কমিশন গঠন করার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত তাদের খুঁজে বের করা হবে
খুব শীঘ্রই একটা কমিশন গঠন করার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত, তাদের খুঁজে বের করে জনগণের সামনে মুখোশ উন্মোচন করা হবে। মাদারীপুর শিবচরের পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক আয়োজিত নবনির্মিত নূর-ই-আলম চৌধুরী একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা বঙ্গবন্ধুর হত্যকারীদের বিচার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমরা যুদ্ধাপরাধীদেরও বিচারকার্য শেষ করতে পেরেছি। আমরা দাবি করছি এবং বাংলাদেশের জনগণ জানতে চায়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে কিছু বিশ^াসঘাতক ব্যক্তি ও কিছু বিপদগামী সেনা সদস্যরাই জড়িত ছিলো না, এতে দেশি- বিদেশি অনেক বড় একটা চক্রান্ত ছিলো। তাদের ব্যপারে বাঙলার মানুষ জানতে চায়।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ঢাকা-খুলনা মহাস্বড়ক নির্মাণ করার, স্বপ্ন দেখেছিলেন খরস্রোতা পদ্মার উপর একটি সেতু নির্মাণের মাধ্যমে এ যোগাযোগ স্থপন করার। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে তার বাবার লালিত সপ্ন আজ বাস্তবে রূপদান করেছেন। দক্ষিণাঞ্চলে যেখানে যোগাযোগের একমাত্র পথ ছিল নৌপথ, রাজধানী ঢাকা শহরে কোনো কাজের উদ্দেশ্যে যেতে হলে যেখানে পূর্বপরিকল্পনা করতে হতো আবার দীর্ঘ সময়ের কারণে উন্নত সেবা থেকে বঞ্চিত হতো, কখনো কখনো পথিমধ্যে দুর্ঘটনাও ঘটে যেত, সেখানে আজকের দিনে যখন খুশি তখনই রাজধানী ঢাকা শহরে যেতে পারছি। কাজ শেষ করে আবার বাড়িতে ফিরে আসতে পারছি।
তিনি বলেন, মেয়ে আর ছেলের মধ্যে আমরা কোনো বৈষম্য করে দেখি না। আমাদের যোগ্যতা অনুযায়ী তা আমাদের প্রত্যেকের প্রমাণ করে দেখাতে হবে। বাংলাদেশের উন্নয়নে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কর্মকর্তা হলেই চলবে না। আমরা মনে করি, আগামী দিনে মেয়েদের অবশ্যই রাজনীতিতে আসতে হবে। কারণ, রাজনীতির মাধ্যমে যেভাবে মানুষের সেবা করা যায়, তা আর কোনোভাবেই করা সম্ভব নয়। বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে। তাই আমাদের সেদিকে লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এ সময় বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) ড. রহিমা খাতুন, জেলা পরিষদের প্রশাসক মো. মুনির চৌধরিী।
উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহোযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫