শাহজাদপুরে কন্ঠশিল্পী মনির খান এর জন্মদিন পালিত

বাংলাদেশ তথা উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, অঞ্জনা ও আট আনার
জীবন খ্যাত বহুল আলোচিত গানের নন্দিত কন্ঠশিল্পী মনির খান। যার শক্তিমান ও দরদী কন্ঠের যাদুতে বিমোহিত হয়নি এদেশে এমন একজন গানের শ্রোতাকে খুঁজে পাওয়া মুশকিল। নিজের জীবনের সব গল্পকে কথায় সাজিয়ে অসংখ্য অগোনিত গান গেয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করার বিরল দৃষ্টান্ত গড়েছেন এই কন্ঠযোদ্ধা। বাংলাদেশের সংগীতের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী একজন গায়কের নাম মনির খান। যার একেকটি গান যেনো একেকটি গল্পের মতো অর্থবহ। একজন পরিপাটি, মার্জিত, রুচিশীল, পরিচ্ছন্ন মানসিকতার সজ্জন ব্যক্তি হিসেবে রয়েছে তাঁর আলাদা বৈশিষ্ট্য, ভক্ত শ্রোতাদের প্রতি তাঁর আন্তরিকতা বরাবরই চোখে পড়ার মতো।
মনির খান ১৯৭২ সালের ১ আগষ্ট দেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত জেলা ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের একজন রত্নগর্ভা মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন। স্কুল শিক্ষক বাবার আদরে শাসনে বেড়ে উঠা সেখানেই। গ্রামের ধুলোমাখা পথে মাঠেঘাটে হৈ-হুল্লোড়, কপোতাক্ষ নদীতে দাপিয়ে সাঁতার কাটার মতো দুরন্ত শৈশব ও কৈশোরের সাথে মিলেমিশে একাকার ছিলো তাঁর প্রথম জীবন। একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করা শিল্পী মনির খান এর বাবা-মায়ের অসীম অনুপ্রেরণায় সংগীতে হাতেখড়ি। এরপরে তাঁর অদম্য ইচ্ছেশক্তি, একাগ্রতা, প্রচেষ্টা ও সাধনায়, শত প্রতিকূলতা ডিঙিয়ে ১৯৯৫ সালের ২৬ নভেম্বর প্রখ্যাত গীতিকার সুরকার মিল্টন খন্দকার এর হাত ধরে "তোমার কোন দোষ নেই" একক অডিও এ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তাঁর পর থেকে কখনোই আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সাফল্য এসে নিজে ধরা দিয়েছে তাঁর অর্জনের ঝুড়িতে। তিনি শ্রেষ্ঠ গায়ক হিসেবে তিন তিনবার পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০১, ২০০২ ও ২০০৫। এছাড়াও ছোট বড় অসংখ্য পুরস্কার ও প্রাপ্তিতে নিজের সংগীত ভান্ডারকে সমৃদ্ধ করেই চলেছেন গুনী এই কন্ঠশিল্পী। তিনি এখন পর্যন্ত ৪৬ টি একক এ্যালবাম, ৩০০ টির মতো ডুয়েট ও মিক্সড এ্যালবাম সহ ৫০০ টির মতো সিনেমায় গান করেছেন, সবমিলিয়ে তাঁর মোট গান সংখ্যা প্রায় তিন হাজারের মত । আজও তিনি শ্রোতাদের কাছে সমানতালে জনপ্রিয় ও সমাদৃত গায়ক হিসেবেই প্রতিষ্ঠিত।
একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতা থেকে, সেবার ব্রত বুকে ধারণ করে তাঁর বিশ্বস্ত কিছু ভক্ত শ্রোতাদের নিয়ে গড়ে তুলেছেন মনির খান সংসদ, মনির খান ফ্যান্স ক্লাব ২৪ ও মনির খান সংঘ নামের তিনটি সামাজিক সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন। এখান থেকে সারা বছরই সাধ্যমতো সেবামূলক কাজে অংশ গ্রহণ করেও তিনি আলাদা একটা নজির স্থাপন করেছেন।
ব্যক্তি জীবনে সহধর্মিণী তাহমিনা আক্তার ইতি, দুই ছেলে মেয়ে মুশফিকা আক্তার মৌনতা ও মোসাব্বির খান মুহুর্তকে নিয়ে তাঁর ছোট্ট সুখের ভুবন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে সোমবার(১আগস্ট)রাতে, গুনী এই জিবন্ত কিংবদন্তি সংগীতশিল্পীর জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠান আয়োজন করেন "মনির খান ফ্যান্স ক্লাব ২৪" এর সহ-সাংস্কৃতিক সম্পাদক ও কন্ঠশিল্পী পি.এম পলাশ। অনুষ্ঠানের শুরুতেই মুঠোফোনে মনির খানকে জন্মদিনের শুভেচ্ছা জানান পি.এম পলাশ। পরে কেক কাটা হয় এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কন্ঠশিল্পী পি.এম পলাশ। এ সময় উপস্থিত ছিলেন মনির খান এর অসংখ্য অন্ধভক্ত।
এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত
