ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলে মামলার আসামির মিথ্যাচারের প্রতিবাদে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ৪:৫৯
টাঙ্গাইলের বাসাইলে যুবলীগকর্মী প্রিন্স মাহমুদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলার আসামি কাউন্সিলরের মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন।
 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. আসাদুজ্জামান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, আমার ভাতিজা প্রিন্স মাহমুদ বাসাইল উপজেলা যুবলীগের একজন সক্রিয় কর্মী। যুবলীগের আগামী কাউন্সিলে আমার ভাতিজা সাধারণ সম্পাদক প্রার্থী। সেই সাথে এলাকাবাসীর অনুরোধে আগামী পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী। বাসাইল দক্ষিণপাড়া ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শাহ-আলম ওরফে ভেবল ও তার ছেলে মো. শাওন এবং তাদের অনুসারীরা আমার ভাতিজা প্রিন্স মাহমুদের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। এছাড়াও আমার ভাইয়ের সাথে কাউন্সিলের জায়গাজমি নিয়েও বিরোধ চলছে।
 
তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই  বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষে প্রাইভেটকারযোগে বাড়ি ফেরার পথে নথখোলা সেতুর ঢালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার ভাতিজার গাড়ির গতিরোধ করে। এ সময় আমার ভাতিজা প্রিন্স মাহমুদ, আমার ভাই তোফায়েল হোসেন বেনু ও প্রিন্সের এক বন্ধু বাসাইল উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ফরিদ মিয়া গাড়ির ভেতরে ছিল। এসময় পূর্বপরিকল্পিতভাবে আমার ভাতিজা প্রিন্সকে হত্যার উদ্দেশ্যে লাঠি, লোহার রড, চাপাতি ও এসএস পাইপের মাথায় পিনিয়াম দ্বারা সংযুক্ত দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাস ও গাড়িতে ব্যাপক ক্ষতিসাধন করে। কাউন্সিলর শাহ-আলম ওরফে ভেবলের নির্দেশে তার ছেলে শাওনসহ ৭ জন ও অজ্ঞাতনামা আসামিরা এ হামলা করে। পরে আমার ভাতিজা প্রিন্সকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সে মারাত্মক আহত হয়। এ সময় আমার ভাই তোফায়েল হোসেন বেনু ও প্রিন্সের বন্ধু ফরিদ মিয়াকেও দেশীয় অস্ত্র দিয়ে গুরুত্ব রক্তাক্ত জখম করে। পরে আমার ভাই ও ভাতিজার ডাক-চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে আসামি শাওনসহ অন্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
 
তিনি বলেন, আসামিরা চলে যাওয়ার সময় মারুফ হোসেন ওরফে তরুর ব্যবহৃত মোবাইল ফোনটি ঘটনাস্থলে পড়ে যায়। পরে ওই এলাকার মানুষ আমার ভাই, ভাতিজা ও তার বন্ধুকে উদ্ধার করে প্রথমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে আমার ভাই তোফায়েল হোসেন বেনু বাদী হয়ে ৭ জনসহ ৩-৪ জন অজ্ঞাতনামা আসামি করে বাসাইল থানায় একটি মামলা দায়ের করে।
 
এদিকে গত ১৮ আগস্ট বৃহস্পতিবার বাসাইল উপজেলা প্রেসক্লাবে মামলার ২নং আসামি ৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহ-আলম ওরফে ভেবল ও তার ছেলেসহ সহযোগীদের নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাকে আড়াল করার অসদুদ্দেশ্য নিয়ে তিনি আমার ভাই, ভাতিজাকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 
মো. আসাদুজ্জামান বলেন, আমার ভাই তোফায়েল হোসেন বাসাইল থানা আওয়ামী লীগের একজন সদস্য। তিনি দীর্ঘ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আসামিরা তাকে ও তার পরিবারের লোকজনদের হেয়প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া আমার বোনদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছেন। আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
 
টাঙ্গাইল প্রেসক্লাবের এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত