং ওয়ার্ডে এসে বসবাস করতে থাকেন। এই ওয়ার্ডে এসে তার প্রতিবেশীদের সাথে শুরু করেন ঝগড়া-বিবাদ, যা উপজেলা চেয়ারম্যান ‍এবং পৌর মেয়র থেকে সবাই জানেন।

তিনি বলেন, আমি অভিযোগ তদন্তে গিয়ে দেখি জয়নাল মিয়া অন্যের জায়গায় ট্যাংকি নির্মান করেছেন। আমি তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এটা থাকবে মাটির নিচে। আমি বললাম মাটির নিচে বা উপরে যেখানে থাকুক না কেনো অন্যের জায়গায় ইমারত নির্মাণ করার রাইট আপনার নেই। এটা ভেঙে ফেলেন, আপনার আশপাশে সবার সাথে আপনি ঝগড়া করতে চান কেন? এ‍ই বলে আমি তার নির্মাণাধীন ট্যাংকি ভেঙে ফেলার জন্য রাজমিস্ত্রিকে নির্দেশ দিলে তার দ্বিতীয় স্ত্রী বাসা থেকে বটি নিয়ে আমার ওপড় চড়াও হন। আমার পাশে থাকা জয়নাল মিয়া আমাকে জাপটে ধরে রেখে তার স্ত্রীকে বলে একে জবা‍ই কর। আমি এহেন পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য জাপটে মেরে মূল সড়কে উঠে ডাক-চিৎকার দিলে এলাকার লোকজন দৌড়ে এসে ভূমিসন্ত্রাসী জয়নাল ও তার স্ত্রীকে ধাওয়া দিলে তারা দৌড়ে বাসায় গিয়ে আশ্রয় নেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেলাম আমাকে চাঁদা না দেয়ায় আমি তার ও তার স্ত্রীর ওপর হামলা করেছি। প্রকৃত ঘটনা আাড়াল করতেই এ নাটকের সৃষ্টি করছে জয়নাল।

তিনি ‍আরো বলেন, আপনারা খো‍ঁজ নিয়ে দেখেন ৫ ও ৬নং ওয়ার্ডের মানুষের কাছে। তিনি ওই ওয়ার্ডে থাকাকালে সীমাহীন অত্যাচার করেছেন। এখন ৪নং ওয়ার্ডে এসেও সেই পুরনো কীর্তি শুরু করেছেন। তার এহেন অত্যাচার কার্যক্রম ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌর কর্তৃক রায় প্রদান করেছে, যা সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান গণ্যমান্যগণ অবহিত আছেন। শুনেছি জয়নাল মিয়া আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। আমি আপনাদের মাধ্যমে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জকে তদন্তসাপেক্ষে প্রকৃত রহস্য উদ্ঘাটনপূর্বক সরকারি কাজে বাধদানের অভিযোগে জয়নাল ও তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতারের দারি জানাচ্ছি। পাশাপাশি আমি চা‍ঁদা দাবি করেছি এ ঘটনা প্রমাণ করতে পারলে প্রোয়োজনে কাউন্সিলর থেকে পদত্যাগ করব।

আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই যে, আমার সাথে নির্বাচনে হেরে গিয়ে সেই পরাজিত শক্তি এখন ভূমিদস্যু জয়নালের সাথে হাত মিলিয়ে এসব অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি তাদের জানিয়ে দিতে চাই, আকতারুল আলম সামু চাঁদাবাজ নয়, ভূমিদস্যু নয়, জাল সনদ দিয়ে চাকরি নেয়া লোক নয়। এসব দুর্নীতি করলে সামুর সম্পদের পাহাড় থাকত। সামুর কী আছে সেটা আপনারা জানেন। যারা আমার নেতা জ্যাকবকে মেনে নিতে পারছে না তারাই আমাকে মানতে পারছে না। এদের আপনারা ভালো করেই চেনেন, এরা কথিত সংস্কারবাদী, কখনো লায়ন, কখনো মোকাম্মেল- একেক সময় একেক রূপ ধারণ করে জিরো থেকে হিরো হয়ে আজ পাজেরো গাড়ি নিয়ে দৌড়াচ্ছে। আপনাদের মাধ্যমে তাদের সম্পত্তির পাহাড়ের প্রকৃত উৎস জানতে চাই।
তিনি উপস্থিত সকল সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে তার বক্তৃতা শেষ করেন।

জামান / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন