নাঙ্গলকোটে দেড় শতক জায়গার জন্য বাবাকে খুন, আটক ২
জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে বাবা কাসেম মোল্লাকে (৭৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মেয়ে জেসমিন বেগম। এ ঘটনায় নিহতের ছেলে শাহিন (৩৫) বাদী হয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে বাবা কাসেম মোল্লাকে খুনের অভিযোগে বোন জেসমিন বেগম (২৮) ও তার স্বামী পেয়ার আহমেদের (৩৪) বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জেসমিন বেগম ও তার স্বামী পেয়ার আহমেদকে আটক করে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।
ঘটনাটি ঘটেছে গতকা বুধবার মাগরিবের নামাজের আগে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলি মাধ্যম পাড়া গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
জানা যায়, তুলাতুলি গ্রামের কাসেম মোল্লা একটি বিল্ডিং ঘর নির্মাণ করার জন্য বুধবার তার আরেক মেয়ে ফরিদার (৪৬) বেগমের কাছে দেড় শতক জায়গা দেড় লাখ টাকায় বিক্রি করেন। এ নিয়ে জেসমিনের সাথে বাবার বিরোধ চলে। জেসমিন তার স্বামী পেয়ার আহমেদকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছে।
নিহতের মেয়ে ফরিদা বেগম বলেন, বুধবার বিকেলে চট্টগ্রাম যাওয়ার জন্য প্রস্তুতি নেন তিনি। এ সময় তার মা ফিরোজা বেগম তুলাতুলি বাজার পর্যন্ত ফরিদার সঙ্গে ছিলেন। তখন বাবা কাসেম মোল্লা ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। সন্ধ্যায় খবর শুনতে পান বাড়িতে সমস্যা হয়েছে। তাই পুনরায় হাসানপুর রেলস্টেশন থেকে বাড়ি আসি দেখতে পান বাবার নিথর দেহ।
স্থানীয় মেম্বার জিয়াউল হক বলেন, সন্ধ্যার আগে কাসেম মোল্লার সাথে দেখা হয়। কিছুক্ষণ পর বিভিন্ন মাধ্যমে প্রথমে শুনেছি কাসেম মোল্লা ও তার স্ত্রী ফিরোজাকে জবাই করে খুন করা হয়েছে। পরে ঘটনাস্থলে আসার পর শুনি তার মেয়ে জেসমিন বেগম কাসেম মোল্লাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এমন ন্যক্কারজনক ঘটনা যেন আর না ঘটে। তদন্ত করে প্রকৃত অপরাধীর শাস্তির দাবি জানান তিনি।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক ইয়ামিন সুমন বলেন, কাসেম মোল্লাকে হত্যার অভিযোগে তার মেয়ে জেসমিন ও তার স্বামী পেয়ার আহমেদকে আটক করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এমএসএম / জামান
মাদারীপুরে ডাসারে গরু চুরির সময় ছুরিকাঘাতে যুবক আহত
রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাছে পেরেক মেরে বিজ্ঞাপন ঝুলানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার দাবিতে মেহেরপুরে এনসিপির গণমিছিল
ধামরাইয়ে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের পেট্রলবোমা নিক্ষেপ
শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে বারহাট্টার গাছিদের
মনপুরায় বেড়িবাঁধ নির্মাণে লবণ পানি ব্যবহার: বাড়ছে ভাঙনের আশঙ্কা
বড়লেখায় কলেজছাত্রী অপহরণ; আড়াই মাসেও উদ্ধার হয়নি হাবিবা
ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে ব্যবসায়ীদের কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই
ঠাকুরগাঁওয়ের বেউরঝারি সীমান্তে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করে বিজিবি
পদোন্নতি বঞ্চনার অভিযোগে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষকরা
সিংড়ায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত