সম্পর্কের নাম বন্ধু
বন্ধুত্ব মানে-
গোটা পৃথিবীটা তোমার
হতে পারে বন্ধুত্বের দাবিদার
বন্ধু আমার, বন্ধু তোমার,
বন্ধু তুমি হয়ে যেতে পারো সবার
সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক - এ বন্ধু দের গ্রুপ ( SSC 2014 & HSC 2016 BANGLADESH ) এর কল্যাণে বিপদের মূহুর্তে এক বন্ধুর পাশে দাঁড়াচ্ছে আরেক বন্ধু এবং বন্ধুত্ব সম্পর্কে নিয়ে যাচ্ছে দৃষ্টান্তমূলক স্থানে। ( SSC 2014 & HSC 2016 BANGLADESH ) গ্রুপ পরিচালনা পর্ষদের একজন সদস্য থেকে জানা যায়.....
আমরা সবাই অগ্রগামী চিন্তা ধারার, সৃজনশীল চিন্তা চেতনা, সাম্য ও ভালোবাসার মনোভাব নিয়ে সবাইকে নিয়েই গ্রুপটা করেছি, এটা সবার গ্রুপ পুরো বাংলাদেশ এর ১৪-১৬ ব্যাচের ভালোবাসার একমাত্র গ্রুপ হয়ে প্রতিনিধিত্ব করে এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই আগের অবস্থান কে ছাড়িয়ে হয়ে উঠবে সবচেয়ে বড় ব্যাচের গ্রুপ।এর জন্য সকলের সহযোগিতা, ভালোবাসা ও মানবিক কাজে পাশে দাড়ানোর মনোভাব টাই সবচেয়ে বড় হাতিয়ার হোক আমাদের, আজ ফরিদপুর জেলাতে বসবাসকারী আমাদের এক বন্ধু আল-আমিন তার বাবা কৃষি কাজ করেন। ৩ ভাই বোনের মধ্যে আল-আমিন বড়।
বন্ধু আল-আমিন কিডনি রোগে আক্রান্ত তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। এতোদিন তার চিকিৎসা ভালো ভাবেই চলছিলো এখন ডাক্তার তার পরিবার কে জানায়, জরুরী ভিত্তিতে তার কিডনি ট্র্যান্সপ্ল্যান্ট করতে হবে।আমরা হয়তো অনেকেই জানি বা শুনেছি কিডনি রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল ১০-১২ লাখ টাকা লাগবে যেটা আল-আমিনের পরিবার থেকে জোগাড় করা অনেক কষ্টকর। তাই আমরা আমাদের গ্রুপের বন্ধু রা মিলে আমাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার চেষ্টা করেছি।
আমরা এর আগেও অনেক বন্ধু বান্ধবীদেরকে সাহায্য করে দেখিয়েছি ও বন্ধুত্বের মহানুভবতা দেখেয়েছি যা এখন খুবই বিরল তবুও আমরা সবসময় আমাদের সবাইকে নিয়ে আশাবাদী।
উদারতা ও মহানুভবতা দেখিয়ে যদি কেউ বন্ধুর পাশে এসে দাঁড়ায় সেক্ষেত্রে তার জীবন মহান আল্লাহর কৃপায় ভালোও হতে পারে।
বিগত দিনগুলোর মতো আশা করি বন্ধুরা বন্ধুর বিপদে পাশে দাঁড়িয়ে উদাহরণ সৃষ্টি করবে।
এমএসএম / এমএসএম