রায়গঞ্জে হু হু করে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম, বিপাকে নিম্নআয়ের মানুষ

উৎপাদন নষ্ট এবং সরবরাহ কমের অজুহাতে সিরাজগঞ্জের রায়গঞ্জে পাইকারি ও খুচরা বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৮০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে কেজিপ্রতি দেশি কাঁচামরিচ বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকায়। সরবরাহ কমের কারণে বেড়েছে দাম, বলছেন ব্যবসায়ীরা। দাম বাড়ার ফলে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সরেজমিন রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাশাপাশি হু হু করে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। উপজেলার বিবিন্ন হাট-বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৫০ টাকা।
কোনো কোনো এলাকায় ১৫০ টাকা থেকে ১৬০ টাকায় বিক্রি করতেও দেখা যায়। কিন্তু বর্তমান বাজারে তা বিক্রি করা হচ্ছে ২৪০ টাকায়। এতে নিম্ন ও মধ্যবিত্তদের পক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাশাপাশি কাঁচামরিচ কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এদিকে, ধীরে ধীরে নাগালের বাইরে চলে যাচ্ছে বিভিন্ন পণ্যের দামও।
বাজার করতে আশা উপজেলার চান্দাইকোনা বাজারের স্থানীয় বাসিন্দা আব্দুল করিম এ বিষয়ে বলেন, এমনিতে নিত্যপণ্যের দাম চড়া। তারপর বাড়ছে কাঁচামরিচের দাম। এভাবে আর সংসার চলে না। সপ্তাহ দুই আগে প্রতি কেজি কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকা দরে ক্রয় করতে পারলেও গত সপ্তাহে ক্রয় করতে হয়েছে ১৪০ টাকা থেকে ১৫০ টাকায়। তা একলাফে বেড়ে বর্তমান বাজারে বিক্রি করা হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়।
এদিকে, উপজেলা সদরের ধানগড়া বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, হাট-বাজারে কাঁচামরিচের সরবরাহ কম। এ কারণে দাম বাড়ছে। সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে মনে করছেন বেশ কয়েকজন ব্যবসায়ী।
এমএসএম / জামান

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি
