বিশিষ্ট মাছ ব্যবসায়ী নৃপেনের মুক্তি চেয়ে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
ফরিদপুরের বোয়ালমারীতে এক বিশিষ্ট মাছ ব্যবসায়ীকে চুরি মামলায় গ্রেফতারের ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও ব্যবসায়ী অঙ্গণে বিষয়টিকে ঘিরে ব্যাপক জল্পনা-কল্পনার পাশাপাশি ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। দল-মত-ধর্ম নির্বিশেষে প্রায় সকলেই বলছেন,বোয়ালমারী বাজারের অন্যতম শীর্ষ মৎস্য ব্যবসায়ী নৃপেন রাজবংশী নির্দোষ। চুরির মতো একটা ঘৃণ্য কাজ তিনি করতে পারেননা। পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে নৃপেনকে চুরি মামলায় ফাঁসানো হয়েছে তার সম্মান ও অর্থহানি করার জন্য। এমন প্রেক্ষাপটে সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় নৃপেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও তার আশু মুক্তি চেয়ে বড় আকারে এক সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। সাবেক পৌর কাউন্সিলর শফিউল আলম টুলুর আঁধার কোঠাস্থ ব্যবসা প্রতিষ্ঠানে বোয়ালমারী বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির ব্যানারে এ সম্মেলন অনুষ্ঠিত হলেও এতে স্থানীয় মৎস্যজীবী- ব্যবসায়ীরা ছাড়াও বোয়ালমারী পৌর সদরের শিবপুর,আঁধারকোঠা,ছোলনা ও চতুল এলাকার গন্যমান্য ব্যাক্তিরা সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেয়। এলাকার প্রবীণ ব্যাক্তিত্ব নিখিল রাজবংশীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পৌর মেয়র সেলিম রেজা লিপনের প্রতিনিধি তার ছোট ভাই সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন,আওয়ামীলীগ নেতা ও মানবাধিকার কর্মী মোঃ মাসুদুর রহমান,নারী কাউন্সিলর নীরা বেগমের প্রতিনিধি তার স্বামী মোঃ মনিরুজ্জামান মনির,মৎস্য ব্যবসায়ী নারান রাজবংশী,নিঠুর রায়,বিশ্বজিৎ রাজবংশী,ভুক্তভোগীর স্ত্রী সুজলা সরকার,ভাই ডালিম রাজবংশী ও ছেলে সাগর রাজবংশী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সকলেই নৃপেনকে নির্দোষ এবং সে ষড়যন্ত্রের শিকার দাবী করে বলেন,নৃপেন রাজবংশী বোয়ালমারী বাজারের একজন প্রতিষ্ঠিত মাছ ব্যবসায়ী।বাজারের একটা অংশের ইজারাদারও তিনি। বোয়ালমারী বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতিও নৃপেন। এছাড়াও পৌর ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন। সমাজের নামীদামী অনেক মানুষের সঙ্গে তার ওঠাবসা। সব মিলিয়ে বোয়ালমারী পৌর সদরে সজ্জন মানুষ হিসাবে সুপরিচিত নৃপেন রাজবংশী। এমন একজন ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষের বিরুদ্ধে অন্যের দোকানে চুরি করতে যাওয়ার অভিযোগ যেমন হাস্যকর তেমনি চরম দূঃখ জনকও বটে। নৃপেনকে দাবিয়ে দিতে অথবা কোন পূর্ব শত্রুতার জের ধরে তাকে মিথ্যা আসামীর জালে ফাঁসিয়ে দেয়া হয়েছে। নৃপেনের স্ত্রী সুজলা সরকার কান্না জড়িত কন্ঠে বলেন,আমার কিসের অভাব যে আমার স্বামী চুরি করতে যাবেন? ভালো আছি বলেই অনেকে সহ্য করতে পারছেনা। তিনি বলেন,যে মৃধা ফার্মেসিতে চুরি হয়েছে সেই দোকান মালিক হিরু মৃধার পরিবারের সাথে আমাদের পূর্ব বিরোধ রয়েছে। পাশাপাশি বসবাস করায় তারা নানা ভাবে আমাদের হেনস্তা করে থাকে। এর আগে হাস মেরে ফেলার মিথ্যা অপবাদ দিয়ে তারা আমাদের কাছ থেকে ক্ষতি পূরণ আদায় করে।এখন চুরি মামলায় ফাঁসিয়ে আবার মোটা দাগে নিতে চাইছে। জমি কেনাবেচা নিয়েও মৃধা পরিবারের সাথে তাদের দ্বন্দ্ব রয়েছে বলে জানান সুজলা। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,স্বামী নৃপেন মাছের পাইকারী ব্যবসা করেন। দেশের অন্যান্য অঞ্চল থেকে মাছ আমদানি করে স্থানীয় পর্যায়ে সরবরাহ করে থাকেন। মাছের গাড়ি আসতে অনেক রাত হয়। ফলে ব্যবসায়িক প্রয়োজনেই তাকে গভীর রাতে বাজারে যাতায়াত করতে হয়। যে কারণে আজ তাকে চুরির অপবাদ মাথায় নিতে হয়েছে। সুজলা বলেন,যে রাতে মৃধা ফার্মেসিতে চুরি হয় সেদিন নৃপেন বাবুও মাছের গাড়ির অপেক্ষায় বাজারে পায়চারী করছিলেন। যে চিত্র সিসি ক্যামেরার ফুটেজে দেখে আমার পরিশ্রমি, ব্যবসায়ী স্বামীকে চোর সাব্যস্ত করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন,রাতে কোন মানুষ জরুরি প্রয়োজনে বাজার-ঘাটে গেলেই কি সে চোর হয়ে যাবে? এখানে ভালো-মন্দ বলে কি কোন বিচার-বিবেচনা নেই। মিথ্যা মামলা প্রত্যাহার সহ স্বামী নৃপেন রাজবংশী আশু মুক্তিতে সংশ্লিষ্ট সকল মহলের সুদৃষ্টি কামনা করেন সুজলা সরকার। উল্লেখ, গত ২৪ জুলাই বোয়ালমারী বাজারে মৃধা ফার্মেসি নামক একটি ঔষধের দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এরপর বাজারের সিসি ক্যামেরায় ঐ রাতে বাজারে নৃপেন রাজবংশীর আনাগোণার দৃশ্য দেখে দোকান কর্তৃপক্ষ ২৮ জুলাই নৃপেনকে জড়িয়ে বোয়ালমারী থানায় একটি মামলা করেন। ঐ দিনই পুলিশ নৃপেনকে আটক করে আদালতে পাঠিয়ে দেয়।
এমএসএম / এমএসএম
পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত
ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি
শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প
অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা
শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ
পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান
কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন
কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার