দক্ষিণ জেলা জাতীয় পার্টিতে ফের গ্রুপিং
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি শামশুল আলম মাস্টারের মৃত্যুতে তৃণমূল নেতা কর্মীরা সাংগঠনিকভাবে কোন্দল ও গ্রুপিংমুক্ত আশা করলেও ফের গ্রুপিং শুরু হয়েছে। দক্ষিণ জেলা জাতীয় পার্টির কমিটি এখন তিন গ্রুপে বিভক্ত হয়ে পড়ছে। এরমধ্যে দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুচ্ছফা সরকারের নেতৃত্বে বড় একটি গ্রুপ থাকলেও জেলা জাপা’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কর্ণফূলী উপজেলার সভাপতি আব্দুস ছত্তার রনি এবং জেলার সহ-সভাপতি ও পটিয়া পৌরসভার সভাপতি নুরুল ইসলাম কমিশনারের নেতৃত্বে আরও দুটি উপগ্রুপ সৃষ্টি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নুরুচ্ছাফা সরকারকে আহবায়ক, আব্দুর রব চৌধুরী টিপুকে সদস্যসচিব করে ১১২ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলার আহবায়ক কমিটি ২০১৯ সালে তৎকালিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও মহাসচিব মো. মশিউর রহমান রাঙ্গা এই কমিটি অনুমোদন দেন। কমিটিতে যুগ্ম আহবায়ক ছিলেন জসিমুল আনোয়ার খান, আলহাজ্ব এম বোরহান উদ্দিন ফারুকী, কাজী মুজিবুর রহমান, মো. হান্নান চৌধুরী, মো. ছালেম, মাহমুদুল হক বেঙ্গল, প্রয়াত আমিনুর রশিদ চৌধুরী চেয়ারম্যান, মো. সোনা মিয়া, হারুনুর রশিদ ও মো. ইউসুফকে যুগ্ম আহ্বায়ক করা হয়। শামশুল আলম মাস্টারের মৃত্যুর পর দক্ষিণ জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে তিনটি কমিটি কেন্দ্রে জমা দেয়া হয়েছে এরমধ্যে জেলা জাপার সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব নুরুচ্ছফা সরকার সভাপতি, সাবেক যুগ্ম আহ্বায়ক কর্ণফুলী উপজেলা জাপার সভাপতি বোরহান উদ্দীন ফারুকীকে সাধারণ সম্পাদক। জাপার সাবেক সিনিয়র সহ সভাপতি ও কর্ণফুলী জাপার সভাপতি আব্দুস ছত্তার রনি সভাপতি ও বোয়ালখালী উপজেলা জাপার সভাপতি দিদারুল আলম ফজুকে সাধারণ সম্পাদক, জেলা জাপার সাবেক সহসভাপতি নুরুল ইসলাম কমিশনার সভাপতি ও জাপার সাবেক সহ সভাপতি এবং পটিয়া উপজেলার সাবেক সভাপতি জসিমুল আনোয়ার খানকে সাধারণ সম্পাদক করে আরও একটি কমিটি জমা দেন।
জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি সেলিম চৌধুরী জানান, দক্ষিণ জেলায় সভাপতি সাধারণ সম্পাদক এমন ব্যক্তিকে করা হউক যে দলের জন্য টাকা পয়সা খরচ করতে পারবে এবং নেতা কর্মীদের আপদে বিপদে খোঁজ খবর নিতে পারবে এরকম ব্যক্তিকে দায়িত্ব দিলে নেতা কর্মীরা চাঙ্গা হবে এবং মাঠ পর্যায়ে সংগঠন শক্তিশালী হবে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে দক্ষিণ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুস ছত্তার রনি জানান, কেন্দ্রের মধ্যে দুটি কমিটি জমা দেয়া হয়েছে একটি কমিটিতে আমাকে সভাপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে অপর কমিটিতে নুরুচ্ছফা সরকারকে সভাপতি হিসেবে প্রস্তাব পাঠানো হয়েছে এর বাইরে কেউ কমিটি দিয়েছে কিনা জানা নেই।
এ বিষয়ে দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা জাপার সাবেক সভাপতি জসিমুল আনোয়ার খান বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দেয় আমি অবশ্যই দায়িত্ব নিব, দলের মধ্যে গ্রুপিং কোন্দলের কারণে ইচ্ছা থাকলেও নিজকে দুরে সরিয়ে রাখছিলাম, সবাই মিলে এক্যবদ্ধ হয়ে কাজ করে সহযোগিতা করলে আমি পার্টিকে ভালো কিছু উপহার দিতে পারব বলে আমার বিশ্বাস।
এ বিষয়ে চট্টগ্রাম জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব নুরুচ্ছফা সরকার বলেন, দলের জন্য জীবনের সোনালী দিনগুলো অতিবাহিত করেছি, সারাটা জীবন দলের পেছনে ব্যয় করেছি, জাতীয় পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে নিজের সন্তানের মত দল এবং দলের কর্মীকে ভালোবসে এখনো রাজনীতি করে আসছি, দল আমাকে কিছু না দিলেও দলের জন্য আমি যতটুকু সম্ভব দিতে চেষ্টা করেছি।
এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, দক্ষিণ জেলা কমিটির বিষয়ে কেন্দ্রের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে। কমিটি যার যার মত করে কেন্দ্রের কাছে তারা জমা দিয়েছে। আশা করি সবাইকে নিয়ে অল্প কয়েক দিনের মধ্যে একটি কমিটি প্রকাশ করা হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ