শাহজাদপুরে খালার হাত ধরে অজানার উদ্দেশ্যে ভাগ্নে
‘প্রেম মানে না বাধা’ বা সম্প্রতি ভাইরাল হওয়া ডায়লগ ‘মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না’ যখন দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে, ঠিক তখনই আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। প্রেমের সম্পর্ক গড়ে খালার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়ে ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি করেছে ভাগ্নে। উপজেলার পোরজনা ইউনিয়নের চরবাচড়া গ্রামে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের উদ্দেশ্যে খালাকে নিয়ে উধাও হয়েছে স্কুলছাত্র মো. রাসেল হোসেন। পোরজনা এম এন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. রাসেল হোসেন পোরজনা ইউনিয়নের চরবাচরা গ্রামের জেলহক হোসেনের ছেলে। অপরদিকে রাসেলের খালা আল্লাদী খাতুন একই গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে।
সরেজমিন আল্লাদী খাতুনের পরিবার, রাসেলের পরিবার এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, চরবাচরা গ্রামের জেলহক হোসেনের ছেলে পোরজনা এম এন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. রাসেল হোসেন তার মায়ের আপন চাচাতো বোন আল্লাদী খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দুজন একই স্কুলে লেখাপড়ার সুবাদে আল্লাদী খাতুনের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। খালা-ভাগ্নে সম্পর্কের কারণে তাদের ঘনিষ্ঠ চলাফেরাকে পরিবারের লোকজন সন্দেহের ঊর্ধ্বে রাখে। কিন্তু হঠাৎ করেই গত ৩১ জুলাই সোমবার স্কুলে যাওয়ার কথা বলে আল্লাদী খাতুন স্কুলব্যাগে বইয়ের পরিবর্তে প্রয়োজনীয় জামাকাপড় নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সারাদিন বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে জানতে পারে আল্লাদী খাতুন ভাগ্নে রাসেলের হাত ধরে বিয়ের উদ্দেশ্যে গাজীপুরে চলে গেছে। এ ঘটনায় সোমবার রাতেই আল্লাদী খাতুনের বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এদিকে, ভাগ্নে রাসেলের বাবা-মা দুজনই গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় কর্মরত থাকার সুবাদে রাসেল ও আল্লাদী সেখানেই অবস্থান করছে বলে জানায় আল্লাদীর পরিবার। তবে ভাগ্নের সাথে খালার প্রেমের সম্পর্কের বিষয়টি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ বিষয়ে পোরজনা ইউপ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আবুল হাসেম জানান, আমি শুনেছি চরবাচরা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে আল্লাদী খাতুন ভাগ্নের সাথে পালিয়ে গেছে। মেয়ের বাবা থানায় জিডিও করেছেন।
শাহজাদপুর থানার অফিসার (অপারেশন) আব্দুল মজিদ জানান, মেয়ের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ছেলে-মেয়েকে উদ্ধারের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত
ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি
শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প
অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা
শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ
পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান
কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন
কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার
মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা