ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

শাহজাদপুরে আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে বিদেশি মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ২:১৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের শক্তিপুর এলাকার পিপিডি গেস্ট হাউজের ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে আহত মেডিকেল কলেজের বিদেশি (ভারতের) ছাত্রী খুশবু মঞ্জুর (২২) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩য় বর্ষের ছাত্রী ও ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ বুনপোড়া অপজান কাটুবিজবেহারা এলাকার মঞ্জুর আহম্মদ তাররাইয়ের মেয়ে। 

এ বিষয়ে শাহজাদপুরের পিপিডি গেস্ট হাউজের ট্রেনিং ম্যানেজার নজরুল ইসলাম জানান, গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৪৩ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক দুই দিনের জন্য রেসিডিয়ানশিয়াল ফিল্ড সাইড ট্রেনিং এর উদ্দেশ্যে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে আসেন। এর মধ্যে কাশ্মীরের খুশবুসহ ১২ জন মেয়ে ও ১৪ জন ছেলে শিক্ষার্থী কাশ্মীরি নাগরিক। বাকি ১৭ জন শিক্ষর্থী বাংলাদেশি নাগরিক। তারা সবাই সকালের নাস্তা সেরে তাদের লাগেজগুলো যে যার রুমে রেখে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রফেসর ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাসের (বাংলাদেশ) নেতৃত্বে (রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং) শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর-শরিষাকোল এলাকায় ফিল্ড ওয়ার্কে যায়। ফিরে আসেন দুপুর ২টার দিকে।

তিনি আরো জানান, দুপুর আড়াইটার মধ্যে সবাই দুপুরের খাবার খেয়ে রুমে ফিরে যান। খুশবু তার ৩ জন সহপাঠির সাথে ৪ তলার ৩০৫ নং রুমে যায়। এরপর পাশের রুমে যাওয়ার কথা বলে তিনি সবার অজান্তে ৪ তলার ছাদে চলে যান। কি কারণে তিনি ছাদে যান তা তিনি জানাতে পারেননি। এ সময় শিক্ষক ও নের্তৃত্বদানকারী কয়েকজন ছাত্র দুপুরের খাবার খাচ্ছিল। ছাদ থেকে মাটিতে শিক্ষার্থীর পড়ে যাওয়ার চিৎকারে তারা দ্রুত ছুটে এসে খুশবুকে উদ্ধার করে প্রথমে পাশের পিপিডি ট্রাস্ট হাসপাতাল ও পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, ওই ছাত্রী হোটেলের ছাদ থেকে পড়ে গেলে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে ওই শিক্ষার্থী একাই পড়ে গেছেনে নাকি তা কেউ বলতে পারেননি।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, নিহত খুশবু মঞ্জুর যেহেতু বিদেশি নাগরিক এবং তার মৃত্যুটি একটি অপমৃত্যু তাই আমরা বুধবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। ময়নাতদন্ত শেষে নিহতের ভাইয়ের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

এমএসএম / জামান

দিনমজুর হত্যা মামলার আসামি নজির আহমদ কাতারে পালিয়ে যেতে চাচ্ছে

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দুই মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪