নাঙ্গলকোটে অবৈধভাবে ছাত্রলীগের কমিটির ঘোষণা
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা ও নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি অবৈধভাবে ঘোষণা করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি হওয়ার পর গত ৩১ জুলাই রাতের আঁধারে হঠাৎ করে নাঙ্গলকোট পৌরসভা ও হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদের অধিকার আদায় এ সংগঠনে অন্যতম কাজ হলেও তা ভুলতে বসেছে নাঙ্গলকোট সরকারি কলেজ শাখা ও পৌর শাখা ছাত্রলীগ। সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে অন্তর্দ্বন্দ্বে দুই গ্রুপে বিভক্ত এখন উপজেলা ছাত্রলীগ। গত কয়েক মাস ধরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত হওয়ায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও স্কুল-কলেজ, মাদ্রাসার নির্বাচিত কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণার ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির অনুমোদন নিতে হয়।
এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়াই গত ৩১ জুলাই নাঙ্গলকোট উপজেলার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগ ও নাঙ্গলকোট পৌরসভা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা দেয়া হয়।
অনানুষ্ঠানিক এ কলেজ ও পৌর শাখার ছাত্রলীগের কমিটি ঘোষণার পরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন পদবঞ্চিতরা। নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির তোলপাড় দেখা গেছে। এদিকে, উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও ছাত্রলীগের নবঘোষিত কমিটি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়।
নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল হক সাংবাদিকদের বলেন, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ইউনিটটি জেলা কমিটির আন্ডারে। এ কমিটি ভাঙ্গা এবং নতুন করে দেয়ার এখতিয়ার উপজেলা ছাত্রলীগের নেই। যেহেতু উপজেলা এবং সরকারি কলেজ শাখা দুটিই সমমান, সেহেতু এ কমিটি দেয়ার এখতিয়ার জেলা ছাত্রলীগ রাখে। উপজেলা ছাত্রলীগ কলেজ এবং পৌর শাখার কমিটি ভাঙা এবং নতুন করে দেয়া ছাত্রলীগের সংবিধানবহির্ভূত ।
নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, অনেক আগ থেকেই নাঙ্গলকোট পৌরসভা ও হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি নেই,আবার এখন জেলা কমিটি ও নেই,এ কমিটি গুলো জেলা কমিটি অনুমোদন দেয়। আপনারা উপজেলা ছাত্রলীগ কিভাবে এ কমিটি ঘোষণা করলেন এ বিষয়ে জানতে চাইলে আব্দুল জলিল বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন জেলা কমিটি হলে হবে।
বাংলাদেশ ছাত্রলীগের বিভাগীয় প্রধান (কুমিল্লা) আসাদুজ্জামান সোহেল সাংবাদিকদের বলেন, সরকারি কলেজ ও পৌর শাখার ছাত্রলীগের কমিটি দেয়ার এখতিয়ার রাখে জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ এবং উপজেলা চেয়ারম্যান ও কোনভাবেই এই কমিটি অনুমোদন দিতে পারে না। আমরা এই বিতর্কিত কমিটি নিয়ে অভিযোগ পেয়েছি আগস্ট মাস হওয়ায় কোন পদক্ষেপ নিচ্ছি না। রিসেন্টলি এ বিষয়ে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ সিদ্ধান্ত নেবো।
এদিকে উপজেলা ছাত্রলীগ নিয়েও বিতর্ক রয়েছে। সভাপতি সাইফুল ইসলাম রুবেল কমিটি পাওয়ার পর গত ৭ জুলাই একই ইউনিয়ন মঠুয়া গ্রামের মৃত আবুল হাশেমের মেয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী অনামিকা সুলতানাকে ২০ লাখ টাকা দেনমোহরে গোপন বিয়ে করেন এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও কমিটি পাওয়ার পূর্বে মৌকারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে হাসান মেমোরিয়াল সরকারি কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী সালমা আক্তারকে ৭ লাখ টাকা দেনমোহরে গোপনে বিয়ে করেন। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের ছাত্রলীগের পদ-পদবী থাকে না।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied