ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

শাহজাদপুরে আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে বিদেশি মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ২:১৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের শক্তিপুর এলাকার পিপিডি গেস্ট হাউজের ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে আহত মেডিকেল কলেজের বিদেশি (ভারতের) ছাত্রী খুশবু মঞ্জুর (২২) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩য় বর্ষের ছাত্রী ও ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ বুনপোড়া অপজান কাটুবিজবেহারা এলাকার মঞ্জুর আহম্মদ তাররাইয়ের মেয়ে। 

এ বিষয়ে শাহজাদপুরের পিপিডি গেস্ট হাউজের ট্রেনিং ম্যানেজার নজরুল ইসলাম জানান, গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৪৩ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক দুই দিনের জন্য রেসিডিয়ানশিয়াল ফিল্ড সাইড ট্রেনিং এর উদ্দেশ্যে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে আসেন। এর মধ্যে কাশ্মীরের খুশবুসহ ১২ জন মেয়ে ও ১৪ জন ছেলে শিক্ষার্থী কাশ্মীরি নাগরিক। বাকি ১৭ জন শিক্ষর্থী বাংলাদেশি নাগরিক। তারা সবাই সকালের নাস্তা সেরে তাদের লাগেজগুলো যে যার রুমে রেখে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রফেসর ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাসের (বাংলাদেশ) নেতৃত্বে (রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং) শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর-শরিষাকোল এলাকায় ফিল্ড ওয়ার্কে যায়। ফিরে আসেন দুপুর ২টার দিকে।

তিনি আরো জানান, দুপুর আড়াইটার মধ্যে সবাই দুপুরের খাবার খেয়ে রুমে ফিরে যান। খুশবু তার ৩ জন সহপাঠির সাথে ৪ তলার ৩০৫ নং রুমে যায়। এরপর পাশের রুমে যাওয়ার কথা বলে তিনি সবার অজান্তে ৪ তলার ছাদে চলে যান। কি কারণে তিনি ছাদে যান তা তিনি জানাতে পারেননি। এ সময় শিক্ষক ও নের্তৃত্বদানকারী কয়েকজন ছাত্র দুপুরের খাবার খাচ্ছিল। ছাদ থেকে মাটিতে শিক্ষার্থীর পড়ে যাওয়ার চিৎকারে তারা দ্রুত ছুটে এসে খুশবুকে উদ্ধার করে প্রথমে পাশের পিপিডি ট্রাস্ট হাসপাতাল ও পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, ওই ছাত্রী হোটেলের ছাদ থেকে পড়ে গেলে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে ওই শিক্ষার্থী একাই পড়ে গেছেনে নাকি তা কেউ বলতে পারেননি।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, নিহত খুশবু মঞ্জুর যেহেতু বিদেশি নাগরিক এবং তার মৃত্যুটি একটি অপমৃত্যু তাই আমরা বুধবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। ময়নাতদন্ত শেষে নিহতের ভাইয়ের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

এমএসএম / জামান

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প

অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা

শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ

পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান

কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন

কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার

মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

সলঙ্গায় মাছবাহী ট্রাকে পানি ভরাট"নষ্ট হচ্ছে মহাসড়ক-ঘটছে অসংখ্য দুর্ঘটনা