অনাবৃষ্টি, রোপা আমন নিড়ানিতে সেচের ওপর নির্ভরশীল কৃষক
কুড়িগ্রামের উলিপুরে বৃষ্টি না থাকায় রোপা আমনের জমিতে সেচ, সার প্রয়োগ ও নিড়ানিসহ বিভিন্ন ধরনের আগাছা দমনে ব্যস্ত রোপা আমন চাষিরা। তার পরেও তারা চিন্তিত আশানুরূপ ফলন না হওয়ার।
এখন বর্ষাকাল। এ সময় অন্য মাসের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির পানিকে কাজে লাগিয়ে কৃষকরা এই মৌসুমে রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করে থাকেন। বর্তমানে বৃষ্টিপাত না থাকায় উলিপুর উপজেলার ফসলি জমিসহ মাঠ-ঘাট পানিশূন্য। এজন্য সেচের ওপর নির্ভর হয়ে পড়েছেন আমন চাষিরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় পৌরসভাসহ মোট ২৪ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বীজতলা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ ইতোমধ্যে পূরণ হয়েছে। গতকাল সোমবার সকালে সরেজমিন উলিপুর উপজেলার বিভিন্ন গ্রামের ফসলের মাঠ ঘুরে রোপা আমন ধানের জমিতে এমন চিত্র চোখে পড়েছে।
চলতি বছর এ এলাকায় তেমন বৃষ্টিপাত না থাকায় প্রচণ্ড তাপপ্রবাহ, তীব্র খরা আর অনাবৃষ্টিতে একদিকে জনজীবন যেমন অতিষ্ঠ, তেমনি হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্যসহ ফসলের চাষাবাদ। বৃষ্টি না হওয়ায় অনেক জমিতে সম্পূরক সেচ দিয়ে চারা বাঁচিয়ে রাখছেন কৃষকরা। এতে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
উলিপুর পৌরসভার গ্রামের কৃষক আব্দুল হক বলেন, বৃষ্টির পানিতে রোপা আমন ধানের ফলন ভালো হয়। কিন্তু এ বছর চাহিদা অনুযায়ী বৃষ্টি না হওয়ায় শ্যালো মেশিন ও বৈদ্যুতিক মোটর চালিয়ে জমিতে সেচ দিতে হচ্ছে।
ইউনিয়নের হারনেফড়া গ্রামের কৃষক আশরাফ আলী খন্দকার জানান, পানির ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি না থাকায় জমি ফেটে যাচ্ছে। পানির অভাবে ধান গাছ বিবর্ণ হয়ে যাচ্ছে। উপায় না পেয়ে সেচ দিয়ে পানি দিয়ে সার প্রয়োগ করছি।
এছাড়াও উপজেলার অন্যান্য ইউনিয়নের বাসিন্দারা জানান, ফসলের ক্ষেত ফেটে চৌচির হওয়ায় জমির ফসল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শ্যালো মেশিন কিংবা বৈদ্যুতিক মোটর চালিয়ে রোপা আমন আবাদ উপযোগী নয়। বৃষ্টির পানিতে রোপা আমন চাষ ভালো হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, সাধারণত আষাঢ় মাসের ২০ থেকে শুরু করে শ্রাবণ মাসের শেষ পর্যন্ত রোপা আমন চাষাবাদ করা হয়। অনাবৃষ্টি ও অতিরিক্ত তাপপ্রবাহ যদি আরো সপ্তাহখানেক চলে, তাহলে রোপা আমন চাষ ব্যাপক ক্ষতির সন্মুখীন হতে পারে। এ কারণে প্রয়োজনে যে সকল রোপা আমন জমিতে পানি শুকিয়ে চৌচির হয়ে গেছে, সে সকল জমিতে সেচের ব্যবস্থা করতে হবে। মোটা ধানের জন্য একটু অসুবিধা হলেও চিকন জাতের ধানের জন্য তেমন ক্ষতি হবে না।
এমএসএম / জামান
তানোরে বিএনপির রাজনীতিতে শীষ পরিবারের বিকল্প নেই
চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী
একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট উপেক্ষা করেই- চলছিল কেরানী হাটের সেই বানিজ্য মেলা
জয়পুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে উঠান বৈঠক
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী