উলিপুরে ওষুধ ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের উলিপুরে এক ওষুধ ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে থানা মোড়ের গিনি ফার্মিসি নামক ওষুধ দোকানের সামনে। হামলার একটি সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে রোববার (৭ আগস্ট) থানায় মামলা করেছেন।
এদিকে, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় উলিপুর বণিক সমিতি ক্ষুব্ধ হয়ে রোববার পৌর সদরে মাইকিং করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।
আহত ব্যবসায়ীর নাম আলমগীর হোসেন (৩০)। তিনি পৌর শহরের জোনাইডাঙা গ্রামের ইউসুফ আলীর ছেলে। অভিযুক্ত যুবকের নাম মাসুম ওরফে মাসুদ রানা (৩৫)। তিনি পৌর এলাকার হায়াৎ খাঁ কুড়ারপাড় গ্রামের আসাদ আলীর ছেলে বলে জানা গেছে।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকালে আলমগীর হোসেন একটি ওষুধের প্রেসক্রিপশন বুঝে নিতে তার দোকান থেকে পাশের গিনি ফার্মেসিতে যান। এসময় মাসুম আকস্মিক ভাবে পেছন থেকে এসে একটি চাপাতি দিয়ে আলমগীরকে উপর্যপরি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আলমগীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গিনি ফার্মিসিতে থাকা সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে কি কারনে এই হামলার ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত কেউ নিশ্চিত নয়। রোববার আহতের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে অভিযুক্ত মাসুম ওরফে মাসুদ রানার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন।
আহত ওষুধ ব্যবসায়ী আলমগীরের বরাত দিয়ে তার স্ত্রী ফারজানা বলেন, যে যুবক আমার স্বামীকে কুপিয়েছে তাকে আমরা চিনি না। তার সাথে কিংবা অন্য কারও সাথে আমাদের কোনও শত্রুতা বা আর্থিক লেনদেনও নেই। ওই যুবক কেন আমার স্বামীকে এভাবে কুপিয়েছে তা আমরা জানি না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
উলিপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন মণ্ডল দুলু জানান, প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। ব্যবসায়ী সমাজ ক্ষুব্ধ। আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি। অন্যথায় হরতাল, মানববন্ধনসহ বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান, ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এমএসএম / জামান
তানোরে বিএনপির রাজনীতিতে শীষ পরিবারের বিকল্প নেই
চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী
একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট উপেক্ষা করেই- চলছিল কেরানী হাটের সেই বানিজ্য মেলা
জয়পুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে উঠান বৈঠক
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Link Copied