ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রাজধানীর শান্তিনগরে গ্রান্ড ওপেনিং হয়ে গেলো "ইভা বিউটি কর্নার এন্ড ইব্রার (EVARB) ফ্যাশনেবল ড্রেস হাউজ


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ৪:৩০
রাজধানীর শান্তিনগরে  শুভ উদ্বোধন হয়ে গেলো বর্তমান সময়ের জনপ্রিয় নারী উদ্যাক্তা বিউটি এক্সপার্ট ইভা বিউটি কর্নার লাক্সারী পার্লার এন্ড ইব্রার (EVARB) ফ্যাশনেবল ড্রেস হাউজের উক্ত বিউটি এক্সপার্ট কোহিনূর আক্তার ইভার কেক কেটে শুভ উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব, সংবাদ পাঠক,উপস্থাপিকা ও কবি ফারজানা করিম।
 
এসময় আরও উপস্থিত ছিলেন ফরাজী হাসপাতাল লিঃ এর চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন,মানহা গ্রুপের চেয়ারম্যান ড. মুহিব আহমেদ শাহিন,আরিয়ান ডট কমের সিইও সংগীত শিল্পী রবিন আহমেদ,ওয়েবের প্রেসিডেন্ট রূপা আহমেদসহ ওয়েব নারী নেতৃবৃন্দ ও বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কহিনূর আক্তার ইভার শ্রদ্ধেয় পিতা ডাঃ আবুল হোসাইন।যিনি ইভা কে সর্বকাজে সব সময় সাহস ও সহযোগিতা করে সার্পোট করেছেন।এবং পরভর্তিতে বাবা কে নিয়ে আলাদা করে ইব্রার (EVARB) ফ্যাশনেবল ড্রেস হাউজের কেক কেটেছেন ইভা।
 
এন্ড ইব্রার (EVARB) ফ্যাশনেবল ড্রেস হাউজের শুভ উদ্বোধন উপলক্ষে ইভার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,আজ আপনারা যারা আমাকে বিউটিশিয়ান ইভা দেখছেন  ইভা নামে চিনেন,আমার এই সকল সফলতার পিছনে আমার বাবার অবদান সবচেয়ে বেশী ।বাবা আমাকে সর্ব কাজে সাহায্য সহযোগিতা করেছেন সাপোর্ট দিয়েছেন বলে আমি আজ এই পযর্ন্ত আসতে পেরেছি । তাই আপনাদের সকলের কাছে আমি আমার বাবার জন্য দোয়া চাচ্ছি সকলে আমার বাবার জন্য দোয়া করবেন।আর আমার ইভা বিউটি কর্নার ও এন্ড ইব্রার (EVARB) ফ্যাশনেবল ড্রেস হাউজ আপনাদের সার্বিক সহযোগিতায় নিয়ে এগিয়ে যেতে চাই।

এমএসএম / এমএসএম