ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

কেমন আছেন প্রধানমন্ত্রীর উপহার পাওয়া সেই পরিবারগুলো


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২২ দুপুর ২:২২

বগুড়ার শেরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার দালান পেয়েছেন দরিদ্রসীমার নীচে বসবাসকারী  ৩২৫ টি পরিবার। কিন্তু কেমন আছেন তারা? সে প্রশ্নের উত্তর জানতে সরে জমিনে ঘুরে আসি উপজেলার প্রকল্প এলাকাগুলো।   

 

বগুড়ার শেরপুর উপজেলার আশ্রয়ণ প্রকল্প ঘুরে প্রকল্পের বাসিন্দাদের সাথে কথা বলি।কথা বলি শ্যামলি আকতারের   সাথে। মোছা. শ্যামলী আকতার (৩৫) নামটা সুন্দর হলেও জীবনটা তার মোটেও সুন্দর ছিল না। সংসারের একমাত্র  উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী দিনমজুরি খেটে যা উপর্জন করতেন, তাই দিয়েই কোনো রকমে চলতো সংসার। এরপর ঘর ভাড়া দিতেই যখন উপার্জনের প্রায় সবটুকু শেষ, তখন থেকেই স্বামী-সন্তান নিয়ে খেয়ে না খেয়ে শুরু হয় মোছা. শ্যামলী আকতারের কষ্টের দিন। এখন তিনটি ছাগল পালেন আর কিছু মুরগী। পাশাপাশি বাড়ির উঠানে সবজির  বাগান। স্বামীর আয়ের পাশাপাশি যোগ হয়েছে তার নিজের আয় টুপি বুনানো। প্রায় একই রকম গল্প মো. জাবেদ আলীর। একসময় তিনি ছিলেন ভূমিহীন দিনমজুর।যা আয় করতেন তা দিয়ে স্ত্রী-সন্তানের মুখে দু-বেলা ভাত তুলে দিতেই কষ্ট হতো। নিজের স্ত্রী-সন্তানকে নিয়ে প্রায় দিনই একবেলা না খেয়েই থাকতেন তিনি। ঘর পেয়ে নিশ্চিন্ত হয়েছেন তিনি। এখন তিনি বর্গাচাষী। আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন গ্রামের জোতদারদের কাছ থেকে জমি বর্গা নিয়ে তিনি চাষ করছেন সবজি আর ধান। সোয়া দুই বিঘা জমি বর্গা চাষ করেন তিনি। একবিঘা জমিতে লাগিয়েছেন বেগুন। ঠিকমত ফলন হলে ৫০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। উপজেলায় সর্বমোট ৩২৫ টি পরিবার এ প্রকল্পের  সুবিধা পেয়েছে। এরমধ্যে খানপুর ইউনিয়নের কয়েরখালি আশ্রয়ণ কেন্দ্রে যে ২২ পরিবার ঠাঁই পেয়েছে, তাদের অধিকাংশের জীবনের গল্পটাই এমন বা এর থেকেও ভয়াবহ কষ্টের। তবে সেসব কষ্ট এখন লাঘব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে মাথা গোঁজার পর থেকে সকলেই হয়ে উঠেছেন স্বাবলম্বী। ভূমিহীন এই মানুষগুলো নিজের ঘর পাওয়ার পর থেকে শুরু করেছেন নতুন কর্মজীবন। আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা যায়, দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে এই মানুষগুলোকে। এরসঙ্গে আছে রান্নাঘর ও টয়লেট। উঠানে হাঁস-মুরগি পালন ও শাক-সবজি চাষের জায়গাও আছে বেশ খানিকটা। নিজেদের স্বাবলম্বী করতে আশ্রয়ণের বাসিন্দারা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন সেটুকু। এছাড়া ঘরগুলো খালের পাড়ে হওয়ায় অনেকেই পালন করছেন হাঁস। এখানে আশ্রয় পাওয়া পরিবারগুলোর অধিকাংশ পুরুষরাই যেখানে দিনমজুর, সেখানে বাড়ির নারীরাও নিজের প্রচেষ্টায় এগিয়ে নিচ্ছেন সংসার আর সন্তানদের। নারীরা যেমন হস্থশিল্পের কাজ করে, উঠানে সবজি বাগান ও হাস-মুরগি থেকে উপার্জন করছেন,তেমনি দিনমজুরী বা কৃষি কাজের পাশাপাশি পুরুষরাও গড়ে তুলেছেন মুদি দোকান বা ক্ষুদ্র ছাগল খামার। এই আশ্রয়ণেরই বাসিন্দা চান মিয়া নিজের বাড়িরে উঠানে বেশ বড় করেই একটা সবজি বাগান করেছেন তিনি। বাগানে আছে বেগুন, পেঁপে, লাউ, শাক, কুমড়াসহ বিভিন্ন সবজি।ছাগল, হাঁস, মুরগিও রযেছে তার। এসব সবজি আর হাঁস-মুরগির ডিম বিক্রি করেই তিনি এক  মাসে উপার্জন করেছেন প্রায় হাজার টাকা। কথা হলে চানমিয়া সকালের সময়কে বলেন, কখনো ভাবিনি নিজের ঘর হবে। স্ত্রী-সন্তান নিয়ে তিনবেলা খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবো। এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি যা  ইনকাম করে আনি,তাতেই এখন সংসার চলে যায়। আর সবজি, হাঁস-মুরগির ডিম থেকে নিজেদের চাহিদাও যেমন মেটে, তেমন কিছু অংশ বিক্রি করে আমার স্ত্রী কিছু উপার্জন করে সঞ্চয় করে। যেন ভবিষ্যতে ছেলে-মেয়েদের কষ্ট না হয়।    

কথা বলি শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সাথে । তিনি বলেন, আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নত হয়েছে যোগাযোগ ব্যাবস্থা, কমেছে ভূমিহীনের সংখ্যা। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দ্বরিদ্রসীমার নীচে অবস্থানকারী জনগোষ্ঠীকে দিয়েছে সামাজিক মর্যাদা, নিজের ঘর থাকার সম্মান। প্রধানমন্ত্রীর উদ্ভাবিত আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনের যেমন টেকসই উন্নয়নের নানামুখী লক্ষ্য অর্জন সম্ভব।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ‘বিনাধান-১৭’ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত

চাঁদপুরে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান

রায়পুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মদনে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা মামলা দায়ের

নরসিংদীতে তিন অবৈধ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ

পটুয়াখালীর দুর্বৃত্তের ছুরিঘাতে অটোচালক নিহত

ধামরাইয়ে গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড পাট ও সরিষা পুড়ে ছাই

সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ

শার্শায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন

সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

কুতুবদিয়া-মগনামা নৌরুটে অতিরিক্ত ভাড়া: সরকারি খাস কালেকশানে জনদুর্ভোগ চরমে

বরগুনায় স্কুলশিক্ষক অপহরণ, পাশবিক নির্যাতন ও সর্বস্ব লুটের অভিযোগে থানায় মামলা

চাঁদপুরে পচা ইলিশ জব্দ, মালিকের লাখ টাকা জরিমানা