ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের পিএবি সড়কে বাড়তি ভাড়া নিয়ে নৈরাজ্য


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-৮-২০২২ দুপুর ৪:২
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে  দক্ষিণ চট্টগ্রামের প্রবেশ পথ  পটিয়া-আনোয়ারা বাঁশখালী (পিএবি) সড়কে বেড়েছে ভাড়া নৈরাজ্য। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। 
 
বাস মালিক সমিতি থেকে নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দিলেও দ্বিগুণ থেকে তিন গুণ ভাড়া নেয়া হচ্ছে  বলে অভিযোগ যাত্রীদের। বিশেষ করে তৈলারদ্বীপ, চাতরী চৌমুহনী বাজার, সেন্টার থেকে শাহ আমানত সেতু ( নতুন ব্রীজ) এলাকায় লোকাল বাস গুলোতে বাসে ভাড়া নেয়া হচ্ছে দ্বিগুণ থেকে তিন গুণ বেশি। সরকারের নিয়মনীতি বৃদ্ধা আঙ্গুলির দেখিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।
 
এই নিয়ে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, বাঁশখালী, কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়াসহ বেশ কয়েকটি উপজেলার হাজার হাজার যাত্রী জিম্মি হয়ে পড়ছে এই পিএবি সড়কের ভাড়া সন্ত্রাসের কাছে।  
 
এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণার পর থেকে আনোয়ারা উপজেলা থেকে শাহ আমানত সেতু ( নতুন ব্রীজ) চলাচলকারী গণপরিবহনের নতুন ভাড়া ২৬ টাকা নির্ধারণ করেছেন বাস মালিক সমিতি । তবে ওই ভাড়ার তালিকা কোথাও মানা হচ্ছে না। এদিকে অতিরিক্ত বাস ভাড়া নিয়ে যাত্রীরা প্রতিবাদ করলে তাদের উপর বাস শ্রমিকদের হামলার মত ঘটনাও ঘটছে।
 
গত রোববার রাতে শহর থেকে  আসা  শাহাদাৎ হোসেন নামের এক যাত্রী বাস শ্রমিকদের মারধরের শিকার হতে হয়েছে। তিনি জানান, এতদিন ইচ্ছে মত ভাড়া নিয়েছে। এখন  বাস মালিক সমিতি ভাড়া নির্দিষ্ট করে দিয়েছে। অতিরিক্ত ভাড়া চাওয়ায় আমি প্রতিবাদ করলে তারা পাশের বাস শ্রমিকসহ একত্রিত হয়ে আমার উপর হামলা করে। আমি ৯৯৯ কল দিয়েও প্রশাসনের কোন সহযোগিতা পায়নি।
 
সাইফুল্লাহ নামের আরেক বাস যাত্রী বলেন, আমি নিয়মিত মোটর সাইকেলে চলাফেরা করতাম। এখন অকটেনের দাম বাড়ায় বাসে শহরে যাথাযাত করি। এখন দেখি ২৫ টাকার ভাড়া ৫০ টাকা দিতে হচ্ছে। অনেক সময় মাগরিবের পর ৬০ টাকা থেকে ৭০টাকা পর্যন্ত নিচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের অধিকাংশ যাত্রী এই পথ দিয়ে চলতে হয়। এক কথায় এই সড়কে চলছে ভাড়া নৈরাজ্য। 
 
জানা যায়, করোনাকালীন সময়ে চাতরী চৌমুহনী বাজার থেকে সিট অনুযায়ী যাত্রী নেওয়াতে ১৫ টাকার ভাড়া ২০ টাকা করে নেওয়া হতো। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গাদাগাদি করে যাত্রী নেওয়ার পরও ২০ টাকা থেকে ভাড়া কমানো হয়নি। আবার এখন সরকারি ঘোষণা অনুযায়ী ৬ টাকা বাড়ার কথা থাকলেও তারা ডাবল ভাড়া আদায় করছে। চাতরী চৌমুহনী বাজার থেকে শাহ আমানত সেতু (নতুন ব্রীজ) ভাড়া নিচ্ছে ৩০/৩৫/৪০ টাকা পর্যন্ত। মালঘর বাজার পর্যন্ত নিচ্ছে ৫০ /৫৫/৬০টাকা পর্যন্ত।
 
এদিকে সচেতন মহল প্রশাসনের দিকে অভিযোগ তুলে বলেন,  প্রশাসনের নীরব ভূমিকার কারণে বাস চালকরা- সহকারীরা বেপরোয়া হয়ে ওঠেছে । যাত্রীদের সুবিধা কথা চিন্তা করে বাস চালকদের আইনের আওতায় আনা হোক। না হয় তাদের ভাড়া সন্ত্রাসের কাছে মানুষ অসহায় হয়ে পড়বে। এক সময় মানুষের ক্ষোভ বাস চালক হেলপারদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হবে।
 
এবিষয়ে পিএবি বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী বলেন, বাসে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে আমি জানি না। তবে চাতরী চৌমুহনী বাজার থেকে শাহ আমানত সেতু ( নতুন ব্রীজ) ভাড়া ২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সকল বাসের নতুন নির্ধারিত ভাড়া তালিকা দেওয়া হচ্ছে। যদি বাস চালকরা বাসের নতুন তালিকা টানানো হলেও বাড়তি ভাড়া আদায় করলে তাদেরকে আইনের আওতায় আনা হোক।
 
আনোয়ারা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মোঃ হাফিজুর রহমান জানান, বাসের বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে কেউ যদি আমাদের কাছে অভিযোগ করে। আমরা বাস চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। অভিযোগ না করলে আমাদের তো করার কিছুই নেই। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট চাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারে। তখন বিষয়টা সুরহা হবে।
 
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, সরকারি নির্দেশনার বাইরে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। আর সরকারি নির্দেশনা মোতাবেক সকল বাসে তালিকা ঝুলাতে হবে। সম্প্রতি তালিকা না ঝুলিয়ে বাড়তি ভাড়া আদায় অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ বাস চালককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। এছাড়াও এখন থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
 
উল্লেখ্য, গত (৫ আগস্ট) মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে। লিটার প্রতি পেট্রোলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা।
 
এদিকে(২৯ আগস্ট) রাতে নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে ১৩০ টাকা এবং পেট্রলের দাম ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করেছে সরকার।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)