ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

৪ দাবিতে মানববন্ধন করার ঘোষণা বাঙলা কলেজ শিক্ষার্থীদের


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ২১-৮-২০২২ রাত ১১:১৫
সরকারি বাঙলা কলেজে ৪ দফা দাবিতে মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়েছে। কলেজটিতে আবাসন ব্যবস্থার জন্য হল বৃদ্ধিসহ ও পরিবহনে বাসের ব্যবস্থা করার জন্য দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে জানালেও কাজে আসেনি। বারবার আশ্বাস পেলেও হল কিংবা বাস কোনটি পায়নি শিক্ষার্থীরা। এতে করে শিক্ষার্থীরা প্রতিনিয়তই ভোগান্তিতে পড়ছে।
 
আশ্বাসের দীর্ঘ সময় পার হলেও শিক্ষার্থীদের জন্য কেন শিক্ষার্থীবান্ধব কোন সিদ্ধান্ত আসছে না এমন প্রশ্ন করছে খোদ প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীরা। সাম্প্রতিক সময়ে তিতুমীর কলেজের পুলে নতুন আরও চারটি বাস যোগ হওয়াতে বাঙলা কলেজ শিক্ষার্থীরা বলছে, বাঙলা কলেজের ৬ বছর পর তিতুমীর কলেজ প্রতিষ্ঠিত হয়েছে তবুও সব দিক থেকে কিভাবে এগিয়ে যাচ্ছে। তিতুমীর কলেজকে কেন ফলো করছে না বাঙলা কলেজ প্রশাসন।
 
এ বিষয়ে বাঙলা কলেজ ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন পলাশ বলেন ঃ বাঙলা কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস এর বিকল্প নেই তাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন ও যৌক্তিক দাবি ছাত্রলীগের পক্ষ থেকে দাবি আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবো.
 
বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মানিক চৌধুরী বলেনঃ ছাত্র-ছাত্রীদের এই যৌক্তিক দাবি আদায়ে বাঙলা কলেজ ছাত্রলীগ পাশে ছিল ও থাকবে, ছাত্রলীগ সব সময় যৌক্তিক দাবি আদায়ের পক্ষে।
 
রাজু পারভেজ (বারাক) মাস্টার্স 'র ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী বলেনঃ  আমাদের উক্ত ৪ টি দাবি কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বাঙলা কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ কিন্তু ছাত্রছাত্রীদের যাতায়াত ব্যবস্থার জন্য বাস নেই, ক্যাম্পাসে কোনো ক্যান্টিন নেই,,জায়গা আছে অনেক তার সদ্ব্যবহার নেই, এগুলো আমাদের কলেজ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, 
 
বাঙলা কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলাম সাগর বলেন, আমাদের বাঙলা কলেজ, ৭ কলেজের মধ্যে আয়তনে সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শিক্ষার্থীদের যাতায়াত চরম দুর্ভোগে ও দীর্ঘসময় ক্লাস করে  ক্যান্টিন না থাকায় ক্ষুদার্ত অবস্থায় ক্লাসে মনোযোগী হতে পারছে না তাই শিক্ষার্থীদের দাবি গুলো আদায়ে মানব বন্ধনের করবো, উক্ত দাবি গুলো হলো ঃ
★মেয়েদের হল নির্মাণ করতে হবে
★ক্যান্টিন নির্মান করতে হবে
★বাসের ব্যবস্থা করতে হবে 
★ক্যাম্পাসের লেকটিকে স্থায়ী ভাবে পরিষ্কার করে পরিবেশ বান্ধব এবং ব্যবহার উপযোগী করতে হবে।
 
দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। সেজন্য সকল শিক্ষার্থীদের পাশে চাই।
 
মানববন্ধন এর মূল বিষয়গুলো -১. মেয়েদের হল নির্মাণ করতে হবে। ২. ক্যান্টিন নির্মাণ করতে হবে। ৩.বাসের ব্যবস্থা করতে হবে এবং ৪.ক্যাম্পাসের লেকটিকে স্থায়ী ভাবে পরিষ্কার করে পরিবেশ বান্ধব এবং ব্যবহার উপযোগী করতে হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান সম্পাদক শাহাদৎ

গল্লামারীর মৎস্য খামারের সামনে 'খুলনা বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানালো খুবি শিক্ষার্থীরা

রাবি প্রশাসনের সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

মধ্যরাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মুজিব মোরাল ভাঙচুর

হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে: উপাচার্য কামরুল আহসান

বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ড. ইলিয়াস, সম্পাদক কাইয়ুম

জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত প্রশাসনের

পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবিতে হিজাব দিবসের র‍্যালি ও সিম্পোজিয়াম আগামীকাল

গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের

সাশ্রয়ী পদ্ধতিতে আলু চাষ- কমবে খরচ, বাড়বে উৎপাদন

নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা

রাবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান 'টিম ঝালমুড়ি'