ত্রিশালের মহাসড়কে সব ধরনের থ্রি হুইলার বন্ধ ঘোষণা
দেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহের ত্রিশালেও একের পর সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানির সংখ্যা। এছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকসার অবাধ বিচরণ। দ্রুতগামী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এসব যান। মহাসড়কের ওপর ত্রিশাল অংশে গড়ে উঠেছে ৬-৭টি অবৈধ যানের স্ট্যান্ড। এসব অনিয়ম বন্ধে এবং হাইকোর্ট ও সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণে উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেয়া হবে না বলে জানান কর্মকর্তারা।
রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ইউএনও আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান ও ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন প্রমূখ।
সভায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে সকল ধরনের থ্রি হুইলার চলাচল বন্ধ রাখা, মহাসড়কের ত্রিশাল অংশে ফুট ওভার ব্রিজের নিচে মহাসড়কে রোড ডিভাইডারে গ্রিলের ব্যারিকেড নির্মাণ করা, মহাসড়কের অবৈধ বাজার ও দোকানপাট উচ্ছেদ করা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাটা অংশ পুনঃনির্মাণসহ এই অপরাধ পুনরায় সংঘটিত হলে শনাক্তপূর্বক নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুটওভারব্রিজ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। ড্রাইভিং লাইসেন্সসহ সড়ক পরিবহন সংক্রান্ত সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে সপ্তাহে কমপক্ষে ২ দিন সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা রোডে বাসস্ট্যান্ড নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে, রোববার সকাল থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ত্রিশাল আসার খবরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছিল যানজটমুক্ত। ছিল না অবৈধ যানের কোনো স্ট্যান্ড। অবাধ বিচরণ ছিল না সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকসার।
এ নিয়ে স্থানীয়দের ভাষ্য, প্রশাসন চাইলে বা তৎপর হলে মহাসড়কে সব ধরনের নৈরাজ্য বন্ধ হবে, এটাই স্বাভাবিক।
এমএসএম / জামান
মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল
রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ
ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ
ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার
সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান
কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার
বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা
টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড