ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

পুলিশের গুলি, টিয়ার সেল নিক্ষেপ

নাঙ্গলকোটে আ’লীগ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ৩:৫৬

বিদ্যুত, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুধবার (৩১ আগস্ট) সকালে কুমিল্লার নাঙ্গলকোটে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। অপরদিকে একই সময়ে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ডাকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন।

সমাবেশকে কেন্দ্র করে বুধবার সকালে নাঙ্গলকোট বাজার আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ে। উভয়পক্ষের সংঘর্ঘে ও পুলিশেরে টিয়ারশেল এবং রাবার বুলেটের আঘাতে ৫০ শিক্ষার্থী ও পুলিশসহ উভয়পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন। সংঘর্ষের সময় উপজেলা বিএনপি কার্যালয়, লোটাস চত্বর, পুলিশের পিকআপ, নাঙ্গলকোট এ্যাপোলো হাসপাতাল, কয়েকটি মোটরসাইকেল ও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভার্তি করা হয়েছে।

জনা যায়, নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপি সাভাপতি নজির আহম্মেদ ভূঁইয়া ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সকাল থেকে উপজেলা সদরে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি নেতাকর্মীদের প্রথমে নাঙ্গলকোট পশ্চিম বাজারে পুলিশ বাধা দেয়। এ সময় বাধা অতিক্রম করে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল বাজারে প্রবেশ করে। একই সময় উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহম্মেদ ভূঁইয়ার নেতৃত্বে আরেকটি মিছিল এসে একসাথ হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব থেকে লোটাস চত্বরে অবস্থান নেয়া উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নের নেতৃত্বাধীন নেতাকর্মীদের সাথে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। একই সময় আওয়ামী লীগের সমাবেশ উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রেলস্টেশন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বাজারে এলে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে ছাত্রদল নেতা সাইদ ইকবাল, বাবলু, নজির আহম্মেদ সুমন, ফারুক হোসেন’সহ অর্ধশত নেতাকর্মী ও আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আহত হন। এ সময় পুলিশের ছোড়া টিয়ারশেলের গ্যাসে শ্রেণিকক্ষে থাকা নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৫০ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। 

নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি নজির আহম্মেদ ভূঁইয়া বলেন, আমাদের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে সরকারদলীয় নেতাকর্মী ও পুলিশ হামলা চালায়। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫০ নেতাকর্মী আহত এবং ৫ নেতাকে অন্যায়ভাবে পুলিশ আটক করে নিয়ে যায়।

উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া বলেন, নাঙ্গলকোটবাসীকে আমরা বড় ধরনের একটি অঘটনের হাত থেকে রক্ষা করতে বাজারে অবস্থান নেই। গফুর ভূঁইয়া সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আমাদের ৩-৪ জন নেতাকর্মীকে আহত করে।

সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া বলেন, আমাদের মিছিলের শেষপর্যায়ে আ’লীগ অতর্কিত হামলা চালালে আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের মোবাইল ফোনে বারবার ফোন দিয়ে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এমএসএম / জামান

মাদারীপুরে ডাসারে গরু চুরির সময় ছুরিকাঘাতে যুবক আহত

রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাছে পেরেক মেরে বিজ্ঞাপন ঝুলানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার দাবিতে মেহেরপুরে এনসিপির গণমিছিল

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের পেট্রলবোমা নিক্ষেপ

শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে বারহাট্টার গাছিদের

মনপুরায় বেড়িবাঁধ নির্মাণে লবণ পানি ব্যবহার: বাড়ছে ভাঙনের আশঙ্কা

বড়লেখায় কলেজছাত্রী অপহরণ; আড়াই মাসেও উদ্ধার হয়নি হাবিবা

ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে ব্যবসায়ীদের কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

ঠাকুরগাঁওয়ের বেউরঝারি সীমান্তে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করে বিজিবি

পদোন্নতি বঞ্চনার অভিযোগে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষকরা

সিংড়ায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরার মাটি জামায়াতের নয় ধানের শীষের ঘাঁটি