ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

এমপি হতে চান দুর্নীতির মামলায় জেল খাটা আমজাদ হাজারী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৩:২৫
 ২০০৪ সালে চট্টগ্রাম কাস্টমসে এপ্রেইজার হিসেবে চাকরিতে যোগ দিয়েই দুর্নীতিতে জড়িয়ে পড়েন আমজাদ হোসেন হাজারী। সেই অপরাধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ২০১৯ সালে জেল খাটেন তিনি, তখন তিনি চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা। চাকরী থেকে অব্যাহতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন চলতি বছরে। গত ২২ মে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে জানান দিলেন এমপি হওয়ার খবর।
জানা যায় স্ত্রী গৃহিনী হালিমার ৩ কোটি ২ লাখ ৩২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হওয়ায় ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি দুদকের মামলায় স্বামী-স্ত্রী দুজনকেই জেল হাজতে পাঠায় তৎকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধার আদালত।  এর আগে  ১৪ জানুয়ারি এই দম্পতি হাইকোর্টে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের চার সপ্তাহের মধে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেওয়ার ফলে তাঁরা আত্মসমপর্ণ করেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠান। তিনি বর্তমানে চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসার্স এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি।
দুদকের আইনজীবী মাহমুদুল হক সেই সময়ে গণমাধ্যমকে জানিয়েছিলেন, কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আমজাদ হোসেন হাজারীর স্ত্রী হালিমা বেগম একজন গৃহিণী। অথচ ৩ কোটি ২ লাখ ৩২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক তিনি। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ৬ জানুয়ারি নগরীর ডবলমুরিং থানায় মামলা করেছে দুদক।
মামলা সুত্রে জানা যায় আমজাদ হোসেন হাজারী ২০০৪ সালে চট্টগ্রাম কাস্টমস এপ্রেইজার হিসেবে চাকরিতে যোগ দেন। স্ত্রীর নামে ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯ ও ২০১০ সালে স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এরপর স্ত্রীর নামে আয়কর নথি খুলে পোলট্রি ব্যবসার অস্বাভাবিক আয় দেখিয়ে এসব অবৈধ আয়কে বৈধ করার চেষ্টা করেছেন। যে পোলট্রি খামার থেকে আয় দেখিয়েছেন, বাস্তবে সেটির কোনো অস্তিত্ব নেই।
 
এজাহারে উল্লেখ করা হয়, ১৯৮৭-৮৮ করবর্ষ থেকে ২০১১-১২ করবর্ষ পর্যন্ত হালিমা বেগম আয় দেখিয়েছেন ৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৭৩৫ টাকা এবং ব্যয় দেখিয়েছেন ৮৮ লাখ ৬৯ হাজার ৫৭৯ টাকা। প্রদর্শিত ৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৭৩৫ টাকা আয়ের মধ্যে নগরের পতেঙ্গা বন্দরটিলা মৌজায় ১০ শতক জমির ওপর নির্মিত পোলট্রি খামার থেকে আয় দেখিয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৬৭ হাজার ৫৫০ টাকা। বাকিগুলো অন্য খাত থেকে।
তবে প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যমতে, ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশে ব্রয়লার জাতের মুরগি লালনপালন ছিল না। তবে লেয়ার মুরগি পালন করলে ১০ শতক জায়গায় খাঁচা পদ্ধতিতে চারটি ফ্লোরে ৮ হাজার মুরগি পালন সম্ভব। মুরগিপ্রতি গড়ে ১৮০ থেকে ২০০টি ডিম হিসাবে বছরে ১৪ লাখ ৪০ হাজার থেকে ১৬ লাখ পর্যন্ত ডিম উৎপাদন সম্ভব। সেই হিসেবে ছয় বছরে সর্বোচ্চ ৩৮ লাখ ২৪ হাজার টাকা আয় করা সম্ভব।
 
এদিকে চলতি বছরের ২২ মে নগরীর একটি রেস্টরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে আমজাদ হাজারী জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আজকের বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা সম্ভব হয়েছে।  একাডেমীর সহকারী পরিচালক আমজাদ হোসেন হাজারী । তিনি শেখ হাসিনার দেওয়া রূপকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বলে মন্তব্য করেন। চাকুরী থেকে অব্যাহতি চেয়েছেন জানিয়ে তিনি শেখ হাসিনার হাত ধরে চট্টগ্রাম বা ফেনীর আওয়ামী লীগের একজন প্রার্থী হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মনোভাব ব্যক্ত করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাথে পুনরায় রাজনীতিতে সক্রিয় থাকবেন বলে তিনি জানান।
কাস্টমসে চাকরী ও নেতৃত্বের সুবাধে অনিয়মের মাধ্যমে প্রচুর অর্থ আয় করে সম্পদের পাহাড় গড়েছেন বলে একাধিক বিশ্বস্ত সুত্রে জানা গেছে।
এব্যপারে কথা বলতে চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসার্স এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন হাজরারীর মোবাইলে কল ও বার্তা দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

‎নবাবগঞ্জে রাতের আঁধারে সানজিদা আক্তার নামে এক নারীর উপর হামলা