ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

কমিশন গঠন করার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত তাদের খুঁজে বের করা হবে


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ৩:১৯

খুব শীঘ্রই একটা কমিশন গঠন করার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত, তাদের খুঁজে বের করে জনগণের সামনে মুখোশ উন্মোচন করা হবে। মাদারীপুর শিবচরের পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটি এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক আয়োজিত নবনির্মিত নূর-ই-আলম চৌধুরী একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা বঙ্গবন্ধুর হত্যকারীদের বিচার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমরা যুদ্ধাপরাধীদেরও বিচারকার্য শেষ করতে পেরেছি। আমরা দাবি করছি এবং বাংলাদেশের জনগণ জানতে চায়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে কিছু বিশ^াসঘাতক ব্যক্তি ও কিছু বিপদগামী সেনা সদস্যরাই জড়িত ছিলো না, এতে দেশি- বিদেশি অনেক বড় একটা চক্রান্ত ছিলো। তাদের ব্যপারে  বাঙলার মানুষ জানতে চায়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ঢাকা-খুলনা মহাস্বড়ক নির্মাণ করার, স্বপ্ন দেখেছিলেন খরস্রোতা পদ্মার উপর একটি সেতু নির্মাণের মাধ্যমে এ যোগাযোগ স্থপন করার। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে তার বাবার লালিত সপ্ন আজ বাস্তবে রূপদান করেছেন। দক্ষিণাঞ্চলে যেখানে যোগাযোগের একমাত্র পথ ছিল নৌপথ, রাজধানী ঢাকা শহরে কোনো কাজের উদ্দেশ্যে যেতে হলে যেখানে পূর্বপরিকল্পনা করতে হতো আবার দীর্ঘ সময়ের কারণে উন্নত সেবা থেকে বঞ্চিত হতো, কখনো কখনো পথিমধ্যে দুর্ঘটনাও ঘটে যেত, সেখানে আজকের দিনে যখন খুশি তখনই রাজধানী ঢাকা শহরে যেতে পারছি। কাজ শেষ করে আবার বাড়িতে ফিরে আসতে পারছি।

তিনি বলেন, মেয়ে আর ছেলের মধ্যে আমরা কোনো বৈষম্য করে দেখি না। আমাদের যোগ্যতা অনুযায়ী তা আমাদের প্রত্যেকের প্রমাণ করে দেখাতে হবে। বাংলাদেশের উন্নয়নে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কর্মকর্তা হলেই চলবে না। আমরা মনে করি, আগামী দিনে মেয়েদের অবশ্যই রাজনীতিতে আসতে হবে। কারণ, রাজনীতির মাধ্যমে যেভাবে মানুষের সেবা করা যায়, তা আর কোনোভাবেই করা সম্ভব নয়। বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। তাই আমাদের সেদিকে লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এ সময় বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) ড. রহিমা খাতুন, জেলা পরিষদের প্রশাসক মো. মুনির চৌধরিী।

উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহোযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ

মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর

আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর ধানের শীষের গণসংযোগ

গোপালগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার দাড়িয়া

কোটালীপাড়ায় বোরো বীজতলায় পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু

দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়ঃ কুমিল্লায় হাজী ইয়াছিন

তারাগঞ্জে প্রাণি-সম্পদ কর্মকর্তার অবহেলায় মজুত থাকা সত্বেও পাচ্ছে না এলএসডি ভ্যাক্সিন, ঝুঁকিতে খামারীরা

চৌগাছায় কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদন্ড

ধামইরহাটে মডেল সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা