ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাটুরিয়ায় ভিজিএফের কার্ড দেয়ার নামে গৃহবধূকে ধর্ষণ, আদালতে ইউপি সদস্য


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ১:৫২
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ এলাকায় ভিজিএফের কার্ড দেয়ার কথা বলে জোরপর্বক এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। দেলোয়ার হোসেন উপজেলার বরাইদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও স্থানীয় তোফাজ্জল হোসেন তোফার ছেলে।
 
এ ঘটনায় ওই ভুক্তভোগী সাটুরিয়া থানায় মামলা করলে রাতেই ওই ইউপি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার )১১ আগস্ট) সকালে আসামিকে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বরাইদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসাইনের কাছে দুই সন্তানের জননী এক অসহায় গৃহবধূ ১০ টাকা কেজি ভিজিএফের চালের একটি কার্ড চান। কিন্তু ওই ওয়ার্ড সদস্য আজ দিচ্ছি, কাল দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকেন। প্রথম থেকেই ওই ইউপি সদস্যের কুনজর পড়ে গৃহবধূর ওপর। গত মঙ্গলবার মধ্যরাতের দিকে গৃহবধূর মুঠোফোনে ইউপি সদস্য জানান, তার ভিজিএফ কার্ড হয়ে গেছে। রাতেই আসতে বলেন ওই গৃহবধূকে কার্ড নিতে। কিন্তু গৃহবধূ কার্ড সকালে নেবেন এমন প্রস্তাব দিলে ওই ইউপি সদস্য রাতেই তার হাতে কার্ড পৌঁছে দেবেন বলে জানান।
 
অতঃপর গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে যান ইউপি সদস্য দেলোয়ার হোসাইন। গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন ইউপি সদস্য। ধষর্ণের একপযার্য়ে ওই অসহায় গৃহবধূর আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং ইউপি সদস্যকে আটক করে রাখেন।
 
ধর্ষক ওই ইউপি সদস্য দেলোয়ারকে ছাড়িয়ে নেয়ার জন্য স্থানীয় মাতাব্বর আব্দুল বেপারী ও বাবুল হোসেনসহ কয়েকজন তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। পরে তারা ছিনিয়ে নিতে ব্যর্থ হলে আর্থিক সুযোগ-সুবিধা দেবেন বলেও প্রস্তাব দেন এবং তাকে জোরপূর্বক বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নিয়ে যান।
 
নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যক্তি বলেন, দীর্ঘদিন যাবৎ ওই ইউপি সদস্যের নামে এ ধরনের অভিযোগ শুনে আসছিলাম। তিনি অসহায়-দুস্থ নারীদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেয়ার কথা বলে নারীসঙ্গে লিপ্ত ছিলেন। আমরা চাই দেলোয়ার মেম্বারের যেন কঠিন শাস্তি হয়। তা না হলে এ ধরনের নিকৃষ্ট কাজ সমাজে আরো হবে বলেও মন্তব্য করেন তারা।
 
স্থানীয়রা আরো জানান, ওই ইউপি সদস্য মাদকে আসক্ত হয়ে পড়েছেন। স্থানীয় ওই দুই মাতাব্বর আব্দুল বেপারী ও বাবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কল করেও যোগাযোগ সম্ভব হয়নি।
 
ধর্ষণের শিকার ওই গৃহবধূ বলেন, আমি দুই সন্তান ও স্বামী নিয়ে কষ্টে জীবনযাপন করে আসছি। তাই ১০ টাকা দরে ভিজিএফ কার্ডের জন্য বেশ কিছুদিন ধরেই মেম্বারের পেছন ঘুরছি। মেম্বার প্রথম দিক থেকেই কার্ডের বিনিময়ে কিছু চাচ্ছিল। তখন আমি বিষয়টি ভালোভাবে বুঝে উঠতে পারিনি। হঠাৎ করেই মঙ্গলবার রাতে সে (দেলোয়ার) ফোন করে আমাকে কার্ড নিতে তার বাড়িতে আসতে বলে। ওই সময় আমি তাকে সকালে আসব বলে জানাই। কারণ, আমার স্বামী বাড়িতে নেই সেজন্য। তখন মেম্বার বলে, ঠিক আছে তোমার আসতে হবে না, আমিই কার্ড নিয়ে আসছি। কার্ড নিয়ে মেম্বার আমার বাড়িতে এসে ফোন করে বেরোতে বলে এবং ঘর থেকে বের হওয়ার সঙ্গে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। আমার চিৎকারে আশপাশের লোকজন চলে আসে এবং মেম্বারকে আটকে রাখে। পরে আমি সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ করি।
 
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ভুক্তভোগী ওই নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে দেলোয়ার হোসাইনকে আটক করে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / জামান

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক