চলতি মাসেই চট্টগ্রাম যুব মহিলা লীগের সম্মেলন
বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সম্মেলন চলতি মাসের মধ্যে হবে বলে কেন্দ্রীয় সূত্রে জানায়।
সম্মেলনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে অনেক নতুন পুরাতন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। ২০১৮ সালে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের কমিটি গঠন করা হলেও দীর্ঘ ৪ বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। আগের কমিটি ভেঙ্গে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তৃণমূলের দাবি যুব মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন মাঠে ময়দানে স্বক্রিয়ভাবে যারা কাজ করেছে এবং তৃণমূল পর্যায়ের নারীদের সংগটিত করেছে পাশাপাশি সামাজিক এবং মানবিক কর্মকান্ডে যারা সংযুক্ত রয়েছে তাদেরকে কমিটিতে পদে দেয়ার দাবি জানান। কোন ধরণের নিস্ক্রিয়রা যাতে কেন্দ্রের সাথে সখ্যতা থাকার কারণে পদ ভাগিয়ে না নেন। বির্তকিত কোন মহিলা যাতে যুব মহিলা লীগের পদে না আসে বিষয়টির প্রতি নজর রাখার জন্য দাবিও জানান। সভাপতি পদে আলোচনায় রয়েছে যুব মহিলা লীগের বর্তমান কমিটির আহ্বায়ক অধ্যাপিকা সাইরা বানু রৌশনী, যুগ্ম আহ্বায়ক নাজমা আকতার মিতা ও আহ্বায়ক কমিটির সদস্য সোনিয়া আজাদসহ কয়েকজনের নাম আলোচনায় উঠে আসছে। সাধারণ সম্পাদক পদে রয়েছে মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক জুলেখা বেগম ও চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য জিন্নাত সুলতানা ঝুমাসহ আরও কয়েকজন। সম্প্রতি যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের কমিটির সাথে বসে সম্মেলনের প্রস্তুতি বৈঠক করেছে। সম্মেলনের প্রস্তুতি নিতে বিভিন্ন থানা ওয়ার্ড এবং মহানগর কমিটির কাউন্সিলরদের তালিকা তৈরী করতে নির্দেশ দিয়েছে। চলতি মাসের মধ্যে যে কোন সময় অথবা শেষের সাপ্তাহের দিকে সম্মেলনের প্রাথমিক প্রস্তুতি নিয়েছে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি। একটি গ্রুপ যুব মহিলা লীগের চট্টগ্রাম মহানগর কমিটি সম্মেলনের মাধ্যমে হওয়ার কথা থাকলেও গোপনে কমিটি নিয়ে আসার অপচেষ্টায় তৎপর বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক পদের প্রার্থী জিন্নাত সুলাতানা ঝুমা বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা যারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি হাতেগোনা কয়েকজন মাত্র কমিটি হওয়ার সময় আসলে বিভিন্ন জনের নাম কানে আসে কোন মৌসুমী মহিলাকে যাতে কমিটির পদ দেয়া না হয়। মাঠে ময়দানে যারা রয়েছে তাদেরকে কমিটির সভাপতি সাধারণ সম্পাদক পদ দেয়া হউক, আমি দীর্ঘদিন ধরে যুব মহিলা লীগের জন্য কাজ করে যাচ্ছি কমিটি হওয়ার পর থেকে প্রতিটি কর্মসূচিতে অংশ গ্রহণ ছিল আমার।
যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সোনিয়া আজাদ বলেন, আমি যুব মহিলা লীগের জন্য যতটুকু কাজ করেছি আমার মনে হয় না আমার চেয়ে কেউ বেশী করেছে। করোনা মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শতশত ভাসমান গরীব অসহায় মানুষকে যুব মহিলা লীগের পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ স্বাস্থ্য সামগ্রী, ঈদ বস্ত্র শীত বস্ত্র বিতরণ করছি। কমিটি গঠনের সময় হওয়াতে একটি চক্র আমার সাথে রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মকান্ডে প্রতিযোগিতায় না পেরে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত। মাঠ পর্যায় থেকে মূল্যায়ন করে কমিটি দেয়া হলে আমাকে বাদ দিয়ে সভাপতি বা সাধারণ সম্পাদক দেয়ার মত কেউ আছে বলে মনে করি না। দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করে যাচ্ছি সেহেতু সংগঠনের পদ দাবি করতে পারি। আমার চেয়ে মাঠে কেউ বেশী রাজনীতি করেনি অনেকে কমিটি হওয়ার পর থেকে একদিনের জন্য কর্মসূচিতে আসেনি এরকম অনেকে রয়েছে বলে দাবি করেন।
এ বিষয়ে যুব মহিলা লীগের কমিটির যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদের প্রার্থী নাজমা আকতার মিতা বলেন, যুব মহিলা লীগের জন্য আমি বিভিন্ন কর্মসূচিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে যুব মহিলা লীগের নেতা কর্মীদের এনে সাংগঠনিক কর্মকান্ড পালন করেছি। সংগঠনের কর্মীদের আপদ বিপদে পাশে ছিলাম, কমিটিতে অনেকে আছে কাজে কর্মে বিগত দিনে কয়জন ছিল সেটা হলো মূল বিষয়, আমার সারা বছর রাজনীতির মাঠে আছি ছিলাম। কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হলে বিগত দিনের অভিজ্ঞতা থেকে যুব মহিলা লীগকে নগরীর একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাড় করাতে পারব। যুব মহিলা লীগের অধিকাংশ কার্যক্রম আমার নেতৃত্বে পরিচালিত হয়েছে। কেন্দ্রীয় কমিটি বিয়ষটি কমিটি দেয়ার মাথায় রাখবেন আমার বিশ্বাস। এ বিষয়ে যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক জুলেখা বেগম পাপ্পী বলেন, কেন্দ্রের নির্দেশে আমরা যুব মহিলা লীগের সব যুগ্ম আহ্বায়কেরা এক হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছি কিন্তুু আহ্বায়ক আমাদের ঐক্যবদ্ধ কর্মসূচিতে দাওয়াত দেয়া হলেও উনি আসেনি। আমি আওয়ামী পরিবারের সন্তান, আমার বাবা একজন বীরমুক্তিযোদ্ধা চট্টগ্রামের সব আওয়ামী লীগ নেতারা আমার বাবাকে চিনে, যেহেতু যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছি সেহেতু সম্মেলনের মাধ্যমে কমিটি হলে সভাপতি বা সাধারণ সম্পাদক পদ চাওয়াটা যুক্তিক। আমাকে কেন্দ্র থেকে দায়িত্ব দেয়া হলে দীর্ঘ দিনের গ্রুপিং নিরসন করে ঐক্যবদ্ধ সংগঠনকে এগিয়ে নিতে পারব। এ বিষয়ে চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা সাইরা বানু রৌশনীর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমা আতকার জানান, চট্টগ্রাম অঞ্চলের প্রতিটি কমিটি ভেঙ্গে নতুন কমিটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চট্টগ্রাম মহানগরেও অল্প কয়েক দিনের মধ্যে নতুন কমিটি দেয়া হবে। ইতোমধ্যে সিনিয়র নেতাদের আলাপ আলোচনা হয়েছে। বির্তকিত কোন মহিলা যাতে যুব মহিলা লীগের কোন কমিটিতে কোন অবস্থাতে ঢুকতে না পারে বিয়ষটি আমরা খেয়াল রাখব।
উল্লেখ্য গত ২০১৮ সালের ২৭ জুলাই নগর অধ্যাপিকা সাইরা বানু রৌশনীকে আহবায়ক, নাজমা আক্তার মিতা, জাহানারা ছাবের, মোস্তারী মোর্শেদ স্মৃতি, জুলেখা বেগম পাপ্পীকে যুগ্ম আহ্বায়ক করে ২৭ সদস্য কমিটিতে মমতাজ বেগম রোজি, শামীম আরা লিপি, রিতা শেখ, সেলিনা আক্তার আসমানী ঝুমুর, হাফিজা বেগম বেবি, সোনিয়া আজাদ, জিন্নাত সুলতানা ঝুমা, সায়কা দোস্ত, জিন্নাত আরা খানম তারা, ফরিদা ইয়াসমীন, রুবা এহসান, ইসমত আরা চৌধুরী, মিলি আক্তার, মোরশেদা পারভীন মিষ্টি, নায়না আফরীন পুষ্প, নাসরিন আক্তার মোহনা, আঞ্জুমান আরাকে পরে কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়। এরমধ্যে একজন যুগ্ম আহ্বায়কের বির্তকিত কর্মকান্ডে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের পুরো কমিটি বিব্রত অবস্থায় পড়ে পরে উক্ত যুগ্ম আহ্বায়ক রাজনীতির মাঠ থেকে হাওয়া হয়ে যায়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ