বগুড়ায় শ্রাবনের বৃষ্টিতে কৃষকরা আমনে চাষে ঝাঁপিয়ে পড়েছে

বগুড়ার শেরপুর উপজেলায় বর্ষা মৌসুমের শুরু থেকেই কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় এলাকার চাষিরা আমন ধান চাষ নিয়ে ছিলেন চিন্তিত। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে চাষিরা রোপণে ব্যস্ত সময় পার করছেন। দেখা গেছে, এ উপজেলায় এবার বর্ষা মৌসুমের শুরু থেকেই বৃষ্টি না হওয়ায় রোপা আমন লাগাতে কৃষকদের বিড়ম্বনায় পড়তে হয়। তারপরও অনেকে নির্ধারিত সময়ে চারা রোপণ করলেও বৃষ্টি না হওয়ায় আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েন। এরই মাঝে গত এক সপ্তাহ ধরে কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ায় কৃষকরা আমনের জমি তৈরিতে ঝাঁপিয়ে পড়েন।
বগুড়া তথা উত্তরাঞ্চলের অন্যতম শস্যভাণ্ডার খ্যাত শেরপুর উপজেলা সর্বজন পরিচিত ও সমাদৃত। উপজেলা কৃসি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় চলতি মৌসুমে মোট চলতি রোপা আমন মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ২২ হাজার ৪০০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে উফসি এবং স্থানীয় জাতের রয়েছে। এ সব জমিতে কৃষকরা আমন চাষাবাদের জন্য আষাঢ় মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করে থাকেন। এই লক্ষ্যে যথাসময়েই বীজতলা তৈরির কাজও সম্পন্ন করেছিলেন। আষাঢ়-শ্রাবণ এই দুই মাসে জমি চাষাবাদও শেষ হওয়ার কথা। কিন্তু আষাঢ়ের এক মাস অতিবাহিত হয়েও এই উপজেলায় কাঙ্ক্ষিত পর্যাপ্ত বৃষ্টির মেলেনি। এই ভরা বর্ষা মৌসুমে উপজেলায় বৃষ্টি না হওয়ায় অশিকাংশ কৃষকই তাদের জমিতে আমন চাষাবাদের প্রস্তুতি নিতে পারেননি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে বৃষ্টির আগ পর্যন্ত ১ হাজার ২০০ হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে।
এ্রই মাঝে গত এক সপ্তাহ ধরে শ্রাবণের বারিধারা শুরু হওয়ায় কৃষকরা আমনের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন। এ ব্যাপারে কুসুম্বী ইউনিয়নের খিকিন্দা গ্রামের কৃষক মনিরুজ্জামান, খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের সাইফুল, গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ গ্রামের সাবেক সেনা সদস্য রেজাউল করিমসহ অনেক কৃষকের সাথে কথা বলে জানা গেছে, ক্ষতি যতটুকু তা আগেই হয়েছে এখন বৃষ্টি হয়েছে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে যাবে আশাকরি।
এ ব্যাপারে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস দৈনিক সকালের সময়কে জানান, আমন চাষাবাদের সময় ইতোমধ্যে অনেকটা সময় পার হয়ে গেলেও শ্রাবণের বৃষ্টি হওয়ায় কৃষকরা তাদের জমিতে রোপণ কাজ শুরু করেছেন। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় জমি রোপণে একটু বিলম্ব হলেও কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ায় সেই ক্ষতি পুষে উঠতে পারবে। এ ক্ষেত্রে উপজেলায় আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা নেই বলে তিনি মত প্রকাশ করেন।
এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
