ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

লৌহজংয়ের কুমারভোগ আশ্রয়ণ প্রকল্পে মানবেতার জীবনযাপন


তাজুল ইসলাম রাকিব, লৌহজং photo তাজুল ইসলাম রাকিব, লৌহজং
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ৪:৪৬
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে খড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পে তিনটি ঢেউটিনের সেটে ৩০টি ঘরে ২৫০-৩০০ জনের বসবাস। ১৯ বছরের পুরাতন এই আশ্রয়ণ প্রকল্পটির ঘরগুলো বসববাসের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কোনো প্রকার সহযোগিতার উদ‍্যোগ নেয়নি বলে অভিযোগ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের।
 
গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পে ৩টি ঢেউটিনের সেটের ঘরে রেড়া, দরজা, জানালা, ভাঙা রয়েছে।ঢেউটিনের চালের ওপর প্লাস্টিক পলিতিন দিয়ে কোন রকম জোড়াতালি দিয়ে বসবাস করছে। আশ্রায়ণ প্রকল্পের কমিটির সভাপতি এমদাদুল ও সাধারণ সম্পাদক মো. ইছাপুরসহ আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা প্রিয়া বিবি, মো. কাইয়ূম মাল, মো. টুটু, রশি জানান, সরকারিভাবে এ ঘরগুলো যখন আমরা পাই তখন সবকিছুই ঠিকঠাক ছিল। আমরা সঠিকভাবে বসবাস করেছিলাম। এখন প্রায় ৭ বছর যাবৎ আমাদের বসবাসে অনেক সমস্যা হচ্ছে। ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে। বাতাস আসলে ঘর নড়বড় করে সবকিছু উড়িয়ে নিয়ে যায়। এখানে পর্যাপ্ত টয়লেট নেইই। ২৫০ থেকে ৩০০ মানুষের জন্য টিউবওয়েল মাত্র একটি।
 
তারা আরো বলেন, স্থানীয় প্রশাসনের কাছে অনেক বার গিয়ে কোনো সুফল পাইনি। আমাদের সমর্থ নাই ঘর ঠিক করে থাকব। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের এখানে আসে না। তাদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য ও সহযোগিতা পাই না। আমরা বেদে সম্প্রদায় অনেকেই ঘৃণার চোখে দেখে। তবে আমরা মানুষ হিসেবে সরকারের কাছে সাহায্য চাই।
 
কুমারভোগ ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য মো. নাহিদ হোসেন বলেন আমি নিজে সরজমিনে গিয়ে দেখেছি তাদের সমস্যাগুলো বাস্তব। ঘরগুলো ব‍্যবহারের অযোগ্য হয়ে পরেছে। তাদের অনেকের সমর্থ নাই যে ঘরগুলো বসবাসের উপযোগী করে তুলবে। তারা উপজেলা প্রশাসনের কাছে গিয়ে ছিল কোনো সুফল পায়নি।
 
এ বিষয়ে লৌহজং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার জানান, আমরা লিখিতভাবে কোনো আশ্রয়ণ প্রকল্প সহযোগিতার আবেদন পাইনি। তবে বিষয়ে আমরা অবগত আছি।
 
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, বহু পুরাতন আশ্রয়ণ প্রকল্পের ঘরে যারা দীর্ঘদিন থাকবে তারা বসবাস উপযোগী হিসেবে গড়ে নেবেন। তাদের কিছু কিছু চাহিদা আমরা পূরণ করার চেষ্টা করব। যেমন- টিউবওয়েল ও টয়লেটের চাহিদা। তবে আমরা কোনো লিখিতে আবেদন পাইনি। যদি আবেদন পাই তবে যাচাই-বাছাই করে সহযোগিতা করা হবে।

এমএসএম / জামান

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত