ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কিশোর গ্যাংয়ের মহড়ায় অশান্ত হচ্ছে খুলনার কপিলমুনি : জিম্মি অভিভাবকসহ সাধারণ মানুষ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ১২:৫
দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী মহামনীষীদের তীর্থস্থান শান্তির উপশহর কপিলমুনিতে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অশান্ত হচ্ছে। বর্তমান ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপ মাঠে রয়েছে। ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে এসব গ্রুপ গুলো পরিচয় দিয়ে অপকর্ম করে চলেছে। ছাত্রলীগ বা বর্তমান ক্ষমতাসীন দলের কেউ এর সঙ্গে জড়িত নয়। নিজের শক্তিকে প্রভাবিত করতে আ’লীগের নাম ব্যবহার হচ্ছে এসব কিশোরদের মুখে। ১২ থেকে ২০ বছর বয়সী কিশোরদের একাধিক গ্রুপ বিভিন্নভাবে ভাবে বিভক্ত হয়ে নিজেদের শক্তি প্রদর্শন করতে দলবেঁধে হামলা চালাচ্ছে। যার ফলে হয়রানির শিকার হচ্ছে অভিভাবকসহ স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী।
 
একাধিক অভিযোগে জানা গেছে, কপিলমুনিতে কয়েকটি কিশোর গ্যাংয়ের অত্যাচার আর নির্যাতন নজিরবিহীন ভাবে বেড়ে চলেছে। সকাল থেকে শুরু করে দলে দলে বিভিন্ন স্পটে অবস্থান নিচ্ছে তারা। তাদের হামলায় আহত হচ্ছে পথচারীরা। সেই সাথে কার দলে কত লোক আছে তা জানান দিতে দিনরাত চলে মহড়া। রীতিমতো মাস্তানীবেশে ও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন পুর্বক প্রকাশ্যে মেয়েদের উত্যাক্ত করছে বলেও অভিযোগ রয়েছে। এমতাবস্থায় বিষয়টি প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন অভিভাবক সহ এলাকাবাসী।
 
খোঁজ নিয়ে জানা গেছে, কপিলমুনির কলেজ রোড, বালির মাঠ, বাইপাস সড়ক, গোলাবাটি মোড়, কপিলমুনি নিকারী পাড়া মোড়, মাহমুদকাটি, পুলেরমাথা কালবার্ট, রেজাকপুর মসজিদ ও তালতলা ব্রীজ স্পটের অন্যতম। সকালে স্কুল কলেজগামী ছাত্রীদের টার্গেট করে গুরুত্বপূর্ণ স্পটগুলোতে চলে এদের মিলনমেলা। এরপর দলবেধে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে তাদের উত্যাক্ত করতে দেখা যায়। এদের অবস্থান নিয়ে প্রশ্ন করতে গেলে একযোগে প্রতিবাদকারীর উপর হামলে পড়ে। একপর্যায়ে বোকা সাব্যস্ত হতে হয় সেই অভিভাবক ও এলাকার মানুষকে। শুধু তাই নয়, বিকালে আবার গুরুত্বপূর্ণ স্পটগুলোয় তাদের আড্ডা লক্ষ করা যায়। কোন প্রকার অভিভাবকহীন মনে হয় এদের। নেই শাসনের বালাই বা লজ্জা। এতে করে ছাত্রীসহ অভিভাবকরা চরম অসহায় হয়ে পড়েছে।
 
এ বিষয়ে কলেজ মোড় এলাকার মো. জয়নুদ্দিন বলেন, কলেজ মোড়ে উঠতি বয়সের অনেক অপরিচিত ছেলেদের দেখা যায়। তাদের বাড়ি বা ঠিকানা জানিনা, তারা সারাক্ষণ কলেজ রোড ধরে চলে এবং মোবাইল কানে ধরে যাতায়াতের রাস্তায় পায়চারী করতে থাকে। সাধারণ মানুষের বোঝার আগেই তারা এই অভিনব পন্থা অবলম্বন করে। অনেক সময় এরা দলীয় পরিচয় দিয়ে গা বাঁচিয়ে থাকে। 
 
স্থানীয় আবু সাঈদ ও তপন জানান, অতিসম্প্রতি কপিলমুনিতে কলেজের জনৈকা ছাত্রী উত্যাক্তের ঘটনায় কিশোর গ্যাং এর আক্রমনের শিকার হয়ে ছুরিকাঘাতে জখম হওয়ার ঘটনা ঘটে। তাছাড়া ভদ্রলোকদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করার অভিযোগ রয়েছে সংঘবদ্ধ কিশোরদের বিরুদ্ধে। মারপিট করেই এরা লাপাত্তা হয়ে যায়।
 
নিরাপদ সড়কের পাইকগাছা সভাপতি বলেন, বর্তমানে কিছু উঠতি বয়সের অপরিচিত ছেলেদের দেখি, তারা সম্মান করতে ভুলে গেছে। তাদের অভিভাবকদের, সচেতন এলাকাবাসীসহ এদের বিষয়ে প্রশাসনিক ব্যাবস্থা জোরদার করা উচিৎ বলে মনে করি। কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ইমরান মোল্লা জানান, কখনোই ছাত্রলীগ সন্ত্রাসীদের আশ্রয় দেয় না।  সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাত্রলীগ বিশ্বাসী নয়, যারা ছাএলীগের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
 
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর জি এম এমদাদ হোসেন বলেন, বিষয়টি নজরদারিতে রয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আমরা জিরো টলারেন্স দেখাবো।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত