কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিল সহ আটক ২

কুষ্টিয়া দৌলতপুর আল্লাহ-র দর্গার জয়ভোগা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাঁড়াশি অভিযানে মাদক ( ফেন্সিডিল ) উদ্ধার সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে জানা যায় । গ্রেফতারকৃত আসামিরা হলেন, সজিবুর রহমান (৩৫), পিতা উদ্দিন, মাতাঃ জাহানারা খাতুন,মাঝদিয়াড়এবং রনি (৩০), পিতাঃ ইয়াদ আলী, মাতা রিনা বেগম, গ্রাম কোলদিয়াড় কান্দিপাড়া, উভয় সাং ৪ নং মরিচা ইউনিয়ন, দৌলতপুর, কুষ্টিয়া। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া শাখার দেয়া তথ্য মতে জানা যায় রাতভর দৌলতপুরে অভিযান চলমান ছিলো । গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন , আল্লাহর দর্গা , জয়ভোগা গ্রামস্থ জাহিদ এর মুদি দোকানের সামনে পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপরে ভারতীয় অবৈধ ফেন্সিডিল ( মাদক ) বেচাকেনা হচ্ছে, সেখানে অভিযান করে মাদক- ভারতীয় অবৈধ ফেন্সিডিল মাদকসহ ২ জনকে গ্রেফতার করা হয় । এ অভিযান পরিচালনা করছিলেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস.আই শেখ আবুল কাশেম , এস . আই সানোয়ার হোসেন ও সর্ব সিপাহী গণ ।কুষ্টিয়া দৌলতপুর থানাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়, মামলা নং-৮৪,তারিখ-২৯/০৮/২০২২,ধারাঃমা দক দ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সনের, ৩৬(১) সারনীর ১৪(খ) ও ৪১, আসামী সজিব ও রনি দীর্ঘ দিন ধরে গোপনে মাদকের ব্যবসা করে আসছিলেন । ধৃত আসামী সজিব ও রনি-এদের বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়, সজিব স্থানীয় প্রত্যেকের কাছে একজন নামকরা ব্যবসায়ী নামে পরিচিত, কি ব্যবসা করেন সেটা সজিবের এলাকার কেউ জানতোনা । সজিব ও তার চাচা একরাম মাষ্টারের দেয়া তথ্য মতে, সজিব থাকতো সাতক্ষীরা ভোমরা ( দিনাজপুর ) , যশোর, বেনাপোল, চুয়াডাঙ্গা দর্শনা,
এসব বর্ডার অঞ্চল । সজিবের এলাকার লোকজন বলেন, সজিব এত দ্রুত আলাদ্দীনের চেরাগ পেলো কেমন করে, এ মাদকের মামলা হওয়ার পর স্থানীয় জনমনে নানান গুঞ্জন চলছে, এমন কিছু আলোচনা চলছে একরামুল হক (মাষ্টারের) কাছে সজিবের সব মাদক ও স্বর্ণ চোরাচালনের অর্থ জমা থাকে।
এস,আই সানোয়ার ও এস,আই শেখ আবুল কাশেম এদের সামনে সজিবের চাচা একথাও বলেন, আমার ভাতিজা সজিব সে মাদকের ব্যবসা করুক ও স্বর্ণের ব্যবসা করুক এতে আপাদের কি সমস্যা! এ কথা হয় সজিবের বিষয়ে নানান তথ্যের বিষয়ে কথা প্রসঙ্গে। আসামী সজিবের চাচা কোলদিয়াড় মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একরমুল হকের সাথে মোবাইল ফোনে কথা বল্লে তিনি বলেন, আমার ভাতিজার যত অর্থ সম্পত্তি সে কষ্ট করে তৈরি করেছে, সে যে রাস্তায় করুক তাতে আপনাদের সমস্যা কি! আপনি কিসের সাংবাদিক! আপনার মত সাংবাদিক বহুত দেখেছি, দেখি আপনি আমার ভাতিজার, আমার কি করতে পারেন ও অশ্লীল ভাষায় কথা বলেন। আমি প্রধান শিক্ষক একটি প্রতিষ্ঠানের, আমি ৮০০ ছেলেপেলের মালিক,আরো বলেন
আমার ভাতিজা ও ছেলেপেলে জা খুশি তাই করবে, আমার সজিবকে কোর্টের মাধ্যমে আমি জামিন করবো, যত মামলা হোক জামিন করবো।
এমএসএম / এমএসএম

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত রাজিব ইসলাম

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ

অভয়নগরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিসি'র স্বাক্ষর জালিয়াতি করেও বহালে অভিযুক্ত অধ্যক্ষ

অন্যের সম্পত্তির উপর প্রভাব বিস্তার করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন
Link Copied