এনআইডি কার্ডে দেশ যখন ভেনেজুয়েলা!
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে বিপাকে পড়েছেন কয়েকজন ভোক্তাভোগী। সংশোধিত জাতীয় পরিচয়পত্রে সব তথ্য সঠিক থাকলেও জন্মস্থান হয়ে গেছে‘ভেনেজুয়েলা’! বাংলাদেশের পরিবর্তে দেশের নাম
ভেনেজুয়েলা হয়ে যাওয়ায় বিভিন্ন প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র সংশোধনকারীরা পড়েছেন দুর্ভোগে। গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের সার্ভার থেকে ডাউনলোড করা কার্ডে জন্মস্থান ‘ভেনেজুয়েলা’ লেখা আসছে। এ নিয়ে জেলা জুড়ে তোলপাড় চলছে।
জানা গেছে, বিভিন্ন অসংগতির কারণে অনেকেই জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য স্থানীয় নির্বাচন কার্যালয়ে আবেদন করে থাকেন। দিনের পর দিন নির্বাচন অফিসে ধারনা দিয়েও নিরুপায় ভোক্তভোগিরা। দীর্ঘ ভোগান্তির পর সংশোধন সম্পন্ন হওয়ার বার্তা পেয়ে নির্বাচন কমিশনের সার্ভার থেকে এনআইডি ডাউনলোড করে বিপাকে পড়ছেন উপজেলার বেশ কয়েকজন। জন্মস্থানের কলামে ‘ভেনেজুয়েলা’ লিখা দেখে নতুন ভোগান্তিতে পড়েছেন তারা।
পৌরশহরের ভুক্তভোগী শিউলি বেগম বলেন, সব ডকুমেন্ট দিয়ে আবেদন জমা দিয়েও অনেক দিন নির্বাচন অফিসে ঘুরতে হয়েছে। অবশেষে সংশোধনের ম্যাসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছি! এই কার্ড নিয়ে বড় সমস্যায় পড়ার আশঙ্কায় তিনি যে কাজে সংশোধন করেছিলেন ওই কাজে ব্যবহার করছেন না।
উপজেলার বর্নি ইউনিয়নের নাম প্রকাশ না করার শর্তে এক ভোক্তভোগী অভিযোগ করেন, প্রায় ২ মাস আগে সংশোধনের আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে অনেকদিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের ম্যাসেজ পেয়ে শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন। জরুরি পাসপোর্ট করার জন্য এনআইডি সংশোধন করেছিলেন। বড়লেখায় জন্মগ্রহণ করে এনআইডিতে ভেনেজুয়েলা লিখা থাকায় দুশ্চিন্তায় এখন আর পাসপোর্ট করতে যাচ্ছেন না।
জাতীয় পরিচয় পত্র নিয়ে কাজ করেন এমন কম্পিউটার দোকানদাররা জানান, গত এক সপ্তাহ ধরে যারাই সংশোধনকৃত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করছেন, তাদের প্রত্যেকের কার্ডের জন্মস্থান ভেনেজুয়েলা লেখা আসছে। এটার সমাধান করা হলেও ভুক্তভোগীরা আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হবেন।
উপজেলা নির্বাচন অফিসার এসএম সাদিকুর রহমান জানান, বিষয়টি অনেকেই তাকে অবহিত করেছেন। তিনি তা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। আশা করছেন দ্রুতই তা সমাধান হয়ে যাবে।
জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হােসেন বলেন, মৌলভীবাজার শহরে আমি এ পর্যন্ত যে কজন ভুক্তভােগী পেয়েছি, তাঁদের সবার এনআইডিতে জম্মস্থান ভেনিজুয়েলা লেখা। সার্ভারের সমস্যা থেকে এটি হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানাে হয়েছে।' তিনি আরাে বলেন, বড়লেখা উপজেলাতেও একই অবস্থা। কত এনআইডিতে ভুল আছে, জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের কাছে এ ধরনের পরিসংখ্যান নেই। কী পরিমাণ প্রিন্ট হয়েছে তা উর্ধ্বতন কর্তৃপক্ষ ভালাে বলতে পারবে। তবে দ্রুতই সমস্যা সমাধান করা হবে।'
এমএসএম / এমএসএম
হাসিনার ফাঁসির রায়ে কোনাবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
রৌমারীতে জমির মামলায় ঘায়েল করতে না পেরে রাজনৈতিক মামলার অভিযোগ
মিরসরাইয়ে টিসিবি পণ্যে ১০৩ প্যাকেট গায়েব
নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ডামুড্যায় অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে মাদারীপুরে কর্মশালা
শান্তিগঞ্জে দোকানঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বড়লেখায় পরোয়ানাভুক্ত ৪ আসামীসহ গ্রেফতার ৮
ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা দাবিতে মানববন্ধন
ধামইরহাট পৌরসভায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক বাজার ক্যাম্পেইন অনুষ্ঠিত
ধামরাইয়ে গান পাউডার ছিটিয়ে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
মেহেরপুর জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা