ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিএনপি দেশকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছেঃ শিক্ষা উপমন্ত্রী


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৪-৮-২০২২ রাত ১০:৪৬
শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপির জন্মই হয়েছে মানুষকে খুনের মাধ্যমে। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক-বেসামরিক বহু মানুষকে নির্মমভাবে হত্যা করেছেন। এমনকি মুক্তিযোদ্ধারাও তার হত্যা তালিকা থেকে রক্ষা পায়নি। সেই জিয়ার দল বিএনপি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যুগে যুগে বাংলাদেশকে ধ্বংস করার অপচেষ্টা করেছে। 
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার আলোচনা  সভায় রবিবার (১৪ আগস্ট) বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি আরো বলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমান তার মা খালেদা জিয়াকেও হত্যা করতে পারবে। খালেদা জিয়াকে কোনোভাবেই লন্ডনে নিয়ে যেতে পারলে বিষ প্রয়োগ করে হত্যা করবে তারেক রহমান। খালেদা জিয়াকে হত্যা করে সরকারের ওপর দোষ চাপিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবে।
 
তিনি আরও বলেন, খন্দকার মোশতাকের বংশধররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছেন। দলের ভেতরেও খন্দকার মোশতাক লুকিয়ে থাকতে পারে। অতি উৎসাহী সুবিধাবাদী আওয়ামী লীগারের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। এরা মোশতাকের মতো দলের ক্ষতি করতে চায়। রাজনীতিকে জনগণ ও কর্মীবান্ধব করতে হবে, ‘নেতাবান্ধব’ রাজনীতি হলে খন্দকার মোশতাকরা জন্ম নেবেই। 
 
নওফেল আরও বলেন, বাঙালি জাতির মুক্তি এনে দিয়েছিলেন যিনি, তাকে আমরা রক্ষা করতে পারিনি। দায় আমাদেরই নিতে হবে। যে প্রশ্ন জাতির জনককন্যা শেখ হাসিনার মনে ‘মাঝে মাঝে উঁকি’ দেয়, তা অমূলক নয়। শেখ হাসিনার বক্তব্যে আমরা জানতে পারি, বেগম খালেদা জিয়া (তৎকালীন পুতুল) বেগম মুজিবের সঙ্গে দেখা করে এসে পাকের ঘরে এটা-ওটা করতো। জিয়া তাকে বাহক হিসেবে ব্যবহার করতেন। মেজর ডালিম, কর্নেল রশিদ ও খন্দকার মোস্তাকরা ছিলেন বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জাতির জনক তার সন্তানদের নাকি বলতেন, কোনো বিপদে পড়লে মোশতাক চাচার স্মরণাপন্ন হতে। অতিরিক্ত বিশ্বাস জীবনের কাল হবে, কে জানতো।বিএনপির অপরাজনীতির কারণে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি বারবার বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে উপমন্ত্রী বলেন, গণতন্ত্র সবার সম্মিলিত প্রয়াসের ফল। কিন্তু গণতন্ত্রকে নসাৎ করে প্রতিষ্ঠিত বিএনপি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপরাজনীতি শুরু করেছে। এদেশের মানুষ বিভীষিকাময় দিন দেখেছে। জামাতিদের নিয়ে সেদিন জ্বালাও পোড়াও করে হাজার হাজার মানুষের ঘরবাড়ি পুড়ে দিয়েছে। জীবিত পশুদের আগুন দিয়ে মেরেছে। জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। দেশকে আফগানিস্তান বানানোর পায়তারা করেছে। তাদের এই অপরাজনীতির ফল এখন তাদেরকে ভোগ করতে হচ্ছে। এজন্য খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের তওবা করে ক্ষমা চাইতে বলেন তিনি। 
 
তিনি বলেন, ১৫ আগস্ট জাতির জন্য কলঙ্কময় একটি দিন। আর সেই দিনে খালেদা জিয়া জন্মদিনের কেক কাটে। বাঙালি জাতির জন্য এর চেয়ে লজ্জা আর কিছু হতে পারে না। পুলিশকে উদ্দেশ্য করে নওফেল বলেন, জ্বালাও পোড়াও মামলার আসামিরা প্রকাশ্যে এসে হুমকি দিচ্ছে। আপনারা চিহ্নিত করুন। না হয় তারা যেকোনো মুহূর্তে দেশকে অস্থিতিশীল করতে পারে। নওফেল আরো বলেন, ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। এ সরকারের আমলে সবচেয়ে বেশি মসজিদ, মাদ্রাসা সরকারি হয়েছে। 
 
এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত