তাড়াশে দোকান থেকে সাড়ে ৭ লাখ টাকার মালামাল চুরি
সিরাজগঞ্জের তাড়াশে এক দোকান থেকে ৭ োখ ৫০ হাজার টাকার মালামালা চুরি হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে কে বা কারা দোকানের মালামাল চুুরি করে নিয়ে গেছে মর্মে থানায় অভিযোগ করেছেন দোকানের মালিক আব্দুল রব।
জানা গেছে, উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী বাজারে কীটনাশক দোকানের মালিক যথারীতি রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টার দিতে বাজারের লোকজন তাকে ফোনে বলেন তোমার দোকান চুরি হয়েছে। পরে দোকানে এসে দু-একজনকে সাথে নিয়ে দেখেন তার দোকনের দামি কীটনাশকসহ বিভিন্ন মালামাল চুরি করে কে বা কারা নিয়ে গেছে। উল্লেখযোগ্য মালামালের মধ্যে ছিল- এমিস্টার ৭ কার্টন, ফিলিয়া ৪ কার্টন, ভিত্তাকো ৭ কার্টন, কারিনা ৫০০ মিলি ৫ কার্টন, সিমলা ৫০০ মিলি ৪ কার্টন ও অন্যান্য মালামাল।
এ বিষয়ে দোকানের মালিক আব্দুল রব বলেন, আমি শুক্রবার রাতে যথারীতি রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। শনিবার সকাল ৮টার দিতে বাজারের লোকজন আমাকে ফোনে বলেন আমার দোকান চুরি হয়েছে। দোকান এসে চুরির সত্যতা পাই। তাই এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান