ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

চার বছরেও পূর্ণাঙ্গ হয়নি কক্সবাজার জেলা যুবলীগের কমিটি, হতাশ নেতাকর্মীরা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ১১:৫১
সম্মেলনের চার বছর পার হলে এখনো পূর্ণাঙ্গ হয়নি কক্সবাজার জেলা যুবলীগের কমিটি। উল্টো স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে সভাপতি সোহেল আহমেদ বাহদুর এবং সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলের বিরুদ্ধে। চার বছর ধরে পূর্ণাঙ্গ না হওয়ায় ঝিমিয়ে পড়ছে যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া চার বছরে একটি উপজেলা কিংবা ইউনিয়ন কমিটি সাজাতে পারেনি তারা।
 
এ অবস্থায় সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করতে দুজনের কমিটি বিলুপ্ত করে গঠনতন্ত্র অনুযায়ী নতুনভাবে জেলা কমিটির সম্মেলন করার দাবি তুলেছেন অনেকে। তবে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, দুই বছর আগেই পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়া হয়েছে কেন্দ্রে।
 
যুবলীগের নেতাকর্মীদের দাবি, যাদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে, তাদের অধিকাংশই মাদক ব্যবসায়ী, প্রবাসী ও দখলবাজ। 
 
জানা যায়,  ২০১৮ সালের ২৯ মার্চ কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হয় সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল। এরপর ৪ বছর পেরিয়ে গেলেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি। 
 
দুই সদস্যের কমিটি দিয়েই চলছে সাংগঠনিক কার্যক্রম। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় কক্সবাজার জেলা যুবলীগের নেতৃত্বে আসতে পারছেন না নবীনরা। দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটির মাধ্যমে সংগঠনিক কার্যক্রম বেগবান করার দাবি জানিয়েছেন পদপ্রত্যাশীরা।
 
গঠনতন্ত্রের ধারামতে, কাউন্সিলরেদের ভোটের মাধ্যমেও যদি যুবলীগের কমিটি গঠন হয় তার মেয়াদ থাকবে তিন বছর। তিন বছর পার হলে কমিটি ভেঙ্গে নতুন কমিটি করতে হবে।
 
কক্সবাজার পৌর যুবলীগের আহ্বায়ক শোয়েব ইফতেখার জানান, সভাপতি-সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে পৌরসভা ও উপজেলায় কমিটি দিতে ব্যার্থ হয়েছে তারা। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে সব পৌরসভা ও উপজেলা কমিটি। আজীবন পদ আঁকড়ে রাখার মানুসিকতা নিয়ে কাজ করছেন তারা। যে কারণে নেতৃত্ব বিকাশ এবং সংগঠনে গতিশীলতা আসেনি। অবিলম্বে মেয়াদোত্তীর্ণ এই কমিটি ভেঙ্গে দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানো দরকার। এতে নতুন নেতৃত্বের বিকাশ ঘটবে বলে জানিয়েছেন তিনি। 
 
তিনি বলেন, সভাপতির একক আধিপত্য, দাম্ভিকতা ও সিনিয়রদের সাথে খারাপ আচরণের কারণে দুঃসময়ে মাঠে থাকা অনেক নেতাকর্মীরা রাজনীতি ছেড়েছেন। ছাত্র ইউনিয়নের সরাসরি পৃষ্ঠপোষকতা এবং ছাত্র ইউনিয়নের অনেক নেতাকর্মীকে যুবলীগ বানানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ তুলেছেন সভাপতির বিরুদ্ধে। 
 
জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি শহিদুল্লাহ জানান, চার বছর ধরে সংগঠন সুসংগঠিত না করলেও সভাপতি সাধারণ সম্পাদক নিজেদের আখের গোছাতে ব্যস্ত সময় পার করেছেন। সম্প্রতি মামলার আসামি, মাদক ব্যবসায়ী, দখলবাজ, প্রবাসি এবং বিতর্কিত কিছু নাম দিয়ে একটি কমিটি জমা দিয়েছিলেন বলে আমরা জানতে পারি। কিন্তু দুঃসময়ের অনেক নেতাকর্মী, মাঠে থাকা যুবলীগের কর্মী ও আগের কমিটির অনেকের নাম বাদ দেয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক অবগত হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেননি।
 
তিনি আরো বলেন, আমি চাই বর্তমান কমিটি ভেঙে দিয়ে মাঠপর্যায়ের ত্যাগী কর্মীদের হাতে নতুন নেতৃত্ব তুলে দেয়া হোক।
 
জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, কক্সবাজার জেলা যুবলীগের এক সময় খুব ভালো অবস্থান ছিল। সোহেল আহমদ বাহুদুর ও শহীদুল হক সোহেল দায়িত্ব নেওয়ার পর যুবলীগ এখন সভাপতি-সম্পাদক লীগ হয়ে গেছে। আজ পর্যন্ত একটি ওয়ার্ড কমিটি গুছাতে পারেনি তারা। নিজেদের কমিটিটাও পূর্নাঙ্গ করতে পারেনি। আমরা এবং আমাদের আগে যারা যুবলীগ করছে বর্তমান সভাপতি-সম্পাদকের কার্যক্রমে সবাই হতাশ। সংগঠনের পেছনে সময় না দিয়ে টাকার পেছনে ছুটছে তারা। টাকা যেখানে সভাপতি-সম্পাদক সেখানে।
 
জানতে চাইলে কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল জানান, পূর্ণাঙ্গ কমিটির জন্য দুই বছর আগে কেন্দ্রে আমরা ১০১ জনের তালিকা পাঠিয়েছি তারা যদি অনুমোদন না দেয় আমরা কি করতে পারি। মাদক ব্যাবসায়ী, প্রবাসী ও দখলবাজদের নাম কেন্দ্রে পাঠানোর বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমরা যাচাই-বাছাই করে গঠনতন্ত্র মেনে সক্রিয় নেতাদের নাম কেন্দ্রে পাঠিয়েছি। ইউনিট কমিটির ব্যাপারে কেন্দ্রকে জানিয়েছি তারা যদি পূর্ণাঙ্গ কমিটি দেয় সব উপজেলায় কমিটি গুছিয়ে জেলায়  সম্মেলনের ডাক দেওয়া হবে বলে জানান তিনি।
 
এ বিষয়ে  কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর জানান, আমরা পূর্ণাঙ্গ কমিটির জন্য দুই বছর কেন্দ্রে তালিকা পাঠিয়েছি। তালিকায় মাদক ব্যবসায়ী, প্রবাসী ও দখলবাজদের নামের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বাদ  দিয়ে কেন্দ্র কমিটি অনুমোদন দিলেও আমাদের কোনো সমস্যা নেই।
 
কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার ব্যাপারে জানতে চাইলে জানান, কেন্দ্র যদি কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দেয় তাতেও ভালো। স্বেচ্ছাচারিতা ও টাকার বিনিময়ে পদ বাণিজ্যের ব্যাপারে জানতে পরে ফোন দিতে বলে লাইন কেটে দেন তিনি।
 
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, ইতোমধ্যে আমরা বিভিন্ন জেলায় কমিটি দেয়া শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা সব জেলা কমিটি সম্পন্ন করব। কক্সবাজারের কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কক্সবাজার থেকে ১০১ জনের একটি তালিকা আমরা পেয়েছি। তালিকায় কয়েকজনের বিরুদ্ধে দপ্তরে অভিযোগও জমা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করতেছি। যাচাই বাচাই করে গঠনতন্ত্র মেনে কমিটি দেয়া হবে।
 
উল্যেখ্য, কক্সবাজার উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল ২০১৭ সালে এবং পৌর কমিটি ২০১৭ সালে। টেকনাফ উপজেলা কমিটি গঠন করা হয়েছিল ২০১৭ সালে এবং পৌর কমিটি গঠন করা হয় ২০১৮ সালে। উখিয়া উপজেলা কমিটি গঠন হয়েছিল ২০১৫ সালে। রামু উপজেলা কমিটি গঠন করা হয়েছিলো ২০১৬ সালে। মহেশখালী উপজেলা কমিটি গঠন করা হয়েছিল ২০১৬ সালে এবং পৌর কমিটি গঠন করা হয়েছিল ২০১৬ সালে। কুতুবদিয়া উপজেলা কমিটি করা ২০১৭ সালে। পেকুয়া উপজেলা কমিটি গঠন করা হয় ২০১৫ সালে। চকরিয়া উপজেলা কমিটি হয়েছিলো ২০১৬ সালে এবং পৌর কমিটি করা হয় ২০১৫ সালে।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত