নাশকতা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতার নাম

২০১৩ সালের বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও নাশকতা মামলার মুল এজাহার নামীয় আসামী মোঃ রুহুল আমিন বর্তমানে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৬নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ রুহুল আমিন পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউপির কামার গ্রামের মোঃ রহিম উদ্দীনের ছেলে।
এদিকে নাশকতা মামলার আসামী কি করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় একাধিক নেতাকর্মী।
২০১৩ সালে জামায়াত- বিএনপির জালাও পোড়াও তান্ডব চালাকালীন সময়ে তৎকালীন পাঁচবিবি থানায় কর্মরত এস আই জিল্লুর রহমান ও এস আই আমিনুর বাদি হয়ে ১৪৮ জনসহ অজ্ঞাত আরো ৭/৮ হাজার জনকে আসামী করে মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ হাবিব। যার মামলা নং ০৩/০৩-০৩-২০১ইং। সেই মামলার মুল এজাহারে ৪১ নম্বর আসামী তালিকায় আছেন মোঃ রুহুল আমিন।
মোহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন নাশকতা মামলার বিষয়টি স্বীকার করে বলেন, আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জরিত। ছাত্র জীবন থেকেই আমি রাজনীতি করে আসছি। ২০১৩ সালে বিএনপি জামায়াতের নাশকতার সময় শত্রুতার করে কে বা কাহারা আমার নাম এই মামলায় দিয়েছে। বিষয়টি উপজেলার নেতাকর্মীরাও জানে। বিষয়টি তারা দেখছেন।
মোহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নওয়াব আলী বলেন, নাশকতা মামলার বিষয়টি শুনেছি। সে সময়ে শত্রুতা মূলক তার নামে নাশকতা মামলা দেওয়া হয়েছে। বর্তমানে সে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তবে বিষয়টি নিয়ে উপজেলার নেতৃবৃন্দের সঙ্গে কথাও হয়েছে।
পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিউল ইসলাম বলেন, রুহুল আমিন নাশকতা মামলার আগে থেকে ওই ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে।
পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন মন্ডল বলেন, রাজনীতিতে নিজের বলয় তৈরী করতে গিয়ে কে আওয়ামীলীগ করে আর কে করেনা নেতারা সেই বিষয়টি আর মাথায় রাখেনা। তাছাড়া অঙ্গ সহযোগী সংগঠনের কমিটিগুলো মুল দলের সাথে আলোচনা না করেই অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি তৈরী করেন নেতারা। একারনেই নাশকতা মামলার আসামী এখন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। এঁরা দলের জন্য ক্ষতিকর। বিষয়টি জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটিকে অবগত করছি।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন
Link Copied