বালাগঞ্জে সরকারের দেয়া সময়সূচি মানছে না একাধিক দপ্তর, কর্মকর্তা আসেন ১০টায়
জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কর্মঘণ্টা কমিয়ে অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করেছে সরকার। কিন্তু সিলেটের বালাগঞ্জ উপজেলায় সরকারের দেয়া সেই সময়সূচি ও নির্দেশনা মানছেন না উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়, উপজেলা মডেল রিসোর্স সেন্টার অফিস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা নির্বাচন অফিস।
সপ্তাহের অফিস শুরুর দিন থেকে পর্যবেক্ষণ করে সবশেষ বুধবার (১৪ সেপ্টেম্বর) সরকারের বেঁধে দেওয়া সময়সূচি দেখতে বালাগঞ্জ উপজেলায় সরেজমিন ঘুরে এসব চিত্র দেখা যায়।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়, উপজেলা মডেল রিসোর্স সেন্টার অফিস, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সরেজমিনে দেখা যায় সকাল ৮:৪০ মিনিট পর্যন্ত উল্লেখিত কার্যালয় গুলোর সকল দরজার তালা ঝুলতে দেখা যায়।। স্থানীয়রা ও উপস্থিত উপকারভোগীরা জানায়, ১০টায় খুলে নির্বাচন অফিস। আমরা সাড়ে আট টায় আসছি। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা পেরিয়ে গেলেও নির্বাচন অফিসে আসতে দেখা যায়নি সংশ্লিষ্টদের।এদিকে সরকার সকল দরজা-জানালা খুলে দেয়ার ব্যাপারে বললেও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে খালি কক্ষে বৈদ্যুতিক বাতি ও ফ্যান চলতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারীরা জানায়, সব নিয়ম বেঁধে দেওয়া হয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য। অফিস প্রধান আসেন সাড়ে ৯টা ১০টায়। মন ইচ্ছে মতো আসেন নির্বাচন কর্মকর্তা। মাসিক সভা, আইন শৃঙ্খলা সভায়ও দেখা যায় না তাঁকে উপজেলা নির্বাচন অফিসে ভেঙে পড়ছে চেইন অব কমান্ড। নির্বাচন কার্যালয়ে উপকারভোগীরা আসলে কোথাও অসহায়ত্ব, কোথাও দাম্ভিকতা, কোথাও হতাশায় পড়েন। অধিকন্তু সবকিছু ছাড়িয়ে হ য ব র ল অবস্থায় পরিনত হয়েছে এই কার্যালয়টি।এবিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, আমার অফিসে জনবল কম মাত্র দুজন আছি। আমি ঢাকায় যুব প্রশিক্ষণে। আমার স্টাফও একটি প্রশিক্ষণে।
উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, আমরা ফিল্ড লেভেলে কাজ থাকে। জনবলও কম, ফিল্ডে গেলে অফিসে থালা দিয়ে যেতে হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লাকী রানী দে জানান, ৮টায় খুলা হয়। নাস্তা করার জন্যে হয়তো থালা দিয়ে যেতে পারে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশীদ জানান, সাড়ে ৮টায়ও অফিস খুলা হয়নি বিষয়টি দুঃখ জনক। আমি স্টাফদের নির্দেশনা দিয়েছি সকাল ৮টার ভেতরে অফিস খুলার জন্য।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রকিব ভুঁইয়া বলেন, আমি একটা ভাইবা বোর্ডে আছি, এবিষয় নিয়ে পরে কথা বলবেন। উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষক নিপুন বলেন, আমি প্রতিদিন বের হওয়ার সময় বৈদ্যুতিক ফ্যান ও বাতি বন্ধ করি। আমি অসুস্থ ছিলাম তাও প্রতিদিন ফোন করে জানি কখন অফিস খুলছে বন্ধ করছে বিষয়ে।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা বলেন, আমরা সরকারের চাকুরী করি। সরকারের নিয়ম মাফিক চলা আমাদের দায়িত্ব। স্টাফদের বলেছি সকাল ৮টার ভেতরে অফিস খুলার জন্য।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহরাব আহমেদ জানান, তিনি সিলেট সদর ও বালাগঞ্জের দায়িত্বে রয়েছেন। বালাগঞ্জের ভোটার হালনাগাদের কাজ শেষ হয়েছে, সিলেটে অফিসিয়াল কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননা। স্টাফদের বলা আছে ৮টায় অফিস খুলার জন্য। আরো দু-এক পর্যবেক্ষণ করে রিপোর্ট করার পরামর্শ দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সকল দপ্তরের অফিসারদের আগে থেকেও বলা আছে, আবারো বলবো অফিস যেনো সকাল ৮টার ভেতরে খুলে।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied