ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

রায়গঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অবস্থান


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ৪:৪০

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক ওমর মণ্ডলের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা আরতী  রানী সরকার ।  শনিবার  রাত থেকে উপজেলার চান্দাইকোনা  ইউনিয়নের দাথিয়া বেনিমাধব ঠাকুর পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। প্রেমিক ওমর মণ্ডল উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া বেনিমাধব এলাকার নরেশ মণ্ডলের ছেলে। আর প্রেমিকা আরতী রানী সরকার টাঙ্গাইলের মির্জাপুর এলাকার তরকপুর গ্রামের নিলমহন সরকারের মেয়ে।

জানা যায়, ঢাকার গাজীপুরের কাঠালতলা এলাকায় একটি ফ্যাক্টরিতে কাজ করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই এক পর্যায়ে প্রেমিকা আরতি রানীর সাথে সামাজিক ও ধর্মীয় ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েই প্রায় ৩ বছর একটি ভাড়া বাড়িতে স্বামী স্ত্রীর পরিচয়ে সংসার করেন তারা।সংসার জীবনে ২ টি সন্তান আসে প্রেমিকা আরতী রানীর গর্ভে কিন্তু সেই সন্তান ২টিকে নষ্ট করেন প্রেমিক ওমর মণ্ডল এমনটি জানান প্রেমিকা আরতী রানী সরকার । 

ওমর মণ্ডল গত ঈদুল আযহার পরে বাড়িতে এসে বিয়ে করেন স্থানীয় একটি পরিবারে। তার পর সিদ্ধান্ত নেন ঢাকায় তিনি আর চাকরি করবেন না, পরিবার নিয়ে বাড়িতেই থাকবেন।প্রেমিকা আরতী রানী সরকার প্রেমিক ওমর মণ্ডলকে না পেয়ে তিনি তার দেয়া ঠিকানা অনুযায়ী চলে আসেন প্রেমিক ওমর মণ্ডলের বাড়ি।সেখানে প্রেমিকা আরতী রানীর বিষয়টি টাকা দিয়ে মীমাংসা করার চেস্টা করেন প্রেমিক ওমর মণ্ডলের পরিবার ও গ্রাম্য প্রধানরা। কিন্তু আরতী রানী সরকার ভালোবেসে সংসার করেছেন ৩ বছর তাই তিনি টাকা দিয়ে নয় বরং ভালোবাসার মানুষটির সাথে সারাজীবন সংসার জীবনে আবদ্ধ থাকতে চান।

এবিষয় নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।প্রেমিক ওমর মণ্ডল বলছেন,প্রেমিকা আরতী রানী সরকারের সাথে আমি ৩ বছর ঢাকায় সংসার করেছি। ২টি সন্তানও নষ্ট করেছি। বিষয়টি সঠিক।

এ বিষয়ে প্রেমিকের বাবা নরেশ মণ্ডল গণমাধ্যমকর্মীদের বলেন, আমার ছেলে যে কাজটি করেছে এটা সত্য। ওমর মণ্ডল সদ্য ২ মাস পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সেই স্ত্রীর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী প্রেম করেছে, সংসার ও করেছে এ বিষয়টি আমি জানি না। তবে সে যদি এগুলো করে থাকে তবে আমার কোনো আপত্তি নেই।

উল্লেখ্য, প্রেমিকা আরতী রানীকে টাকা দিয়ে প্রেমিক ওমর মণ্ডলের জীবন থেকে সরিয়ে দিতে ওই এলাকায় চলছে নানা দেনদরবার। তবে প্রেমিকা আরতী রানীর দাবি সে প্রেমিকের সাথে সংসার করার জন্যই এখানে এসেছেন।

এমএসএম / জামান

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র‌্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ