মহেশখালীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিলেন চেয়ারম্যান কামরুল
কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ'লীগের সম্মেলনকে কেন্দ্র করে নিজের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তার এমন বক্তব্যে নিন্দা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গত শনিবার (১২ সেপ্টেম্বর) ওয়ার্ড আ'লীগের সম্মেলনকে কেন্দ্র করে ঘরোয়া বৈঠকে এ কটূক্তি করেন ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান। ধলঘাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ'লীগের সম্মেলনকে কেন্দ্র করে নিজের আধিপত্য টিকিয়ে রাখতে ঘরোয়া বৈঠকে ইউনিয়ন আ'লীগ নেতাদের উদ্দেশ্যে করে কামরুল হাসান বলেন, কোনো কারণে আগের কমিটি যদি থেকে যায় তাহলে আমরা তাদের বিরোধী হয়ে যাব। এজন্য যত বড় আ'লীগের নেতা হোক না কেন, সম্মেলনে যদি আপনারা শক্ত অবস্থান নিয়ে দাঁড়াতে পারেন তাহলে নেতারা আপনাদের স্যালুট দেবে। তারা যদি মাইক বের করে মাইক ভেঙে দেবেন। খোদ শেখ হাসিনা বললেও তারা যেন মিছিল-মিটিং করতে না পারে।
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, ওয়ার্ডের সম্মেলনে নিজেদের লোককে নেতৃত্বে আনতে মরিয়াহয়ে উঠেছে কামরুল হাসান। সম্মেলন ছাড়া তার পছন্দের লোকদের কমিটিতে আনতে অনুরোধ করেন ইউনিয়ন আ'লীগের নেতাদের। কিন্তু তারা সম্মেলন ছাড়া কমিটি হবে না বলে জানিয়ে দেন। তাই ক্ষিপ্ত হয়ে সম্মেলনে ঝামেলা সৃষ্টি ও নিজের আধিপত্য টিকিয়ে রাখার জন্য নিজের নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক করেন কামরুল।
ওই বৈঠকে তিনি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন। তার এই বক্তব্যে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সদস্য কামরুল হাসান জানান, আমার বক্তব্যের কিছু অংশ কেটে জোড়াতালি দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে একটি মহল। আমি মূল বক্তব্যে বলেছি, দলের মধ্যে যারা যারা খন্দকার মোস্তাকের অনুসারী তাদের প্রতিহত করতে হবে। তাদের প্রতিহত করতে গিয়ে যদি খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিষেধ করেন আমরা শুনব না। তাদের প্রতিহত করব।
জানতে চাইলে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা হয়েছে এমন কোনো বক্তব্য আমি শুনিনি বা দেখিনি। খোঁজখবর নিয়ে দেখতে হবে। যদি সত্যতা পাই তাহলে ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied