তাড়াশে বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম দিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াশ উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহুরী অফিসসংলগ্ন অস্থায়ী বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি স. ম আফসার আলীর সভাপত্বিতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র উপদেষ্টা শারিফুল ইসলাম আলম, সহ-সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, তথ্য ও গবেষষা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম সানোয়ার হোসেন সাজুসহ, যুবদলের আহ্বায়ক শাহআলম ফকির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল খা, জাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
এমএসএম / জামান