ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অবস্থান


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ৪:৪০

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক ওমর মণ্ডলের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা আরতী  রানী সরকার ।  শনিবার  রাত থেকে উপজেলার চান্দাইকোনা  ইউনিয়নের দাথিয়া বেনিমাধব ঠাকুর পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। প্রেমিক ওমর মণ্ডল উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া বেনিমাধব এলাকার নরেশ মণ্ডলের ছেলে। আর প্রেমিকা আরতী রানী সরকার টাঙ্গাইলের মির্জাপুর এলাকার তরকপুর গ্রামের নিলমহন সরকারের মেয়ে।

জানা যায়, ঢাকার গাজীপুরের কাঠালতলা এলাকায় একটি ফ্যাক্টরিতে কাজ করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই এক পর্যায়ে প্রেমিকা আরতি রানীর সাথে সামাজিক ও ধর্মীয় ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েই প্রায় ৩ বছর একটি ভাড়া বাড়িতে স্বামী স্ত্রীর পরিচয়ে সংসার করেন তারা।সংসার জীবনে ২ টি সন্তান আসে প্রেমিকা আরতী রানীর গর্ভে কিন্তু সেই সন্তান ২টিকে নষ্ট করেন প্রেমিক ওমর মণ্ডল এমনটি জানান প্রেমিকা আরতী রানী সরকার । 

ওমর মণ্ডল গত ঈদুল আযহার পরে বাড়িতে এসে বিয়ে করেন স্থানীয় একটি পরিবারে। তার পর সিদ্ধান্ত নেন ঢাকায় তিনি আর চাকরি করবেন না, পরিবার নিয়ে বাড়িতেই থাকবেন।প্রেমিকা আরতী রানী সরকার প্রেমিক ওমর মণ্ডলকে না পেয়ে তিনি তার দেয়া ঠিকানা অনুযায়ী চলে আসেন প্রেমিক ওমর মণ্ডলের বাড়ি।সেখানে প্রেমিকা আরতী রানীর বিষয়টি টাকা দিয়ে মীমাংসা করার চেস্টা করেন প্রেমিক ওমর মণ্ডলের পরিবার ও গ্রাম্য প্রধানরা। কিন্তু আরতী রানী সরকার ভালোবেসে সংসার করেছেন ৩ বছর তাই তিনি টাকা দিয়ে নয় বরং ভালোবাসার মানুষটির সাথে সারাজীবন সংসার জীবনে আবদ্ধ থাকতে চান।

এবিষয় নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।প্রেমিক ওমর মণ্ডল বলছেন,প্রেমিকা আরতী রানী সরকারের সাথে আমি ৩ বছর ঢাকায় সংসার করেছি। ২টি সন্তানও নষ্ট করেছি। বিষয়টি সঠিক।

এ বিষয়ে প্রেমিকের বাবা নরেশ মণ্ডল গণমাধ্যমকর্মীদের বলেন, আমার ছেলে যে কাজটি করেছে এটা সত্য। ওমর মণ্ডল সদ্য ২ মাস পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সেই স্ত্রীর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী প্রেম করেছে, সংসার ও করেছে এ বিষয়টি আমি জানি না। তবে সে যদি এগুলো করে থাকে তবে আমার কোনো আপত্তি নেই।

উল্লেখ্য, প্রেমিকা আরতী রানীকে টাকা দিয়ে প্রেমিক ওমর মণ্ডলের জীবন থেকে সরিয়ে দিতে ওই এলাকায় চলছে নানা দেনদরবার। তবে প্রেমিকা আরতী রানীর দাবি সে প্রেমিকের সাথে সংসার করার জন্যই এখানে এসেছেন।

এমএসএম / জামান

মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট

জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা

বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি

রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ

কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি

পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি

সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর