ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

শাহজাদপুরে আশ্রয়ন প্রকল্পের জায়গা পরিদর্শন

এলাকাবাসীর অতর্কিত হামলায় ইউএনওর গাড়ি ভাংচুর, এসিল্যান্ড আহত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ৩:৪৬

সিরাজগঞ্জ শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া হলদিঘরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জায়গাকে কেন্দ্র করে অত্র এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা উপজেলা প্রশাসনের লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সরকারী গাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনায় সহকারী কমিশনারের (ভূমি) আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (২১আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে স্বাভাবিক রয়েছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোববার সকালে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণের জন্য মাটি ভরাট করার লক্ষ্যে কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া হলদিঘর মৌজার এসএ ১নং খতিয়ানের ৩৯৪নং দাগের ১.২২ একর ফসলি শ্রেণির জমি এবং আরএস ১নং খতিয়ানের ৪৮৮নং দাগের ১.২২ একর লায়েক পতিত শ্রেণির জমি পরিদর্শনে ইউএনও এবং এসিল্যান্ড যাওয়ার পথিমধ্যে অত্র এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা ওই জায়গায় আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরি করা যাবে না মর্মে রাস্তার মাঝে বেরিকেড দিয়ে তাদের গতিরোধ করে। তখন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) গাড়ি থেকে নেমে তাদের সাথে কথা বলতে চাইলে সংঘবদ্ধ জনতা কথা না বলে ইটপাটকেল ছুড়তে থাকে। তখন ইউএনওর সরকারি গাড়ির গ্লাস ভেঙে যায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. লিয়াকত সালমানের মাথায় ইটের আঘাত লেগে আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মাথায় আটটি সেলাই দেয়া হয়েছে। থানা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদ রানা সকালের সময়কে জানান, রক্তাক্ত অবস্থায় এসিল্যান্ডকে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় ৮টি সেলাই দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম জানান, আশ্রয়ণ প্রকল্পের জায়গা পরিদর্শনে যাওয়ার সময় অত্র এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা যাবে না, এই লক্ষ্যে রাস্তায় বেরিকেড দেয় এবং অতর্কিত ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আমার গাড়ির গ্লাস ভেঙে যায় এবং এসিল্যান্ডের মাথায় আঘাত লাগে।

এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি সকালের সময়কে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আইনি পদক্ষেপ নেয়া হবে।
 

এমএসএম / জামান

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প

অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা

শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ

পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান

কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন

কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার

মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

সলঙ্গায় মাছবাহী ট্রাকে পানি ভরাট"নষ্ট হচ্ছে মহাসড়ক-ঘটছে অসংখ্য দুর্ঘটনা