ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সায়মন হত্যাকাণ্ডে চরম ব্যর্থতার পরিচয় দিল লোহাগাড়া থানা পুলিশ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ৩:২৬

সাতকানিয়ার হতদরিদ্র পরিবারের সন্তান ও টমটম চালককে ভাড়ায় নেয়ার কথা বলে কৌশলে লোহাগাড়ার চুনতি নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচাও চাচাত ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় ২২ দিন পার হলেও এজাহারনামীয় মূল আসামি কেউ গ্রেফতার না হওয়ায় হতাশায় ভুগছেন নিহত সায়মনের অসহায় পরিবারসহ ছদাহার ফজুরপাড়ার লোকজন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার ছদাহার ফজুরপাড়া সেন্টারে পরিদর্শনে গেলে এমন চিত্র দেখা যায়।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সাতকানিয়ার ছদাহার নিহত সায়মনের পিতা সিরাজুল ইসলাম একজন দিনমজুর। পুলিশ প্রশাসনকে ঠিকমতো টাকা-পয়সা দিয়ে অন্য ১০ জন বাদীর মতো মামলা পরিচালনা করতে না পারায় এখনো অধরা থেকে গেল মূল খুনি আরমান ও ফারুক।

এদিকে সায়মনের পিতাসহ স্থানীয়রা প্রতিবেদককে জানান, লোহাগাড়া থানা পুলিশের অবহেলায় হয়তো আরো দেরি হবে আসামিদের বিচারের আওতায় আনতে। তাই মামলাটি যদি অন্য কোনো সংস্থা তদন্ত করে তাহলে আমাদের বিশ্বাস আসামিরা দ্রুত গ্রেফতার হবে।

এমন অভিযোগের ভিত্তিতে লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, নিহতের পরিবার গরিব তাই আমরা আসামি ধরতে অবহেলা করছি, এসব আসলে শুনতে সত্যিই খারাপ লাগে। এসব ঠিক নয়। বাস্তবতাটা ভিন্ন। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান স্যারসহ আমরা সবাই আন্তরিক। ইতোমধ্যে বেশ কয়েকবার আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি ঘাতকদের সন্ধানে। আসামিদের ধরার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, আমার বিশ্বাস দ্রুত আসামিরা আইনের আওতায় আসবে। এতে আপনারা যারা সাতকানিয়ায় মিডিয়ায় আছেন তারা আমাদের খোঁজখবর দেবেন। আমরা ওই জায়গায়ও যে কোনো মুহূর্তে হানা দেব। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, আসলে ওই দিনের ঘটনাস্থল লোহাগাড়া হলেও নিহত এবং ঘাতকের বাড়ি সাতকানিয়ায় হওয়ার কারণে বিলম্বটা স্বাভাবিক। তবুও আমরা দুই থানায় বিষয়টা দেখছি।

উল্লেখ্য, সাতকানিয়ার ছদাহার ফজুরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে সায়মনকে (১৯) ভাড়ার কথা বলে চুনতি নিয়ে যায় কয়েক দুর্বৃত্ত। পরে চুনতির নির্জন জায়গায় গিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আগে থেকে ওতপেতে থাকা তার চাচাতো ভাই ফারুক ও আরমানসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে(সায়মনকে)চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হলে গত (২৭শে জুলাই)বুধবার সকালে ছুরিকাঘাতের ফলে চমেক এ মৃত্যু হয় বলে নিশ্চিত করেন নিহত সায়মনের পিতা রিক্সাচালক সিরাজুল ইসলাম।তখন নিহত সায়মনের এলাকায় সরেজমিনে পরিদর্শনে গেলে একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছিলেন, মূলত ফরমানুল্লাহ ছেলে হচ্ছে আরমান ও ফারুক। আর সিরাজুল ইসলামের ছেলে নিহত সায়মন। সিরাজুল ইসলাম আর ফরমানুল্লাহ আপন ভাই। ভাইদের মধ্যে ভিটি-মাটি ভাগ-বাটোয়ারা নিয়ে গ্রাম্য সালিশসহ পরিষদেও বিচার চলে আসছিল।কিন্তু ফরমানুল্লাহর ছেলেরা বেপরোয়া আর একটু সচ্ছল হওয়ার সুবাদে আরমান আর ফারুকরা মিলে সব সময় সিরাজুল ইসলামের গায়ে হাত তুলত। পরে পিতাকে চাচাতো ভাইদের রোষানল থেকে বাঁচাতে প্রায় সময় সায়মন এগিয়ে আসত।আর এই এগিয়ে আসাটাই কাল হলো নিহত সায়মনের।

সায়মনকে তার চাচাতো ভাইয়েরা প্রায় সময় দেখে নেয়ার হুমকি দিচ্ছিল বেশ কিছুদিন ধরে। পরে এই চাচাতো ভাইয়েরা কৌশলে অপরিচিত অন্য লোক দিয়ে সায়মনের চালিত টমটম রিকসায় উঠে চুনতির জাইল্লাপাড়ার নির্জন এলাকায় গিয়ে তাকে (সায়মন) পূর্বপরিকল্পিত অনুযায়ী ছুরিকাঘাত করে।

এদিকে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বলেন, আগে ফরমানের কাছে জমি দখল বেশী ছিল।কিন্তু বিচারের মাধ্যমে সিরাজুল হককে তাদের কিছু জমি ছেড়ে দিতে হয়েছিল। এঘটনাকে কেন্দ্র করে একদিন ফরমানের ছেলে ফারুক ফজুর পাড়ার সেন্টারের চায়ের দোকানে জনসম্মুখে ও আমার উপস্থিতিতে সাইমুনকে হত্যার হুমকি দিয়েছিল। তখন আমি বকা দিয়ে তাকে ঐ স্থান থেকে তাড়িয়ে দিয়েছিলাম।

তিনি(মেম্বার) আরো বলে,সায়মনকে হামলার ঘটনার আগের দিন তারা সবাই বাড়ি থেকে চলে গিয়েছিল।ঘটনার একদিন পরে তারা বাড়িতে পূণরায় এসে হাস মুরগী যা ছিল সব বিক্রি করে দিয়ে আবার চলে যায়৷অদ্যাবধি তাদের কেউ বাড়িতে আসেনি। এতে বুঝা যায় এ ঘটনাটি পরিকল্পিত একটি হত্যাকান্ড।ফারুকের নানার বাড়ি সাতকানিয়ার বাজালিয়ার মাহালিয়া।তখন সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি  শিবলী নোমান এই প্রতিবেদকে  জানিয়েছিলেন -সায়মন নিহত হওয়ার  ঘটনার ১ দিন আগে একটি মামলা হয়েছে এখন আবার ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। আমরা আদালতে আবেদন পাঠায়ছি। পরে অবশ্যই আদালতের অনুমতি সাপেক্ষে লোহাগাড়া  পুলিশ প্রশাসন তখন হত্যাচেষ্টা মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করেন।
 

এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক