শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুষ্টিয়া পৌরসভার ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় মঙ্গলবাড়িয়া বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া পৌরসভার ১৬নং ওয়ার্ডের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি নুর আলম দুলাল,পৌরসভার ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিনের সঞ্চালনায় এ শোক দিবস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদ আলী, ১৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ওয়াকিল আহমেদ লিটন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, আগস্ট মাস শোকের মাস, এ মাসে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা তৎকালীন বিপথগামী কিছু সেনা সদস্যরা জাতির জনক শেখ মুজিবুর রহমানের পরিবারকে নৃশংসভাবে হত্যা করে, ভয়াবহ গ্রেনেড হামলা চালায় এবং দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায় ।
বঙ্গবন্ধুর দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।
বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আবার যেন মাথা চাড়া হয়ে উঠতে না পারে সেদিকে আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে এবং তারা যেন পুনরায় আবার কোন ভয়াবহ ঘটনা ঘটাতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রয়োজন হলে জামায়াত-শিবিরের সন্ত্রাসী আস্তানা ভেঙে দিতে হবে। আর এজন্য আমাদের একত্রে কাঁধে কাঁধ রেখে নৌকার পক্ষে কাজ করতে হবে। কুষ্টিয়া উন্নয়নের রূপকার ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ ভাইয়ের নৌকা প্রতীকে ভোট দিয়ে তার হাতকে আরো শক্তিশালী করতে হবে ।
কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ এলাকার সাধারণ আমজনতা উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এমএসএম / জামান

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত রাজিব ইসলাম

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ

অভয়নগরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিসি'র স্বাক্ষর জালিয়াতি করেও বহালে অভিযুক্ত অধ্যক্ষ

অন্যের সম্পত্তির উপর প্রভাব বিস্তার করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন
Link Copied