শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বিশেষ মহলের বাধা

খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা- এই ৫টি মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান অন্যতম। প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিব শতবর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর অন্যতম অঙ্গীকার- এ দেশের একটি মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তার আলোকে শাহজাদপুর উপজেলায় ৩৬২টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ পর্যন্ত ২৬৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন থেকে বাকি পরিবারেরগুলোর বাসস্থান, প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণের জন্য উপজেলার বলদিপাড়া হলদিঘর মৌজার এসএ ১নং খতিয়ানের ৩৯৪ দাগ ও আরএস ১নং খতিয়ানের ৪৮৮নং দাগের ১.২২ একর পতিত জমিতে সরকারের নিষ্কণ্টক এ জমি চিহ্নিত করে তাতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রকল্পের কাজ শুরুর জন্য মাপ-জরিপ করার কিছুদিন পর এলাকার একটি মহল ওই প্রকল্পের কাজ বন্ধের লক্ষ্যে মানববন্ধন করে বলে জানিয়েছেন কায়েমপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু। তিনি জানান, এলাকার সাধারণ লোকদের ভুল বুঝিয়ে শত শত লোক নিয়ে মানববন্ধন করে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি স্বার্থান্বেষী মহল। তারা এটিকে শত বছরের খেলার মাঠ হিসেবে দাবি করেছে, তা মোটেও যৌক্তিক নয়।
তথ্যনুসন্ধানে জানা গেছে, কায়েমপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য যে ১.২২ একর জমি চিহ্নিত করা হয়েছে, কাগজ-কলমে উক্ত জমির মালিক বাংলাদেশ সরকার। এসএ এবং আরএস জরিপকালে উক্ত জমি সরকারের নামে পরিশুদ্ধভাবে রেকর্ডে হয়েছে। ওই সম্পত্তির মালিক সরকার।
তথ্যনুসন্ধানে আরো জানা গেছে, ১৯৯০ সালের গেজেটে আরএস জরিপ অনুযায়ী এটি লায়েক পতিত শ্রেণির জমি। সরকারি পতিত সম্পত্তিটি ফাঁকা পড়েছিল, তাই দীর্ঘদিন ধরে স্থানীয়রা ধান, কাপড়, জ্বালানি শুকানোর কাজে এবং মাঝে মাঝে খেলাধুলার কাজে ব্যবহার করে। এসএ এবং আরএস রেকর্ড পর্যালোচনায় উক্ত জমি যে খেলার মাঠ, সে মর্মে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মৌলিক চাহিদা পূরণের পর অন্যান্য চাহিদা মেটানোর তাগিদ সব জায়গায় বলা হয়েছে। বাসস্থান যেহেতু মানুষের মৌলিক চাহিদা, সেক্ষেত্রে খেলার মাঠের চেয়ে বাসস্থান অধিক গুরুত্বপূর্ণ। এখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর হলে নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারবে গৃহহীন ও ঘরহারা মানুষগুলো।
বিভিন্নজনের অভিমত, এলাকার খেলার মাঠের দরকার আছে কিন্তু তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ভূমিহীন ও গৃহহীনদের ঘরের ব্যবস্থা করা। তাছাড়া পাশের এলাকায় অন্য একটি খেলার মাঠ রয়েছে।
ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য জমি সংস্থান সংক্রান্ত নীতিমালা ২০২১-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি-প্রতিষ্ঠান কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে ঘর নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক বরাবর অনুদান হিসেবে জমি হস্তান্তরকে দান বলা হয়েছে। বৃত্তবানদের পক্ষ থেকে গৃহহীনদের গৃহ নির্মাণের জন্যে সরকারি জমি দান দূরে থাক, উল্টো আশ্রয়ণ প্রকল্পে সরকারি জায়গায় ঘর নির্মাণে বাধার সৃষ্টি করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য এ সম্পত্তিটি মাটি ভরাট করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩০.৬৭৫ মে. টন গম বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু গৃহহীনদের স্বপ্নের ঘর নির্মাণকাজ আটকে আছে কিছু এলাকাবাসীর বাধার মুখে। স্থানীয় কিছু মানুষ যারা এ বিশাল সম্পত্তি নিজেরা তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করত তারা চায় না এখানে প্রতিবেশীদের আশ্রয়ণের ঘর হোক। ওই জায়গায় ঘর নির্মাণ হলে অনেকের স্বার্থে ব্যাঘাত ঘটতে পারে। আর এ কারণেই তারা মানববন্ধন করেছে বলে ধারণা সচেতন মহলের। সরকারি প্রকল্পের কাজ সরকারি জায়গায় হবে- এটাই স্বাভাবিক বলে অভিমত অনেকের।
গৃহহীন আজমত আলী বলেন, অন্যের বাড়িতে ভাঙা ঘরে থাকি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলে শান্তিতে বসবাস করতে পারতাম। ঘর পেলে খুব খুশি হব। সরকারের কাছে আকুতি, আমাদের জন্য খুব তাড়াতাড়ি থাকার ঘর করে দিন। ঘর পেলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব।
এ বিষয়ে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান জানান, কায়েমপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য যে জমি নির্ধারণ করা হয়েছে তা সম্পূর্ণ সরকারি সম্পত্তি। কারো ব্যক্তি মালিকানাধীন নয় এবং ওই সম্পত্তি নিয়ে কোনো মামলা নেই। সরকারি সম্পত্তিতে সরকারি প্রকল্পের কাজ করতে কোনো বাধা নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, সরকারি কাজ শুরু হওয়ার আগেই সেখানে বাধা প্রদানের লক্ষ্যে মানববন্ধন করছে কিছু মানুষ। যেহেতু ওই জায়গাটা কারো ব্যাতি মালিকানাধীন নয়, ওটা পতিত সম্পত্তি; সেহেতু সরকারি সকল নিয়ম মেনেই ওখানে প্রকল্পের কাজ করা হবে।
এমএসএম / জামান

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত
