এমপির বিরুদ্ধে ডাকাতির অভিযোগ, মামলা নেয়নি চকরিয়া থানার ওসি
কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের অনিয়মের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তার পালিত সন্ত্রাসীরা চিংড়ি ঘেরে ডাকাতি করেছে বলে অভিযোগ করছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াছ।
এ ঘটনায় অজ্ঞাতনামা ১০-১৫ জন ও বর্তমান সংসদ সদস্য জাফর আলমের নাম উল্যেখ করে মামলার এজাহার জমা দিলে চকরিয়া থানার ওসি এজাহার ফিরিয়ে দেন বলে জানান সাবেক সংসদ মো. ইলিয়াছ।
মোঃ ইলিয়াছ জানান, গত ১০ আগস্ট বিকালে চকরিয়া কোর্ট সেন্টারে জাতীয় পার্টির দলীয় কার্যক্রমে বিক্ষোভ সভায় বর্তমান সংসদ সদস্য জাফর আলমের অনিয়মের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। পরদিন ১১ আগস্ট রাত সাড়ে তিনটার দিকে বর্তমান সংসদ সদস্যের পালিত ১০-১৫ জন মুখোশ পরিহিত ডাকাত তার মৎস্য প্রকল্পে থাকা মোঃ ফারজিন ও হুমায়ুন কবিরের হাত পা বেধে রাখে। এবং সেখানে থাকা আনুমানিক ১৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের মাছ ও মাছ ধরার সরঞ্জামাদি নিজ হেফাজতে নেয় ডাকাতরা। এক পর্যায়ে ফারজিন ও হুমায়ুন চিৎকার-চেচামেচি করে আশে পাশের লোকজন ডাকলে ডাকাত দলের হাতে থাকা অবৈধ বন্দুক দিয়ে ফাকা ফাকা গুলি করতে থাকে। এবং তাদের সাথে থাকা ইঞ্জিন বোটে ডাকাতির মাছ ও মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, বর্তমান সংসদ সদস্য ও আমার আমার মৎস্য প্রকল্প পাশাপাশি। মাঝখানে শুধু একটি সীমানা প্রাচীর। ঘটনাটা যদি বর্তমান সংসদের সন্ত্রাসীরা না করে থাকে তাহলে নিশ্চয়ই দুইটি ঘেরেই ডাকাতি হতো। আসল ঘটনাটা হচ্ছে সরকার দলীয় সাংসদের বিরুদ্ধে চিংড়িঘের দখল, ভূমি দখল ও চাঁদাবাজিসহ দুর্নীতির কঠোর সমালোচনা করি আমি। তার স্বজনরা চকরিয়ার মৎস্য প্রকল্পে বিভিন্নভাবে ৫০ হাজার চিংড়িঘের দখল করেছে বলেও বক্তব্য প্রদান করি। এসময় তার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও জবরদখল বন্ধ না হলে তার বাড়ি ও অফিস ঘেরাও করা হবে বলেও বক্তব্য প্রদান করি। তার সূত্র ধরেই বর্তমান সংসদ তার পালিত সন্ত্রাসীদের দিয়ে ডাকাতি করিয়েছেন।
মোঃ ইলিয়াছ আরো বলেন, এ ঘটনায় চকরিয়া থানায় ১০-১৫ অজ্ঞাতনামা এবং বর্তমান সংসদ সদস্য জাফর আলমের কথা উল্যেখ করে এজাহার জমা দিই। তবে এজাহারে চকরিয়া-পেকুয়া আসনের বর্তমান সংসদের নাম থাকায় তার নাম বাদ দিয়ে মামলার এজাহার জমা দিতে বলেন চকরিয়া থানার ওসি।
অভিযোগের বিষয়ে জানতে কক্সবাজার চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তির জানান, মামলায় বাদী কার নাম উল্লেখ করবে সেটা তার ব্যাক্তিগত ব্যাপার। বর্তমান সংসদ সদস্যের নাম সংশোধন কেন করতে বলা হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন বর্তমান সংসদ সদস্যের নাম থাকবে কেন? তিনি কি ডাকাতি করেছেন? এজাহারে একজন সংসদ সদস্যের নাম দেওয়া সম্ভব না।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied