ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

গাজীপুরে বাড়ি ভাঙচুরের খবর স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়েও রক্ষা হয়নি!


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২৫-৮-২০২২ রাত ৯:২৫

গাজীপুরের শ্রীপুরে দাবিকৃত চাঁদা না দেওয়ায় ছাত্রলীগ নেতার নির্মাণাধীন বসতবাড়ি রাতের আঁধারে ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। গতকাল বুধবার রাত ২টায় উপজেলার মাওনা ইউনিয়নের (মাওনা উত্তরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ নেতার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল কাদের বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের মহবত আলীর ছেলে মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জজ মিয়া (৪২), মৃত রহমত আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫), ইসমাইল হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), আব্দুছ ছামাদের ছেলে রাজন (২৭) ও তাঁদের ২৫ / ৩০ জন সহযোগী।'শ্রীপুর মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বুলবুল হাসান বলেন, ‘রাতে হামলা চালিয়ে ভাঙচুরের খবর পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। তাতেও আমার বসতবাড়ি রক্ষা হয়নি।’আব্দুল কাদের জানান, ১৯৮১ সালে ৫৫ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘ ৪০ বছর যাবৎ ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে অভিযুক্তরা রাস্তা দেওয়ার ইস্যু করে কাজে বাধা দেয়। এ ঘটনায় মাওনা ইউপি চেয়ারম্যান গত রোববার (২১ আগস্ট) উভয় পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার জন্য বসে। পরে ইউপি চেয়ারম্যান জমির মালিক আব্দুল কাদেরকে ৬ ফুট রাস্তা দেওয়ার অনুরোধ করেন। চেয়ারম্যানের কথা অনুযায়ী আব্দুল কাদের প্রতিবেশীদের চলাচলের জন্য তাঁর ক্রয়কৃত জমি থেকে ৯ ফুট রাস্তার জন্য ছেড়ে দেন। পরবর্তীতে অভিযুক্তরা বিভিন্ন সময় আব্দুল কাদেরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় অভিযুক্ত জজ মিয়া, সফিক, ইমরান, রাজনের নেতৃত্বে তাঁদের ২৫ / ৩০ জন সহযোগী গতকাল রাতের আঁধারে নির্মাণাধীন বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

অভিযুক্ত সাবেক ইউপি সদস্য জজ মিয়া বলেন, ‘দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে আব্দুল কাদের বসতবাড়ি নির্মাণ করেছে। রাতের আঁধারে আব্দুল কাদেরের লোকজন নিজে ভেঙে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন বসতবাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন বসতবাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ছবি: আজকের পত্রিকা

এ নিয়ে মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন বলেন, ‘স্থানীয়রা আমাকে জানায় ইউনিয়ন পরিষদের রাস্তা বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করছে। পরে রোববার (২১ আগস্ট) দুপুরের দিক ঘটনাস্থলে গিয়ে আব্দুল কাদেরকে ৬ ফুট রাস্তা ছেড়ে কাজ করতে দেখি। এরপর তিনি তাঁকে ৯ ফুট রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে জমির মালিক ওই পরিমাণ রাস্তা ছেড়ে দেয়।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামন বলেন, রাত আনুমানিক ৩টার দিকে বসতবাড়ি ভাঙচুরের খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইগত পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত