কক্সবাজার জেলা আ'লীগ নেত্রী কাবেরীর পুলিশকে দেখে নেয়ার হুমকি
কক্সবাজার জেলা আ'লীগের নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জেলা পুলিশের এক কর্মকর্তাকে দায়িত্ব পালনে বাধা ও দেখে নেয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে খতিয়ানভুক্ত জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা হচ্ছে এবং বাধা দেয়ায় গুলি করে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে- এমন অভিযোগ এনে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন নুরুল আবছার নামে এক ভুক্তভোগী। ফোন পেয়ে তাৎক্ষণিক জেলা পুলিশের উপ-পরিদর্শক মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল ওই স্থানে যায়। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও কাজ চালানোর কারণ জানতে চাইলে কক্সবাজার জেলা আ'লীগ নেত্রী কাবেরী ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী বাহিনীসহ তার ওপর চড়াও হন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মোশারফ হোসেন আরো জানান, একপর্যায়ে আ'লীগ নেত্রী কাবেরী পুলিশকে গুণ্ডা বাহিনী আখ্যায়িত করে বলে ওঠেন, ওসি প্রদীপের কী পরিণতি হয়েছে দেখেননি? কক্সবাজার জেলার ১ হাজার ৬০০ পুলিশের কী অবস্থা করেছি দেখেননি? গুণ্ডামি করতে আসছেন এখানে? আপনার অবস্থাও তাদের মতো হবে বলে দেখে নেয়ার হুমকি দেন কাবেরী।
পুলিশের এই উপ-পরিদর্শক আরো জানান, আমরা কাবেরী আপাকে ঠাণ্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেছি। বলেছি ৯৯৯-এ যে কেউ ফোন করলে আমাদের যেতে হয়। ফোন পেয়ে এখানেও দায়িত্ব পালন করতে এসেছি মাত্র। এখানে কী হচ্ছে স্যারকে রিপোর্ট পাঠাতে হবে। এত করে বোঝানোর পরও কাবেরী পুলিশ বাহিনীকে গালিগালাজ করে তার দাম্ভিকতা প্রকাশ করেন বলে জানান পুলিশের এই উপ-পরিদর্শক।
এ ঘটনায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সারওয়ার কাবেরী ও কয়েকজনকে বিবাদী করে চকরিয়া উপজেলার ভেওলা ইউনিয়নের মাইজপাড়ার বাসিন্দা ভুক্তভোগী নুরুল আবছার বাদী হয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
নুরুল আবছারের দাবি, আদালতের ১৪৪ ধারা জারি থাকার পরও তার মায়ের খতিয়ানভুক্ত জায়গা জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণ করছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাবেরী ও তার সহযোগীরা।
নুরুল আবছার ও তার ভাই জামাল মার্কেট নির্মাণে বাধা দিতে গেলে আ'লীগ নেত্রী কাবেরী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে দাবি করেছেন নুরুল আবছার।
জানতে চাইলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী জানান, রাত ৯টায় পুলিশ আমার জমিতে এসে অনুমতি না নিয়ে ভেতরে ঢুকে যায়। পুলিশের ওই কর্মকর্তা আমাদের প্রতিপক্ষ লোকজনের সাথে কথা বলছিলেন এবং যথাযথ কাগজপত্র ছাড়া এসেছিলেন। তাই এসব হয়রানির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করব বলেছি। পুলিশ অনেক অন্যায় কাজ করে, বেশকিছুর সাক্ষী আমি। বলতে গেলে অনেক কিছু বলা যাবে।
এসব বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সবাই দায়িত্ব সচেতন। লোভের কারণে ইনারা যদি আদালতের আদেশ অমান্য করেন, সেটা চরম দুঃখজনক। উভয়পক্ষকে আদালতের আদেশ মানতে অনুরোধ করা হয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।
এমএসএম / জামান
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied