পবিত্র আশুরায় মানিকগঞ্জের ইমামবাড়িতে হাজারো মানুষের ঢল

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে পবিত্র আশুরা। দিনটি উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকেই ইমামবাড়িতে হাজারো মানুষের ঢল নামে। এ সময় হায় হোসেন, হায় হাসান মাতমে পুরো ইমামবাড়ি শোকে ভারী হয়ে যায়। ঢাল, তলোয়ার, লাঠি, নিশান, তাজিয়া নিয়ে ভক্তরা শোক মিছিলে অংশ নেয়।
প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়িতে সোমবার (৮ আগস্ট) রাত থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ভক্ত আর দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। সারারাত সেখানে জারি, সারি, মর্সিয়া ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ইমাম বাড়িগুলোর আঙিনায় মেলারও আয়োজন করা হয়। এতে ভক্ত ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত সব বয়সী মানুষ অংশ নেন।
এদিকে শোক মিছিলের নিরাপত্তার জন্য মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গড়পাড়া ইমামবাড়িসহ মানিকগঞ্জে ১৫টি ইমাম বাড়িতে পবিত্র আশুরা পালিত হয়। গড়পাড়া ইমামবাড়ি থেকে প্রায় জেলাসহ টাঙ্গাইল, ফরিদপুর, পাবনাসহ মোট ৩০টি দলের একটি তাজিয়া মিছিলে প্রায় ৩০ হাজার ভক্ত প্রায় ৫ কিমি এলাকা প্রদক্ষিণ করে।এ ছাড়া বিভিন্ন মানত মিটাতে বাদ্যযন্ত্র বাজিয়ে ভোর থেকে ইমামবাড়িতে জড়ো হয় হাজার হাজার মানুষ।
আমেনা খাতুন নামে এক নারী জানান, বাদ্যযন্ত্র নিয়ে এসেছি সন্তানের জন্য। মানত করেছিলাম আমার ছেলে হলে তাকে নিয়ে আসব। হাফিজুর নামের এক ভক্ত জানান, প্রতিবছর এখানে আসি। বড় তাজিয়া মিছিল দেখার জন্য। এ ছাড়া দলে দলে মিছিল আসে, জারি গায়। এ ছাড়া হোসেন ওপর শ্রদ্ধা তাই আসি। আমি প্রতিবছর তাজিয়া মিছিলে অংশ নেই।
গড়পাড়া ইমামবাড়ির ইমাম হজরত শাহ আরিফুর রহমান বাবু জানান, আমাদের এখানে বিকেল ৩টার দিকে তাজিয়া মিছিল বের হয়। এতে প্রায় ৫০হাজার মানুষ অংশ নেয়। মিছিলটি গড়পাড়া থেকে ৮ কিমি দূরে সরকারি দেবেন্দ্র কলেজে গিয়ে শেষ হবে। মিছিলে দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন অংশ নেয়।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, আমরা যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষে মানিকগঞ্জের ১৫টি ইমামবাড়িতে সাদা ও পোশাকধারী ৮ শতাধিক পুলিশ সদস্য কাজ করছে।
এমএসএম / এমএসএম

বালু খেকোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবে নাঃ ইউএনও তরিকুল ইসলাম

বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক
Link Copied