দ্যুতিময় বা জাঁকজমক আয়োজনে সাঙ্গ হলো বালাগঞ্জের মৎস্য সপ্তাহ
সিলেটের বালাগঞ্জে সপ্তাহব্যাপী দ্যুতিময় আয়োজনে সাঙ্গ হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। শুক্রবার (২৯ জুলাই) ১১টায় বালাগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে বালাগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য সপ্তাহ সম্পন্ন হয়।
উক্ত সভায় মৎস্যখাতের অবদানের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার। তিনি বলেন, মৎস্য সেক্টরের সাফল্যে বালাগঞ্জ অনেকদূর এগিয়ে গেছে। পর্যাপ্ত মাছ আছে তাতে বালাগঞ্জের মানুষের আমিষের অভাব পূরণ করে অন্যত্র বিক্রি করা হয়। তিনি আরো জানান, পুরো মৎস্য সপ্তাহ পর্যবেক্ষণ করেছেন। মৎস্যজীবি ও চাষীদের পরিশ্রমের ফসল হলো মৎস্য খাতের ওই উন্নতি। উন্নতির চিত্রটি সাংবাদিকগণের লেখনিতে ফুটিয়ে তুলার কথা বলেন। উপজেলা পরিষদ ও প্রশাসন মৎস্য সেক্টরে নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে আরো উন্নতি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বালাগঞ্জ উপজেলাকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিয়ে যাবেন বলে আশ্বস্থ করেন ইউএনও রোজিনা আক্তার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষিবিদ মো. সুমন মিয়া, সমাজসেবা কর্মকর্তা মো. জুয়েল আহমদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা রাজিব সরদার, সাংবাদিক জাগির হোসেন, চাষী এম.এ মতিন বাদশা প্রমুখ। শেষসভায় উপস্থিত ছিলেন মৎস্যজীবি ও চাষীগণ।
সমাপনী সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম ও খতিব হাফিজ কামরুল ইসলাম ও গীতা পাঠ করেন কৃষকলীগ নেতা প্রদীপ দেব।
উল্লেখ্য মৎস্য সপ্তাহ-২২'র শুরুর দিকে মাইকিং এর মাধ্যমে প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, বর্ণাঢ্য র্যালি, উদ্বোধন ও আলোচনা সভা পুরষ্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন ও অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/ অভিযান পরিচালনা, মৎস্যচাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান বিভিন্ন মৎস্য উপকরণ বিতরণ, পরিশেষে মূল্যায়ন সভা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied